৪. ণত্ব ও ষত্ব বিধান ১. কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না? ক) তদ্ভব শব্দে খ) তৎসম শব্দে গ) অর্ধ-তৎসম শব্দে ঘ) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে ব্যাখ্যা: ২. কোন ক্ষেত্রে সাধারণত ‘ণ’ হয় না ’ন’ হয়? ক) প্রত্যয়যুক্ত পদে খ) উপসর্গযুক্ত পদে গ) বিভক্তিযুক্ত পদে ঘ) সমাসবদ্ধ পদে ব্যাখ্যা: ৩. কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়? ক) লোকজ শব্দে খ) দেশী শব্দে গ) বিদেশী শব্দে ঘ) তৎসম শব্দে ব্যাখ্যা: ৪. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয় না? ক) তৎসম খ) বিদেশি গ) সংস্কৃত ঘ) তদ্ভব ব্যাখ্যা: ৫. নিচের কোন ধরনের শব্দে কেবল ‘ণ’ পাওয়া যায়? ক) দেশি খ) বিদেশি গ) তৎসম ঘ) খাঁটি বাংলা ব্যাখ্যা: ৬. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? ক) দন্ত ন ধ্বনি খ) তালব্য শ ধ্বনি গ) স্বরধ্বনি ঘ) মূর্ধন্য ষ ধ্বনি ব্যাখ্যা: ৭. কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত্য ‘স’ মূর্ধন্য 'ষ' হয়? ক) ত, থ খ) র, ষ গ) ট, ঠ ঘ) ড, ঢ ব্যাখ্যা: ৮. কোন বানানটি সঠিক? ক) মধ্যহ্ন খ) পূর্বাহ্ন গ) সায়া ঘ) অপরাহ্ন ব্যাখ্যা: ৯. কোনটিতে স্বভাবতই ‘ণ' হয়েছে? ক) কৃপণ খ) আপণ গ) অৰ্পণ ঘ) রামায়ণ ব্যাখ্যা: ১০. বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। এর উদাহরণ কোনটি? ক) অগ্নিসাৎ খ) প্রতিসেধক গ) সুসমা ঘ) জিনিস ব্যাখ্যা: ১১. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? ক) দন্ত্য-ন ধ্বনি খ) তালব্য-শ ধ্বনি গ) স্বরধ্বনি ঘ) মূর্ধন্য-ণ ধ্বনি ব্যাখ্যা: ১২. কোনটি ষত্ব বিধানের উদাহরণ? ক) ত্রিনয়ন, সর্বনাম খ) করিস, দেশি গ) পোশাক, মাস্টার ঘ) আষাঢ়, উষা ব্যাখ্যা: ১৩. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় এমন উদাহরণ কোনটি? ক) কৃষক খ) ঔষধ গ) বর্ষা ঘ) বর্ষণ ব্যাখ্যা: ১৪. কোন শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়েছে? ক) কল্যাণ খ) কারণ গ) ঋণ ঘ) হরিণ ব্যাখ্যা: ১৫. ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়? ক) 'স' হয় খ) ‘উ’হয় গ) 'ষ' হয় ঘ) ‘ই' হয় ব্যাখ্যা: ১৬. ‘ণত্ব’ বিধানের (নিয়মের) বাইরে “ণ” এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে? ক) ঘণ্টা, লুণ্ঠন, ভাণ্ড খ) তৃণ, বর্ণ, ঝর্ণা গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্ন ঘ) বেণু, বীণা, বাণ, অণু, কল্যাণ ব্যাখ্যা: ১৭. কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত স মূর্ধন্য ষ হয়? ক) ত, থ খ) র, ষ গ) ট, ঠ ঘ) ড, ঢ ব্যাখ্যা: ১৮. বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? ক) শ খ) ষ গ) স ঘ) হ ব্যাখ্যা: ১৯. ট-বর্গীয় ধ্বনির আগে ‘ন’ থাকলে তা কী হয়? অথবা, ‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ক) ষ খ) ণ গ) স ঘ) চ্ছ ব্যাখ্যা: ২০. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়? ক) ণ খ) ন গ) ন্ন ঘ) ণ্য ব্যাখ্যা: ২১. কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ? ক) কণিকা খ) হরিণ গ) ঋণ ঘ) রামায়ণ ব্যাখ্যা: ২২. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল? ক) অনুসঙ্গী খ) সূষম গ) অভিশাপ ঘ) বিষয় ব্যাখ্যা: ২৩. ষত্ব বিধানে স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে? ক) মানুষ খ) বর্ষা গ) নষ্ট ঘ) বিষয় ব্যাখ্যা: ২৪. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে? ক) তৃণ/বাণ খ) বর্ণ গ) রামায়ণ ঘ) পানি ব্যাখ্যা: ২৫. সমাসবদ্ধ শব্দে দু'পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি ? ক) অনুষঙ্গ খ) যতন গ) রতন ঘ) অগ্রণায়ক ব্যাখ্যা: ২৬. কোন শব্দের বানানে স্বভাবতই 'ষ' হয় ? ক) তৃষ্ণা খ) আষাঢ় গ) দৃষ্টি ঘ) বর্ষণ ব্যাখ্যা: ২৭. ঋ, র, ষ-এর পর তৎসম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহৃত হয়—এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি? ক) কৃষ্ণ খ) হরিণ গ) বিশেষণ ঘ) ব্যাকরণ ব্যাখ্যা: ২৮. কোনটি স্বভাবতই মূর্ধন্য 'ষ'-এর উদাহরণ? ক) কাষ্ঠ/মানুষ খ) বিষয় গ) কৃষক ঘ) ষড়যন্ত্র ব্যাখ্যা: ২৯. ঋ-কার ও ‘র' এর পর – ব্যবহৃত হয়? ক) স খ) শ গ) ষ ঘ) ড় ব্যাখ্যা: ৩০. তৎসম শব্দের বানানে 'ণ'-এর সঠিক ব্যবহারের নিয়মই— ক) ষত্ব বিধান খ) ণত্ব বিধান গ) উপসর্গ ঘ) প্রত্যয় ব্যাখ্যা: ৩১. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও 'ণ' হয় না? ক) ক-বর্গ খ) চ-বর্গ গ) প-বর্গ ঘ) ত-বৰ্গ ব্যাখ্যা: ৩২. দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ' ব্যবহৃত হয়নি কেন ? ক) তৎসম শব্দ বলে খ) দেশি শব্দ বলে গ) বিদেশি শব্দ বলে ঘ) সমাসবদ্ধ শব্দ বলে ব্যাখ্যা: ৩৩. আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না— এ বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? ক) পোশাক খ) পৌস গ) বাস ঘ) কাষ্ঠ ব্যাখ্যা: ৩৪. ঋ, র, ষ এর পর মূর্ধন্য- ণ হয়'— এ নিয়মের উদাহরণ কোনটি? ক) উষ্ণ খ) কৃপণ গ) হরিণ ঘ) অৰ্পণ ব্যাখ্যা: ৩৫. সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ‘ষ’ হয় না? ক) ষ্ণ খ) ষ্ণিক গ) অনট ঘ) সা ব্যাখ্যা: ৩৬. সংস্কৃত ‘সাৎ প্রত্যয়যুক্ত পদে— ক) ণ হয় না খ) ণ হয় গ) ষ হয় না ঘ) ষ হয় ব্যাখ্যা: ৩৭. কোন বানানটি সঠিক? ক) নশট খ) কৃশট গ) কস্ট ঘ) ওষ্ঠ ব্যাখ্যা: ৩৮. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ষ’ হয়েছে? ক) কৃষক খ) ওষ্ঠ গ) সুষমা ঘ) কোষ ব্যাখ্যা: ৩৯. কোন শব্দের বানান ষত্ব বিধান অনুসারে শুদ্ধ? ক) ইষ্টার্ণ খ) অগ্নিষাৎ গ) অনুসঙ্গ ঘ) মুমূর্ষু ব্যাখ্যা: ৪০. ‘ঋ-কার' ও 'র'-এর পর —-- ব্যবহার হয়। ক) স খ) শ গ) ষ ঘ) ড় ব্যাখ্যা: Submit answers Your Score: