প্রথম অধ্যায় (বিজ্ঞান ও প্রযুক্তি) ১. মাদার কুরি কতবার নোবেল পুরস্কার পেয়েছিলেন? ক) একবার খ) দুইবার গ) তিনবার ঘ) চারবার ব্যাখ্যা: ২. বিজ্ঞান বলতে নিচের কোনটিকে বুঝায়? ক) শিল্প খ) জ্ঞান গ) দক্ষতা ঘ) অভিজ্ঞতা ব্যাখ্যা: ৩. সূর্যের আলো সাতটি ভিন্ন রঙের মিশ্রণ এটি কে প্রমাণ করেন? ক) গ্যালিলিও খ) আর্কিমিডিস গ) আইজ্যাক নিউটন ঘ) আইনস্টাইন ব্যাখ্যা: ৪. হরিপদ কাপালির বাড়ি কোথায়? ক) খুলনা খ) ময়মনসিংহ গ) গাজীপুর ঘ) যশোর ব্যাখ্যা: ৫. হরিপদ কাঁপালীর পেশা কোনটি? ক) শিক্ষকতা খ) কৃষিকাজ গ) ডাক্তারি ঘ) মাছ শিকার ব্যাখ্যা: ৬. হরিপদো কাঁপালি তার ক্ষেতে কোন ধরনের ধান লাগিয়ে ছিলেন? ক) ব্রি ধান ২৮ খ) ব্রি ধান ৪৮ গ) ইরি ধান ঘ) বোরো ধান ব্যাখ্যা: ৭. সূর্যের আলোর রংহীন নয় সেটি কে আবিষ্কার করেছেন? ক) নিউটন খ) অ্যারিস্টটল গ) মাদাম কুরি ঘ) গ্যালিলিও ব্যাখ্যা: ৮. সূর্যের আলো বিশ্লেষণ করে কয়টি রং পাওয়া যায়? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ব্যাখ্যা: ৯. হরিপদ কাপালীর আবিষ্কৃত ধানের নাম কি? ক) হরি ধান খ) ব্রি ধান গ) ইরি ধান ঘ) বোরো ধান ব্যাখ্যা: ১০.পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায়? ক) শক্তিতে খ) বিদ্যুতে গ) আলোতে ঘ) তরঙ্গে ব্যাখ্যা: ১১. আমাদের দেশে কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে? ক) যশোর খ) গাজীপুর গ) দিনাজপুর ঘ) রূপপুর ব্যাখ্যা: ১২. পৃথিবীর ইতিহাসে কয়বার নিউক্লিয়ার বোমা ব্যবহার করা হয়েছে? ক) ১ বার খ) ২ বার গ) ৩ বার ঘ) ৪ বার ব্যাখ্যা: ১৩. কোনটির ভালো-মন্দ উভয় দিক রয়েছে? ক) বিজ্ঞান খ) জৈব রসায়ন গ) প্রযুক্তি ঘ) নিউক্লিয়ার বোমা ব্যাখ্যা: ১৪. পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের উৎস কোনটি? ক) অস্ত্র খ) মাদক গ) প্রযুক্তি ঘ) ঔষধ ব্যাখ্যা: ১৫. নিচের কোনটি অপচনশীল দ্রব্য? ক) পাট খ) রেশম গ) পলিথিনের ব্যাগ ঘ) কাগজ ব্যাখ্যা: ১৬. বাড়ি এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে কে বলেছিলেন? ক) নিউটন খ) আইনস্টাইন গ) গ্যালিলিও ঘ) অ্যারিস্টটল ব্যাখ্যা: ১৭. বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি ব্যাখ্যা: ১৮. নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির অন্তর্ভুক্ত? ক) প্রশ্ন করা খ) উত্তর দেওয়া গ) অবাক হওয়া ঘ) চিন্তা করা ব্যাখ্যা: ১৯.”ভারী আর হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে “ এরিস্টটল এর তত্ত্বটি কতদিন মানুষ বিশ্বাস করেছে? ক) ১ হাজার বছর খ) ২ হাজার বছর গ) ৩ হাজার বছর ঘ) ৪ হাজার বছর ব্যাখ্যা: ২০. অ্যারিস্টটল এর তত্ত্বটি ভুল প্রমাণ করেছিলেন কে? ক) নিউটন খ) মাদাম কুরি গ) গ্যালিলিও ঘ) এডিশন ব্যাখ্যা: ২১. ‘বাড়ি এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে’ তত্ত্বটি কার? ক) মাদাম কুরি খ) গ্যালিলিও গ) নিউটন ঘ) আইনস্টাইন ব্যাখ্যা: ২২. যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে কি বলে? ক) মৌলিক একক খ) যৌগিক একক গ) রাশি ঘ) ভেক্টর ব্যাখ্যা: ২৩. কোনটি দৈর্ঘ্যের একক? ক) মিটার খ) কেজি গ) কেলভিন ঘ) পাউন্ড ব্যাখ্যা: ২৪. ভরের একক কোনটি ক) লিটার খ) পাউন্ড গ) মিটার ঘ) কিলোগ্রাম ব্যাখ্যা: ২৫. সময়ের একক কোনটি? ক) সেকেন্ড খ) কিলোগ্রাম গ) ডিগ্রী ঘ) ইঞ্চি ব্যাখ্যা: ২৬. কেলভিন কিসের একক? ক) দৈর্ঘ্যের খ) প্রস্থের গ) তাপমাত্রার ঘ) ভরের ব্যাখ্যা: ২৭. পাঁচ কিলোমিটার হাটতে গিয়ে যদি পাঁচ মাইল হাঁটতে হয় তাহলে কত গুণ বেশি হাঁটতে হবে? ক) দেড় গুণ খ) দুই গুণ গ) তিন গুণ ঘ) চার গুণ ব্যাখ্যা: ২৮. এয়ার কানাডার boeing বিমানের জ্বালানি শেষ হওয়ার ঘটনা কত সালের? ক) ১৯৭৩ খ) ১৯৬৩ গ) ১৯৮৩ ঘ) ১৯৯৩ ব্যাখ্যা: ২৯. নাসার ১২৫ মিলিয়ন ডলার মূল্যের মহাকাশযানটি কত সালে ধ্বংস হয়েছিল? ক) ১৯৭৯ সালে খ) ১৯৮৮ সালে গ) ১৯৯৮ সালে ঘ) ১৯৯৯ সালে ব্যাখ্যা: ৩০. কোনটির বেগ সবচেয়ে বেশি? ক) শব্দ খ) আলো গ) বিদ্যুৎ ঘ) তরঙ্গ ব্যাখ্যা: Question 31-40 ৩১. প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার? ক) ৩ লক্ষ খ) ৪ লক্ষ গ) ৫ লক্ষ ঘ) ৬ লক্ষ ব্যাখ্যা: ৩২. এক কিলোমিটার সমান কত মিটার? ক) ১০ মিটার খ) ১০০ মিটার গ) ১০০০ মিটার ঘ) ১০ হাজার মিটার ব্যাখ্যা: ৩৩. ১ সেন্টিমিটার সমান কত মিলিমিটার? ক) ১০ মিলিমিটার খ) ১০০ মিলিমিটার গ) ১০০০ মিলিমিটার ঘ) ১০ হাজার মিলিমিটার ব্যাখ্যা: ৩৪. আসল এক কেজি বর যে মিউজিয়ামে রাখা হতো সেটি কোথায়? ক) বেলজিয়ামে খ) ফ্রান্সে গ) ইতালিতে ঘ) জার্মানিতে ব্যাখ্যা: ৩৫. কত সাল থেকে ভরের আদর্শ একক মিউজিয়ামে সংরক্ষণের প্রয়োজন হয় না? ক) ২০০৫ খ) ২০০৯ গ) ২০১৯ ঘ) ২০২০ ব্যাখ্যা: ৩৬. পৃথিবীর তুলনায় চাঁদে ভর কেমন? ক) কম খ) বেশি গ) সমান ঘ) সবগুলো ব্যাখ্যা: ৩৭. এক সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? ক) ১০ খ) ১০০ গ) ১০০০ ঘ) ১০০০০ ব্যাখ্যা: ৩৮. কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়? ক) ১০° সেলসিয়াস খ) ১০০° সেলসিয়াস গ) ২০০° সেলসিয়াস ঘ) ১৮০° সেলসিয়াস ব্যাখ্যা: ৩৯. পরম শূন্য তাপমাত্রা সমান কত? ক) ০ K খ) ১০ K গ) ৮০ K ঘ) ১০০ K ব্যাখ্যা: ৪০. মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? ক) ৩২° F খ) ৯৮.৪° F গ) ১৮০° F ঘ) ২১২° F ব্যাখ্যা: ৪১. পানি বাষ্পীভবন ও বরফের তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে কত? ক) ৯৮° F খ) ১০০° F গ) ১৮০° F ঘ) ২১২° F ব্যাখ্যা: ৪২. নিচের কোনটি মৌলিক একক? ক) মিটার খ) কিলোগ্রাম গ) কেলভিন ঘ) সবগুলো ব্যাখ্যা: ৪৩. কোনটি যৌগিক একক? ক) সেকেন্ড খ) মিটার গ) বর্গমিটার ঘ) কেলভিন ব্যাখ্যা: Submit answers Your Score: