বচন ১. বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) বাক্যতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) পদক্রম ঘ) রূপতত্ত্ব ব্যাখ্যা: ২. বচন অর্থ কী? ক) সংখ্যার ধারণা খ) গণনার ধারণা গ) নামের ধারণা ঘ) পরিমাণের ধারণা ব্যাখ্যা: ৩. একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম— ক) বচন খ) যোজক গ) আবেগ ঘ) পদাণু ব্যাখ্যা: ৪. বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ? ক) তৎসম খ) পারিভাষিক গ) অর্ধ-তৎসম ঘ) বিদেশি ব্যাখ্যা: ৫. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক) ফল খ) মালা গ) সমাজ ঘ) মন্ডলী ব্যাখ্যা: ৬. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়? ক) ফুল খ) দাম গ) গুচ্ছ ঘ) বৃন্দ ব্যাখ্যা: ৭. সংখ্যার ধারণা হলো –- ক) বচন খ) পদ গ) বলক ঘ) শব্দ ব্যাখ্যা: ৮. ব্যক্তিবাচক শব্দের পরে কী যোগ করলে বহুবচন হয়? ক) গণ খ) রাজি গ) রাশি ঘ) গুচ্ছ ব্যাখ্যা: ৯. বহুবচন প্রকাশে কোন সমষ্টিবাচক শব্দটি ব্যবহৃত হয়? ক) মালা খ) খানি গ) খানা ঘ) টি ব্যাখ্যা: ১০. রাজি, রাশি, মালা, গুচ্ছ, পুঞ্জ ইত্যাদি কোন জাতীয় শব্দের সাথে ব্যবহার করা হয় ? ক) উন্নত প্রাণিবাচক খ) উন্নত ও অপ্রাণিবাচক গ) প্রাণী ও অপ্রাণীবাচক ঘ) ইতর প্রাণীবাচক ব্যাখ্যা: ১১. বহুবচনে কোনটি অশুদ্ধ? ক) তারকারাজি খ) তরঙ্গমালা গ) শিক্ষকমণ্ডলী ঘ) পর্বতরাশি ব্যাখ্যা: ১২. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক) ফুল খ) মালা গ) সমাজ ঘ) মণ্ডলী ব্যাখ্যা: ১৩. যা দিয়ে বিশেষ্য ও সর্বনামের সংখ্যা জানা যায় তাকে— ক) সংখ্যাবাচক শব্দ বলে খ) বচন বলে গ) পদাশ্রিত নির্দেশক বলে ঘ) 'গণ' বলে ব্যাখ্যা: ১৪. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? ক) সাহেবান খ) সাহেবকুল গ) সাহেবমণ্ডলী ঘ) সাহেবসমূহ ব্যাখ্যা: ১৫. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো? ক) কপাল, যূথ খ) সকল, সমূহ গ) গণ, বৃন্দ ঘ) রাশি, রাজি ব্যাখ্যা: ১৬. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়? ক) রাশি খ) এবং গ) গণ ঘ) গুলো ব্যাখ্যা: ১৭. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি? ক) কুল খ) বর্গ গ) রাজি ঘ) সব ব্যাখ্যা: ১৮. কেবলমাত্র কোন কোন পদের বহুবচন হয়? ক) বিশেষ্য ও সর্বনাম খ) বিশেষণ ও সর্বনাম গ) বিশেষ্য ও বিশেষণ ঘ) সর্বনাম ও অব্যয় ব্যাখ্যা: ১৯. কোন বহুবচনবোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক) নিকর খ) দাম গ) পাল ঘ) মালা ব্যাখ্যা: ২০. ‘পর্বত’ শব্দের বহুবচন কোনটি? ক) পর্বতগুচ্ছ খ) পর্বতমালা গ) পর্বতপুঞ্জ ঘ) পর্বতসমূহ ব্যাখ্যা: ২১. কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়? ক) গুণবাচক খ) ভাববাচক গ) সমষ্টিবাচক ঘ) সংজ্ঞাবাচক ব্যাখ্যা: ২২. কোনটি সঠিক বহুবচন? ক) হস্তিযূথ খ) মন্ত্ৰীসকল গ) তারকাবৃন্দ ঘ) কবিতারাজি ব্যাখ্যা: ২৩. সর্বনামের বহুবচন কোনটি? ক) তোমরা খ) ফুলদল গ) মেঘমালা ঘ) দ্বীপপুঞ্জ ব্যাখ্যা: ২৪. নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে? ক) আলেম দল খ) শিক্ষকবৃন্দ গ) কুসুম নিচয় ঘ) সাহেবান ব্যাখ্যা: ২৫. বাংলায় বচন কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ব্যাখ্যা: ২৬. ‘আমি কলমের দোকানে যাব’–‘কলমের' কোন বচনের উদাহরণ? ক) একবচনের খ) দ্বিবচনের গ) বহুবচনের ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ২৭. ‘বৃন্দ'-এর সঠিক প্রয়োগ কোনটি? ক) পক্ষী খ) টাকা গ) ছাত্র ঘ) পর্বত ব্যাখ্যা: ২৮. কোনটিতে প্রত্যয় যুক্ত করে বহুবচন করা হয়েছে? ক) বালকগণ খেলছে খ) বালকেরা খেলছে গ) শিক্ষক পড়াচ্ছেন ঘ) শিক্ষকবৃন্দ পড়াচ্ছেন ব্যাখ্যা: ২৯. ‘কমল' শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে? ক) সমূহ খ) দাম গ) নিকর ঘ) রাজি ব্যাখ্যা: ৩০. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) বৃন্দ খ) কুল গ) বর্গ ঘ) দাম ব্যাখ্যা: ৩১. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়? ক) ফুল, সমূহ, বৃন্দ খ) বর্গ, বৃন্দ, মালা গ) কুল, নিচয়, সকল ঘ) আবলি, পুঞ্জ, রাশি ব্যাখ্যা: ৩২. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না? ক) বচনভেদে খ) বর্ণনাভেদে গ) অর্থভেদে ঘ) প্রয়োগভেদে ব্যাখ্যা: ৩৩. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি? ক) রচনাবৃন্দ খ) রচনারাজি গ) রচনাবলি ঘ) রচনা সকল ব্যাখ্যা: ৩৪. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে হয়? ক) ফুল খ) দাম গ) গুচ্ছ ঘ) বৃন্দ ব্যাখ্যা: ৩৫. কোন বহুবচনগুলো সঠিক? ক) তরুরাজি, পুষ্পদাম খ) মানুষগণ, মানুষবৃন্দ গ) সভ্য সকল, সভ্যসমূহ ঘ) ছাত্রী নিচয়, শিক্ষক বর্গ ব্যাখ্যা: ৩৬. কোনটিতে সঠিক বহুবচনের প্রয়োগ ঘটেছে? ক) পুস্তকাদি গুছিয়ে নাও খ) পুষ্পবৃন্দ ঝরে পড়ছে গ) মানুষসমূহ কাজ করছে ঘ) হস্তিগণ দৌড়াচ্ছে ব্যাখ্যা: ৩৭. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয় ? ক) বহুবচন খ) একবচন গ) সন্ধি ঘ) লিঙ্গ ব্যাখ্যা: ৩৮. কোনটি বহুবচনবোধক শব্দ নয়? ক) মহল খ) দাম গ) বৰ্গ ঘ) মান ব্যাখ্যা: ৩৯. কোন বহুবচনবাচক শব্দটি প্রাণী ও অপ্রাণিবাচক উভয় প্রকার শব্দে ব্যবহৃত হয় ? ক) গুলো বা গুলি খ) দাম গ) গণ ঘ) বৃন্দ ব্যাখ্যা: ৪০. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায় ? ক) উচ্চারণগত খ) অর্থগত গ) অবস্থানগত ঘ) আকৃতিগত ব্যাখ্যা: ৪১. ‘আদি’ বহুবচনবাচক শব্দটি কোন ধরনের শব্দের শেষে যুক্ত হয়? ক) বস্তুবাচক খ) প্রাণিবাচক গ) উন্নত প্রাণিবাচক ঘ) ইতর প্রাণিবাচক ব্যাখ্যা: ৪২. পাল ও যূথ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়? ক) উন্নত প্রাণীর বহুবচনে খ) জন্ন্তুদের একবচনে গ) অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ঘ) জন্তুর বহুবচনে ব্যাখ্যা: ৪৩. সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে? ক) হিন্দি খ) প্ৰাকৃত গ) সংস্কৃত ঘ) খাঁটি বাংলা ব্যাখ্যা: ৪৪. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? ক) বড় বড় মাঠ খ) এটাই বাবুদের বাড়ি গ) সিংহ বনে থাকে ঘ) হস্তিযূথ মাঠে ফসল নষ্ট করছে ব্যাখ্যা: ৪৫. কোনটি চলিত ভাষার বহুবচন? ক) গুলি খ) সমূহ গ) নিচয় ঘ) গুলো ব্যাখ্যা: ৪৬. কোনটিতে সঠিক বহুবচন প্রয়োগ করা হয়েছে? ক) কবিতাগুচ্ছ খ) কবিতাবলি গ) কবিতামণ্ডলী ঘ) কবিতাবর্গ ব্যাখ্যা: ৪৭. কোনটিতে বহুবচন বুঝায়? ক) কাপড়খানা খ) মালাগাছি গ) শিক্ষক মহোদয় ঘ) ভাইসব ব্যাখ্যা: ৪৮. আধিক্যবাচক সংখ্যা শব্দ কোনটি? ক) সিকি খ) পোয়া গ) তেহাই ঘ) দেড় ব্যাখ্যা: ৪৯. বহুবচন বলতে কয়টি সংখ্যার ধারণা বুঝায়? ক) একটি খ) দুইটি গ) একাধিক ঘ) শুধু তিনটি ব্যাখ্যা: ৫০. বহুবচন প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়? ক) রা খ) টা গ) টি ঘ) খানি ব্যাখ্যা: ৫১. বহুবচন প্রকাশে কোন সমষ্টিবোধক শব্দটি ব্যবহৃত হয়? ক) মালা খ) খালি গ) খানা ঘ) টি ব্যাখ্যা: ৫২. কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? ক) পণ খ) নিচয় গ) বর্গ ঘ) বৃন্দ ব্যাখ্যা: ৫৩. কেবল ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? ক) কুল খ) যুথ গ) সমূহ ঘ) সকল ব্যাখ্যা: ৫৪. বহুবচনবোধক শব্দ ‘সব’ কোথায় সঠিকভাবে ব্যবহৃত হয়েছে? ক) বৃক্ষসব খ) ছাত্রসব গ) বন্ধুসব ঘ) পাথরসব ব্যাখ্যা: ৫৫. প্রাণিবাচক শব্দের পরে কোন বহুবচনবোধক শব্দগুলো ব্যবহৃত হয়? ক) কুল, জন, বৃন্দ, গণ খ) গণ, মণ্ডলী, বর্গ, বৃন্দ গ) মণ্ডলী, বৃন্দ, জন, বর্গ ঘ) সভয়, লোক, মণ্ডলী, পুঞ্জ ব্যাখ্যা: ৫৬. অপ্রাণিবাচক শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দগুলো ব্যবহৃত হয়? ক) গণ, মণ্ডলী, সভা, মালা খ) চর, দাম, নিকর, মণ্ডলী গ) দাম, নিকর, রাজি, পুঞ্জ ঘ) মালা, রাশি, রাজি, বৃন্দ ব্যাখ্যা: ৫৭. কোনটি বহুবচনের উদাহরণ? ক) জিজ্ঞাসিব জনে জনে খ) দুয়ারে দাঁড়ায়ে ভিক্ষুক গ) জনৈক ব্যক্তি ডাকিছে তোমারে ঘ) রহিম ছাত্র ব্যাখ্যা: ৫৮. ‘বচন' ব্যাকরণের কী জাতীয় শব্দ? ক) তৎসম খ) পারিভাষিক গ) অর্ধতৎসম ঘ) বিদেশি ব্যাখ্যা: ৫৯. একবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হবে? ক) টা, টি, খানা, গাছা খ) গুলি, গুলা, গুলো, বৃন্দ গ) টে, টুকু, টো, গোটা ঘ) সবগুলোই ব্যাখ্যা: ৬০. আমার এক — জুতো ছিঁড়ে গেছে। শূন্যস্থানে কী হবে? ক) তা খ) পাটি গ) কেতা ঘ) টি ব্যাখ্যা: ৬১. দশ — কাগজ দাও। খালি ঘরে কী হবে? ক) গোটা খ) টুকু গ) তা ঘ) পাটি ব্যাখ্যা: ৬২. কাপড় এর পরে একবচনে কোন নির্দেশক ব্যবহৃত হয়? ক) টি খ) গাছা গ) খানা ঘ) গাছি ব্যাখ্যা: ৬৩. ‘আম’ এর পরে বহুবচনে কোন নির্দেশক ব্যবহৃত হয়? ক) গুলা খ) গুলি গ) গুলিন ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ৬৪. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি? ক) আবলি খ) সকল গ) গুচ্ছ ঘ) বৃন্দ ব্যাখ্যা: ৬৫. কোনটি একবচনের উদাহরণ? ক) মানুষ মরণশীল খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ) লোকে বলে ঘ) বনে বাঘ থাকে ব্যাখ্যা: ৬৬. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক) ফুল খ) মণ্ডলী গ) সমাজ ঘ) মালা ব্যাখ্যা: ৬৭. কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) ফুল খ) দাম গ) বৃন্দ ঘ) গুচ্ছ ব্যাখ্যা: ৬৮. বচনবাচক শব্দের আগে কোনটি বসে ? ক) টুকু খ) টা গ) গোটা ঘ) খানি ব্যাখ্যা: ৬৯. ‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে? ক) পরে খ) মাঝে গ) পূর্বে ঘ) আগে ও মাঝে ব্যাখ্যা: ৭০. কোন বাক্যটি শুদ্ধ? ক) সকল বালিকারা দুষ্টামি করে খ) সব বালকেরা বিদ্যালয়ে যায় না গ) বালকগণ মাঠে খেলা করে ঘ) সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন ব্যাখ্যা: একখানা বই কিনে নিও। এ বাক্যটিতে ‘একখানা’ দ্বারা কী বুঝায় ? ক) অনির্দিষ্ট খ) নির্দিষ্ট গ) পরিমাণ ঘ) সংখ্যা ব্যাখ্যা: ৭২. দশ টাকার পাঁচ – নোট।শূন্যস্থানে কী হবে? ক) তা খ) পাটি গ) কেতা ঘ) টা ব্যাখ্যা: ৭৩. দাম, নিকর, মালা, আদি, পুঞ্জ ইত্যাদি সমষ্টিবাচক শব্দগুলো কোন শব্দের পরে বসে? ক) প্রাণিবাচক একবচনাত্মক খ) অপ্রাণিবাচক একবচনাত্মক গ) প্রাণিবাচক বহুবচনাত্মক ঘ) অপ্রাণিবাচক বহুবচনাত্মক ব্যাখ্যা: ৭৪. কোন বাক্যটি শুদ্ধ? ক) মেঘরাশি আকাশে ভেসে বেড়ায় খ) বঙ্গোপসাগরে দ্বীপরাজি আছে গ) তরঙ্গরাশি কূলে আঘাত করছিল ঘ) পত্রমালা সত্যই মনোমুগ্ধকর ব্যাখ্যা: ৭৫. কোন বাক্যটি শুদ্ধ? ক) যাবতীয় বিষয়গুলো পরীক্ষা করিয়া দেখা হইবে খ) যাবতীয় বিষয় খুলিয়া বলা উচিত গ) সমুদয় ব্যাপারসমূহ পিতাকে জানানো হল ঘ) বিভিন্ন প্রকার বাক্যসমূহের উদাহরণ দাও ব্যাখ্যা: ৭৬. সময় সময় কবিতা ও অন্যান্য প্রয়োজনে অপ্রাণী ও ইতর প্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়— ক) রা, এরা খ) রা, গুলি গ) এরা, এগুলো ঘ) রা, গুলো ব্যাখ্যা: ৭৭. ‘পুঞ্জ' এর সঠিক প্রয়োগ হবে কোন শব্দে? ক) পর্বত খ) নদী গ) সমুদ্র ঘ) দ্বীপ ব্যাখ্যা: ৭৮. ‘নিকর' এর সঠিক প্রয়োগ হবে কোন শব্দে? ক) কবিতা খ) দ্বীপ গ) পর্বত ঘ) কমল ব্যাখ্যা: ৭৯. ‘গাছা’ এর সঠিক প্রয়োগ হবে কোন শব্দে? ক) কাপড় খ) বাঁশী গ) লাঠি ঘ) কলম ব্যাখ্যা: ৮০ ‘রাজি’ এর সঠিক প্রয়োগ হবে কোন শব্দে? ক) কুসুম খ) কমল গ) পত্র ঘ) কেশ ব্যাখ্যা: ৮১. ‘বৃন্দ’ কী বাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) অপ্রাণিবাচক খ) প্রাণিবাচক গ) ইতর প্রাণিবাচক ঘ) উন্নত প্রাণিবাচক ব্যাখ্যা: ৮২. ‘গণ’ কী বাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) লোক খ) ছেলে গ) কবি-সাহিত্যিক ঘ) মানুষ ব্যাখ্যা: ৮৩. কোনটি বিদেশি মূল ভাষার অনুকরণে বহুবচন করা হয়েছে? ক) আলেমগণ খ) সাহেবান গ) ঠাকরুন ঘ) পণ্ডিতবৃন্দ ব্যাখ্যা: ৮৪. কোন বহুবচনটি ঠিক নয়? ক) তরুণ গণ খ) শিক্ষকমণ্ডলী গ) ফসলনিকর ঘ) তারকারাজি ব্যাখ্যা: ৮৫. '‘বর্গ' বহুবচনবোধক শব্দটি কোন শব্দের বেলায় প্রযোজ্য? ক) কবি খ) কৃষক গ) সাহিত্যিক ঘ) শিক্ষক ব্যাখ্যা: ৮৬. কোনটি প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) মালা খ) নিচয় গ) গণ ঘ) রাজি ব্যাখ্যা: ৮৭. ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? ক) প্রাণিবাচক খ) প্রাণিবাচক ও অপ্রাণিবাচক গ) সমষ্টিবাচক ঘ) ইতর প্রাণিবাচক ব্যাখ্যা: ৮৮. কোনটিতে একবচন বুঝায়? ক) গুণাবলি খ) লাঠিগুলো গ) গামছাখানি ঘ) মেঘরাশি ব্যাখ্যা: Submit answers Your Score: