৪র্থ অধ্যায়ঃ উদ্ভিদ, প্রাণী ও অনুজীব ১. মূল, কাণ্ড ও পাতা আছে এমন জীব কোনটি? ক) উদ্ভিদ খ) প্রাণী গ) ছত্রাক ঘ) ব্যাকটেরিয়া ব্যাখ্যা: ২. উদ্ভিদ পরিবেশে ছেড়ে দেয় কোনটি? ক) বাতাস খ) কার্বন-ডাই-অক্সাইড গ) অক্সিজেন ঘ) সব কয়টি ব্যাখ্যা: ৩. উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতি নিচের কোন উপাদানটি তৈরি করে? ক) কার্বন ডাইঅক্সাইড খ) শর্করা গ) প্রোটিন ঘ) নাইট্রোজেন ব্যাখ্যা: ৪. নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েমের মাঝে অবস্থান করে? ক) পত্ররন্ধ খ) ক্যাম্বিয়াম গ) করটেক্স ঘ) পরিবাহী নালি ব্যাখ্যা: ৫. গাছের মূল মাটি থেকে নেয় কোনটি? ক) শর্করা খ) খাদ্য গ) পানি ঘ) অক্সিজেন ব্যাখ্যা: ৬. গাছের মূল থেকে পানি শাখা প্রশাখায় নিয়ে যায় কোনটি? ক) জাইলেম খ) ফ্লোয়েম গ) ক্যাম্বিয়াম ঘ) টিস্যু ব্যাখ্যা: ৭. কোনটি পানি শোষণের জন্য সুবিশাল নেটওয়ার্ক তৈরি করে? ক) মূলটুপি খ) প্রধান মূল গ) মূলরোম ঘ) শাখামূল ব্যাখ্যা: ৮. প্রত্যেক মূলের আগায় থাকে কোনটি? ক) মূল মুকুট খ) কোষ আবরণী গ) মূল টুপি ঘ) মাটি ব্যাখ্যা: ৯. মূলটুপির কাজ কী? ক) পানি শোষণ খ) মূলকে আঘাত থেকে রক্ষা করা গ) খনিজ লবণ শোষণ ঘ) পুষ্টি সংগ্রহ ব্যাখ্যা: ১০. নিচের কোনটি কোষের শক্ত আবরণ? ক) শিকড় খ) মূলরোম গ) মূলটুপি ঘ) পাতা ব্যাখ্যা: ১১. উদ্ভিদের দিকে তাকালে সবচেয়ে বেশি চোখে পড়ে কোনটি? ক) মূল খ) কাণ্ড গ) পাতা ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ১২. একটি উদ্ভিদের দিকে তাকালে কোন দিকে সবচেয়ে বেশি চোখ পড়ে? ক) পাতা খ) মূল গ) কাণ্ড ঘ) ফুল ব্যাখ্যা: ১৩. কোন উদ্ভিদটিতে সরল পাতা দেখা যায়? ক) গোলাপ খ) নিম গ) সজনে ঘ) আম ব্যাখ্যা: ১৪. গোলাপ, নিম ও সজনে গাছের পাতা কোন ধরনের? ক) যৌগিক খ) সরল গ) কাঁটাযুক্ত ঘ) একক ব্যাখ্যা: ১৫. মূল দিয়ে শোষিত পানির শতকরা কত ভাগ পরিবেশে ফিরে আসে? ক) প্রায় ৭৯ ভাগ খ) প্রায় ৮৯ ভাগ গ) প্রায় ৯৮ ভাগ ঘ) প্রায় ৯৯ ভাগ ব্যাখ্যা: ১৬. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কোনটি? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) সালোকসংশ্লেষণ ঘ) প্রস্বেদন ব্যাখ্যা: ১৭. সালোকসংশ্লেষণ গাছের কোথায় হয়? ক) মূলে খ) পাতায় গ) ফুলে ঘ) কাণ্ডে ব্যাখ্যা: ১৮. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো –- ক) পানি খ) কার্বন ডাইঅক্সাইড গ) খনিজ লবণ ঘ) সবকয়টি ব্যাখ্যা: ১৯. গাছ কীসের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? ক) পত্ররন্দ্র খ) স্টোমাটা গ) ক্লোরোপ্লাস্ট ঘ) কিউটিকল ব্যাখ্যা: ২০. সালোকসংশ্লেষণ উদ্ভিদকোষের কোন অঙ্গাণুতে ঘটে থাকে? ক) সাইটোপ্লাজমে খ) লাইসোজোমে গ) মাইটোকন্ড্রিয়ায় ঘ) ক্লোরোপ্লাস্টে ব্যাখ্যা: ২১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কারণে তৈরি হয় কোনটি? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন ডাইঅক্সাইড ঘ) পানি ব্যাখ্যা: ২২. প্রজনন কী? ক) মিলন প্রক্রিয়া খ) বংশবৃদ্ধি প্রক্রিয়া গ) দৈহিক বৃদ্ধি প্রক্রিয়া ঘ) পানি শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা: ২৩. নিচের কোনটি নতুন চারা গাছের জন্ম দিতে পারে? ক) ফুল খ) ডিম্বক গ) বীজ ঘ) ফল ব্যাখ্যা: ২৪. নিষিক্তকরণের পর কোনটি ফলে পরিণত হয়? ক) ডিম্বক খ) গর্ভাশয় গ) পরাগরেণু ঘ) পরাগনালী ব্যাখ্যা: ২৫. বীজযুক্ত গাছে কোন ধরনের প্রজনন ঘটে? ক) যৌন প্ৰজনন খ) অযৌন প্ৰজনন গ) স্পোরের মাধ্যমে প্রজনন ঘ) অঙ্গজ প্রজনন ব্যাখ্যা: ২৬. দুইটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে কী বলে? ক) স্ব-পরাগায়ন খ) নিষেক গ) যৌন প্ৰজনন ঘ) পর-পরাগায় ব্যাখ্যা: ২৭. ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? ক) প্রজনন খ) পরাগায়ন গ) নিষিক্তকরণ ঘ) অঙ্কুরোদগম ব্যাখ্যা: ২৮. একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি ব্যাখ্যা: ২৯. ফুলের সবচেয়ে বাইরের স্তবকে কি বলে? ক) পুংকেশর খ) গর্ভকেশর গ) দল ঘ) বৃতি ব্যাখ্যা: ৩০. একটি ফুলের পুষ্পাক্ষ, দল, পুংকেশর ও গর্ভকেশর আছে কিন্তু বৃন্ত নেই। ফুলটি কোন ধরনের? ক)সম্পূর্ণ খ) অসম্পূর্ণ গ) অবৃন্তক ঘ) প্রাণীপরাগী ব্যাখ্যা: Question 31-40 ৩১. Follen শব্দের অর্থ কী? ক) পরাগায়ন খ) পরাগরেণু গ) নিষেক ঘ) ডিম্বাণু ব্যাখ্যা: ৩২. নিষেক এর ইংরেজি শব্দ কোনটি? ক) Fertilization খ) Pollen গ) Pollination ঘ) Egg cell ব্যাখ্যা: ৩৩. বীজের আবরণের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ব্যাখ্যা: ৩৪. কোনটি মূলে খাদ্য সঞ্চয় করে? ক) আদা খ) আলু গ) আখ ঘ) গাজর ব্যাখ্যা: ৩৫. নিচের কোনটি কাণ্ডে খাদ্য সঞ্চয় করে? ক) মিষ্টি আলু খ) গাজর গ) আদা ঘ) কচু ব্যাখ্যা: ৩৬. অনাবৃতবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটে কত বছর পূর্বে? ক)প্রায় ১৫০ মিলিয়ন খ) প্রায় ২৫০ মিলিয়ন গ) প্রায় ৩৫০ মিলিয়ন ঘ) প্রায় ৪৫০ মিলিয়ন ব্যাখ্যা: ৩৭. বীজে আবরণ থাকার উপর ভিত্তি করে উদ্ভিদ কে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ব্যাখ্যা: ৩৮. মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ব্যাখ্যা: ৩৯. মেরুরজ্জুকে রক্ষাকারী অঙ্গটির নাম কী? ক) ত্বক খ) তরুণাস্থি গ) মেরুদণ্ড ঘ) কিডনি ব্যাখ্যা: ৪০. নিচের কোনটি হাড় ও তরুণাস্থি দিয়ে তৈরি? ক) হৃৎপিণ্ড খ) অন্তঃকঙ্কাল গ) ধমনি ঘ) যকৃত ব্যাখ্যা: ৪১. মেরুদন্ডী প্রাণীর সুরক্ষা এবং চলাচলের জন্য থাকে কোনটি? ক) অন্তঃকঙ্কাল খ) হার্ট গ) অন্তঃকঙ্কাল থাকে না ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ৪২. অন্তঃকঙ্কাল কি দিয়ে তৈরি? ক) তরুণাস্থি খ) কঙ্কাল গ) অস্থি ঘ) সবকয়টি ব্যাখ্যা: ৪৩. দুই পা বিশিষ্ট প্রাণী কোনটি? ক) মানুষ খ) বিড়াল গ) ছাগল, ঘ) গরু ব্যাখ্যা: ৪৪. চোয়াল বিহীন মাছের সন্ধান পাওয়া গেছে কত প্রজাতির? ক) প্রায় ৪০টি খ) প্রায় ৫০টি গ) প্রায় ৬০টি ঘ) প্রায় ৭০টি ব্যাখ্যা: ৪৫. তরুণাস্থিযুক্ত মাছের প্রজাতি সংখ্যা কত? ক) ৭৫০টি খ) ৭০টি গ) ৪৭০০টি ঘ) ৪৫০টি ব্যাখ্যা: ৪৬. উভচর প্রাণী রয়েছে কত প্রজাতির? ক) প্রায় ৩৫০০ খ) প্রায় ৩৭০০ গ) প্রায় ৪৫০০ ঘ) প্রায় ৪৭০০ ব্যাখ্যা: ৪৭. নিচের কোন প্রাণীটি উভচর? ক) ব্যাঙ খ) হাঙর গ) ল্রাম্পে ঘ) স্টিংরে ব্যাখ্যা: ৪৮. শাসনের জন্য সুগঠিত ফুলকা থাকে কোনটির? ক) চোয়াল বিহীন মাছের খ) অস্তিযুক্ত মাছের গ) তরুণাস্থি যুক্ত মাছের ঘ) উভচর প্রাণীর ব্যাখ্যা: ৪৯. কোন পাখি উড়তে পারেনা? ক) চড়ুই খ) কবুতর গ) দোয়েল ঘ) উটপাখি ব্যাখ্যা: ৫০. নিচের কোন প্রাণীটি শ্বাস গ্রহণে ফুসফুস ও ফুলকা দুটোই ব্যবহার করে? ক) হ্যাপফিশ খ) হাঙর গ) সাপ ঘ) স্যালামেন্ডার ব্যাখ্যা: ৫১. এ পর্যন্ত স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির শনাক্ত হয়েছে কতটি? ক) প্রায় ৪১০০ খ) প্রায় ৪৩০০ গ) প্রায় ৪৫০০ ঘ) প্রায় ৪৭০০ ব্যাখ্যা: ৫২. বুকে ভর দিয়ে চলাফেরা করে এমন প্রাণী কোনটি? ক) তৈলাপোকা খ) কবুতর গ) টিকটিকি ঘ) ব্যাঙ ব্যাখ্যা: ৫৩. সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য কোনটি? ক) বুকে ভর দিয়ে চলে খ) পালকযুক্ত ডানা আছে গ) ফাঁপা অস্থিযুক্ত ঘ) জলে বাস করে ব্যাখ্যা: ৫৪. নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী হয়েও সমুদ্রে থাকে? ক) কচ্ছপ খ) তিমি গ) কুমির ঘ) জলহস্তী ব্যাখ্যা: ৫৫. সমস্ত প্রাণীর কত শতাংশ অমেরুদন্ডী প্রাণী? ক) ৮০ খ) ৮৫ গ) ৯০ ঘ) ৯৫ ব্যাখ্যা: ৫৬. অমেরুদণ্ডী প্রাণীদের বৃহত্তম দল কোনটি? ক) আর্থ্রোপোডা খ) ফানজাই গ) প্রোটিস্টা ঘ) মনেরা ব্যাখ্যা: ৫৭. আর্থোপোডা পর্বের কয়টি গ্রুপ রয়েছে? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ব্যাখ্যা: ৫৮. জেলিফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? ক) আর্থ্রোপোডা খ) পরিফেরা গ) নিডারিয়া ঘ) অ্যানিলিডা ব্যাখ্যা: ৫৯. পরিফেরা গর্বের অন্তর্ভুক্ত প্রাণী কোনটি? ক) জোঁক খ) জেলিফিশ গ) স্পঞ্জ ঘ) শামুক ব্যাখ্যা: ৬০. নিচের কোন প্রাণীটি সমুদ্রের তলদেশে নিজেকে সংযুক্ত করে? ক) স্পঞ্জ খ) শামুক গ) কেঁচো ঘ) ঝিনুক ব্যাখ্যা: ৬১. ক্লাস্টাসিয়ান প্রাণী কোনটি? ক) শামুক. খ) ঝিনুক গ) স্পঞ্জ ঘ) চিংড়ি ব্যাখ্যা: ৬২. পৃথিবীতে কীটপতঙ্গের প্রজাতি রয়েছে? ক) ৮ লক্ষের বেশি খ) ৯ লক্ষের বেশি গ) ১০ লক্ষের বেশি ঘ) ১২ লক্ষের বেশি ব্যাখ্যা: ৬৩. ইনসেক্ট গ্রুপের প্রাণীরা কয়টি খণ্ডে বিভক্ত থাকে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ব্যাখ্যা: ৬৪. রেশম ফাইবার উৎপাদনকারী প্রাণী কোনটি? ক) মাকড়সা খ) চিংড়ি গ) বিছা ঘ) মাইট ব্যাখ্যা: ৬৫. পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুপ্রাচীন জীবগোষ্ঠী কোনটি? ক) ব্যাকটেরিয়া খ) ভাইরাস গ) ছত্রাক ঘ) প্রোটিস্ট ব্যাখ্যা: ৬৬. ব্যাকটেরিয়া কয়টি রাজ্যে বিভক্ত? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ব্যাখ্যা: ৬৭. ছত্রাক কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব? ক) প্লান্টি খ) প্রোটিস্টা গ) ফানজাই ঘ) মনেরা ব্যাখ্যা: ৬৮. নিচের কোনটি জীবের জন্য পুষ্টিকর খাদ্য তৈরিতে সাহায্য করে? ক) ব্যাকটেরিয়া খ) ছত্রাক গ) ভাইরাস ঘ) রুটির মোল্ড ব্যাখ্যা: ৬৯. Heterotroph শব্দের অর্থ কী? ক) অণুজীব খ) ছত্রাক গ) পরভোজী ঘ) বর্জ্য ব্যাখ্যা: ৭০. কোন রাজ্যের জীব দেখতে ছত্রাকের মতো? ক) প্লান্টি খ) মনেরা গ) ফানজাই ঘ) প্রোটিস্টা ব্যাখ্যা: ৭১. কোনটি প্রাণী সদৃশ প্রোটিস্ট? ক. সিউডোপডস খ) সামুদ্রিক শৈবাল গ) কেল্প ঘ) স্লাইম মোল্ড ব্যাখ্যা: ৭২. কোনটি সমুদ্রে বন তৈরি করতে সক্ষম? ক) কেল্প খ) সামুদ্রিক শৈবাল গ) জেলিফিশ ঘ) স্লাইম মোল্ড ব্যাখ্যা: ৭৩. পরভোজী বলতে কী বুঝায়? ক) প্রজননে সক্ষম খ) নিজের খাদ্য তৈরিতে অক্ষম গ) নিজের খাদ্য তৈরিতে সক্ষম ঘ) প্রজননে অক্ষম ব্যাখ্যা: ৭৪. কোনটি ছত্রাক-সদৃশ প্রোটিস্ট? ক) কেল্প খ) সামুদ্রিক শৈবাল গ) স্পঞ্জ ঘ) স্লাইম মোল্ড ব্যাখ্যা: ৭৫. ভাইরাস মূলত কী? ক) জেনেটিক বস্তু খ) জীব গ) অণুজীব ঘ) জড়বস্তু ব্যাখ্যা: ৭৬. ভাইরাস দ্বারা আক্রান্ত কোষকে কী বলে? ক) অণুজীব খ) পোষক কোষ গ) স্পাইক ঘ) স্লাইম মোল্ড ব্যাখ্যা: ৭৭. পোষক কোষ একদিনে কী পরিমাণ অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে? ক) ১০ মিলিয়ন খ) ১০ ট্রিলিয়ন গ) ১০ বিলিয়ন ঘ) ১০ লক্ষ ব্যাখ্যা: Submit answers Your Score: