৫ম অধ্যায়ঃ আবহাওয়া ও জলবায়ু ১. পৃথিবীর কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থানকে কি বলে? ক) বায়ুর চাপ খ) বায়ুর আদ্রতা গ) আবহাওয়া ঘ) জলবায়ু ব্যাখ্যা: ২. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কী বলে? ক) বায়ুর চাপ খ) বায়ুর তাপমাত্রা গ) বায়ুর শিশির ঘ) বায়ুর আদ্রতা ব্যাখ্যা: ৩. আমরা কোন মাধ্যমে আবহাওয়ার প্রতিবেদন দেখতে পাই? ক) রেডিও খ) দৈনিক পত্রিকা গ) টেলিভিশন ঘ) সবগুলো ব্যাখ্যা: ৪. কোন স্থানের বায়ুর চাপ সেখানকার কোনটির উপর নির্ভর করে? ক) তাপ খ) তাপমাত্রা গ) বাড়িঘর ঘ) রাস্তাঘাট ব্যাখ্যা: ৫. নিম্নচাপ ও উচ্চচাপের ফলে নিচের কোনটি সৃষ্টি হয়? ক) জলীয় বাষ্প খ) বায়ু প্রবাহ গ) জোয়ার ভাটা ঘ) ভূমিকম্প ব্যাখ্যা: ৬. পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি? ক) জ্বালানি খ) চন্দ্ৰ গ) সূর্য ঘ) বিদ্যুৎ ব্যাখ্যা: ৭. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? ক) পরিবহন খ) পরিচলন গ) বিকিরণ ঘ) কণারূপে ব্যাখ্যা: ৮. কোনটি সূর্যালোক বা রোদের ইংরেজি প্রতিশব্দ? ক) Insolation খ) Temperature গ) Light ঘ) Inoculation ব্যাখ্যা: ৯. তাপ বিকিরণ করে কোনটি? ক) সূর্য খ) প্লাস্টিক গ) কাচ ঘ) মিথেন ব্যাখ্যা: ১০. কোন যন্ত্রের মাধ্যমে বায়ুর তাপমাত্রা নির্ণয় করা হয়? ক) ব্যারোমিটার খ) থার্মোমিটার গ) হাইগ্রোমিটার ঘ) উইন্ডভেন ব্যাখ্যা: ১১. সূর্য খারাপ হবে কিরণ দিলে কোনটি ঘটে? ক) তাপ কম পাওয়া যায় খ) তাপ বেশি পাওয়া যায় গ) ঠান্ডা অনুভূত হয় ঘ) গরম কম লাগে ব্যাখ্যা: ১২. বছরের কোন সময় সূর্যের অবস্থান কাল সংক্ষিপ্ত হয়? ক) গ্রীষ্মকাল খ) হেমন্তকাল গ) শীতকাল ঘ) বসন্তকাল ব্যাখ্যা: ১৩. কোনটি বেশি তাপ ধারণ করতে পারে? ক) জলীয়বাষ্প খ) গ্রিন হাউস গ) মাটির ঘর ঘ) বালি ব্যাখ্যা: ১৪. মেঘের পানি কনা খুব বেশি ঠান্ডা হয়ে কিরূপে মাটিতে নেমে আসে? ক) তুষার খ) কুয়াশা গ) শিলাবৃষ্টি ঘ) বৃষ্টি ব্যাখ্যা: ১৫. নিচের কোনটি আবহাওয়ার উপাদান? ক) পানি খ) বাতাস গ) বৃষ্টি ঘ) কোনটিই নয় ব্যাখ্যা: ১৬. বছরের কোন সময় প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে? ক) গ্রীষ্মকাল খ) বর্ষাকাল গ) শীতকাল ঘ) বসন্তকাল ব্যাখ্যা: ১৭. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র কোনটি? ক) থার্মোমিটার খ) রেইনগজ গ) ব্যারোমিটার ঘ) হাইগ্রোমিটার ব্যাখ্যা: ১৮. জলীয়বাষ্প ধারণক্ষমতা কোনটির উপর নির্ভর করে? ক) বায়ুপ্রবাহের দিক খ) বায়ু চাপ গ) মৌসুমি বায়ু ঘ) তাপমাত্রা ব্যাখ্যা: ১৯. বায়ুচাপের একক কোনটি? ক) মিলিবার খ) সেন্টিমিটার গ) জুল ঘ) অ্যাম্পিয়ার ব্যাখ্যা: ২০. বাতাসের গড় বায়ুর চাপ কত? ক) ১০০০ মিলিবার খ) ১০১৩ মিলিবার গ) ২০১৩ মিলিবার ঘ) ৩০১৩ মিলিবার ব্যাখ্যা: ২১. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী? ক) উইন্ডভেন খ) হাইড্রোমিটার গ) রেইনগজ ঘ) ব্যারোমিটার ব্যাখ্যা: ২২. বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপের কেমন পরিবর্তন হয়? ক) বাড়ে খ) কমে গ) অপরিবর্তিত থাকে ঘ) উভয় ব্যাখ্যা: ২৩. বায়ুর নিম্নচাপ নিচের কোনটি নির্দেশ করে? ক) ঝড় বৃষ্টি খ) সুনামি গ) ভূমিকম্প ঘ) খরা ব্যাখ্যা: ২৪. বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্র কোনটি? ক) হাইগ্রোমিটার খ) ব্যারোমিটার গ) উইন্ডভেন ঘ) হাইড্রোমিটার ব্যাখ্যা: ২৫. মৌসুমি বায়ুর প্রভাবে নিচের কোনটি সংঘটিত হয়? ক) ভূমিকম্প খ) বৃষ্টিপাত গ) খরা ঘ) অ্যাসিড বৃষ্টি ব্যাখ্যা: ২৬. বায়ুর আর্দ্রতা পরিমাপের পদ্ধতি কয়টি? ক) একটি খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি ব্যাখ্যা: ২৭. কোনটি বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র? ক) হাইড্রোমিটার খ) উইন্ডভেন গ) রেইনগজ ঘ) হাইগ্রোমিটার ব্যাখ্যা: ২৮. আবহাওয়া পরিবর্তনের মূল ভূমিকা কার? ক) বৃষ্টিপাতের খ) সূর্য তাপের গ) বায়ুচাপের ঘ) তাপমাত্রার ব্যাখ্যা: ২৯. কেন বায়ু চাপের পরিবর্তন হয়? ক) জলবায়ু পরিবর্তনের ফলে খ) বৃষ্টিপাতের ফলে গ) সূর্য তাপের ফলে ঘ) তাপমাত্রা পরিবর্তনের ফলে ব্যাখ্যা: ৩০. গ্রীষ্মকালে সূর্য কিভাবে কিরণ দেয়? ক) রাত দিন ধরে খ) খাড়াভাবে গ) সমান্তরালে ঘ) কম সময় ধরে ব্যাখ্যা: ৩১. তাপমাত্রা কম থাকলে বায়ু কিরূপ হবে? ক) ঘন হবে খ) শীতল হবে গ) উষ্ণ হবে ঘ) গরম হবে ব্যাখ্যা: ৩২. শীতকালে বাংলাদেশের কোন দিকে সূর্য খারাপ হবে কিরণ দেয়? ক) উত্তরে খ) পূর্বে গ) দক্ষিণে ঘ) পশ্চিমে ব্যাখ্যা: ৩৩. শ্রাবণ ও ভাদ্র মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন? ক) শীতল খ) ভ্যাপসা গরম গ) উষ্ণ ও শুষ্ক ঘ) আর্দ্র শীতল ব্যাখ্যা: ৩৪. বায়ু তথ্য হয়ে উপরে উঠে গেলে বায়ুর চাপ কমে যায়। বায়ুর এ অবস্থা কে কি বলে? ক) উচ্চচাপ খ) নিম্নচাপ গ) বায়ুর প্রবাহ ঘ) জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা: ৩৫. কালবৈশাখী ঝড় হয় কোন মাসে? ক) বৈশাখ খ) জৈষ্ঠ গ) আষাঢ় ঘ) শ্রাবণ ব্যাখ্যা: ৩৬. বায়ুতে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলে? ক) বায়ুর চাপ খ) বায়ুর আদ্রতা গ) তাপমাত্রা ঘ) জলবায়ু ব্যাখ্যা: ৩৭. বায়ু প্রবাহ সৃষ্টির কারণ কি? ক) বায়ুর উষ্ণতার পার্থক্য খ) বায়ুর চাপের পার্থক্য গ) আর্দ্রতার পার্থক্য ঘ) বৃষ্টি ব্যাখ্যা: ৩৮. বাংলাদেশের গ্রীষ্মকালে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? ক) উত্তর-পূর্ব খ) দক্ষিণ-পূর্ব গ) উত্তর-দক্ষিণ ঘ) দক্ষিণ-পশ্চিম ব্যাখ্যা: ৩৯. বাংলাদেশের শীতকালে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? ক) উত্তর দিক খ) পশ্চিম দিক গ) পূর্ব দিক ঘ) দক্ষিণ দিক ব্যাখ্যা: ৪০. কোন স্থানের অনেক বছরের সামগ্রিক আবহাওয়াকে কি বলে? ক) জলবায়ু খ) আর্দ্রতা গ) আবহাওয়া দশা ঘ) বায়ুর চাপ ব্যাখ্যা: ৪১. জলবায়ুর প্রধান উপাদান কতটি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ব্যাখ্যা: ৪২. নিচের কোনটি জলবায়ু বিষয়ে জানার প্রধান উপাদান? ক) বাতাসের আর্দ্রতা খ) তাপমাত্রা গ) মাটি ঘ) রোদ ব্যাখ্যা: ৪৩. জলবায়ু নির্ণয়ে কমপক্ষে কত বছরের আবহাওয়ার তথ্য দরকার? ক) ২০ বছর খ) ২৫ বছর গ) ৩০ বছর ঘ) ৩৫ বছর ব্যাখ্যা: ৪৪. আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কোনটি? ক) বৃষ্টিপাত খ) সময় গ) তাপমাত্রা ঘ) বায়ু প্রবাহ ব্যাখ্যা: ৪৫. আবহাওয়ার উপাদান কোনটি? ক) তাপমাত্রা খ) আর্দ্রতা গ) বৃষ্টি ঘ) সব কয়টি ব্যাখ্যা: ৪৬. গ্রীন হাউজ প্রতিক্রিয়ার ফলে নিচের কোনটি ঘটে? ক) তাপমাত্রা বৃদ্ধি পায় খ) তাপমাত্রা কমে যায় গ) নাতিশীতোষ্ণ থাকে ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ৪৭. নিচের কোনটির সাথে গ্রিন হাউস সম্পর্কিত? ক) কৃষিকাজ খ) পশুপালন গ) বসতবাড়ি ঘ) মৎস্য চাষ ব্যাখ্যা: ৪৮. গ্রীন হাউস কিসের তৈরি? ক) কাঠ খ) পলিথিন গ) কাচ ঘ) বাঁশ ব্যাখ্যা: ৪৯. নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? ক) মিথেন খ) ইথেন গ) অক্সিজেন ঘ) ক্লোরিন ব্যাখ্যা: ৫০. রেফ্রিজারেটর থেকে নির্গত গ্যাস কোনটি? ক) ক্লোরিনেটেড খ) নাইট্রাইট গ) ফ্লোরিনেটেড ঘ) অক্সাইড ব্যাখ্যা: ৫১. বায়ুমণ্ডলের কোন গ্যাসটি অধিক পরিমাণে তাপ সংরক্ষণ করে? ক) মিথেন খ) অক্সিজেন গ) কার্বন ডাই অক্সাইড ঘ) জলীয় বাষ্প ব্যাখ্যা: ৫২. গ্রিন হাউস প্রতিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ বেশি? ক) ২০,০০০ গুণ খ) ২৩,০০০ গুণ গ) ২৫,০০০ গুণ ঘ) ৩০,০০০ গুণ ব্যাখ্যা: ৫৩. মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ শক্তিশালী ?ক) ২০ গুণ ক) ২০ গুণ খ) ৩০ গুণ গ) ৫০ গুণ ঘ) ৪০ গুণ ব্যাখ্যা: ৫৪. কৃষি জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে কোন গ্যাস উৎপন্ন হয়? ক) নাইট্রাস অক্সাইড খ) মিথেন গ) অ্যামোনিয়া ঘ) নাইট্রিক অ্যাসিড ব্যাখ্যা: ৫৫. কার্বন ডাইঅক্সাইডের তুলনায় নাইট্রাস অক্সাইড কত গুণ ক্ষতিকর? ক) ২০০ গুণ খ) ৩০০ গুণ গ) ৫০০ গুণ ঘ) ১০০০ গুণ ব্যাখ্যা: ৫৬. তেল, গ্যাস ও কয়লা পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয়? ক) অক্সিজেন খ) ক্লোরিন গ) সালফার ঘ) কার্বন ডাই অক্সাইড ব্যাখ্যা: ৫৭. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? ক) সূর্য খ) বায়োগ্যাস গ) কয়লা ঘ) পাথর ব্যাখ্যা: ৫৮. ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করেছে কোন গ্যাস? ক) কার্বন ডাই-অক্সাইড খ) মিথেন গ) অক্সিজেন ঘ) ক্লোরোফ্লোরো কার্বন ব্যাখ্যা: ৫৯. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? ক) ট্রপোমন্ডল খ) তাপমণ্ডল গ) স্ট্রাটোমণ্ডল ঘ) মেসোমন্ডল ব্যাখ্যা: ৬০. নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? ক) ক্লোরোফ্লোরো কার্বন খ) কার্বন ডাই অক্সাইড গ) মিথেন ঘ) নাইট্রাস অক্সাইড ব্যাখ্যা: ৬১. অতিবেগুনি রশ্মির প্রভাবে কোন রোগটি দেখা যায়? ক) চর্মরোগ খ) হৃদরোগ গ) রক্তশূন্যতা ঘ) গেঁটেবাত ব্যাখ্যা: ৬২. মাছ ও অন্যান্য জলজ জীবের খাদ্যের উৎস কী? ক) পানি খ) ধানের কুঁড়া গ) প্ল্যাঙ্কটন ঘ) অক্সিজেন ব্যাখ্যা: ৬৩. ঝড়, ভারী বৃষ্টি, বন্যা, খরা ইত্যাদি সংঘটিত হওয়ার কারণ কী? ক) মৌসুমি বায়ু খ) জলবায়ু পরিবর্তন গ) ঋতু পরিবর্তন ঘ) বৃক্ষরোপণ ব্যাখ্যা: ৬৪. মেরু অঞ্চলের বরফ গলার কারণ কী? ক) জলবায়ু পরিবর্তন খ) বৃক্ষরোপণ গ) মেঘলা আবহাওয়া ঘ) জনসংখ্যা হ্রাস ব্যাখ্যা: ৬৫. নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে না? ক) বৃষ্টি খ) খরা গ) বন্যা ঘ) ঝড় ব্যাখ্যা: Submit answers Your Score: