৭ম অধ্যায়ঃ গতি ১. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে? ক) গতি খ) ঘর্ষণ গ) বল ঘ) চাপ ব্যাখ্যা: ২. সরণ, ত্বরণ, দূরত্ব এবং সময়ের মাধ্যমে নিচের কোনটিকে ব্যাখ্যা করা যায়? ক) চাপ খ) জ্বালানি গ) বল ঘ) গতি ব্যাখ্যা: ৩. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নির্ণয়ের জন্য কোনটি প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করবে? ক) চন্দ্ৰ খ) তারা গ) সূর্য ঘ) পৃথিবী ব্যাখ্যা: ৪. মহাকাশযানে খরচকৃত জ্বালানির পরিমাণ কেমন হয়? ক) কম খ) শূন্য গ) বেশি ঘ) অনেক বেশি ব্যাখ্যা: ৫. কোনো বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে কোন গতিতে? ক) চলন খ) ঘূর্ণন গ) পর্যাবৃত্ত ঘ) জটিল ব্যাখ্যা: ৬. বস্তুকে গতিশীল করতে কী প্রয়োজন হয়? ক) চাপ খ) ঘর্ষণ গ) বল ঘ) সময় ব্যাখ্যা: ৭. সরলরেখায় চলন্ত বস্তুর গতি কেমন? ক) সরল গতি খ) ঘূর্ণন গতি গ) বক্রগতি ঘ) পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা: ৮. কোনটি চলন গতির প্রকারভেদ? ক) ঘূর্ণন গতি খ) সরল গতি গ) জটিল গতি ঘ) পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা: ৯. কোন গতিতে বস্তুর প্রতিটি বিন্দু নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল হয়? ক) দোলন গতি খ) সরল গতি গ) ঘূৰ্ণন গতি ঘ) বক্রগতি ব্যাখ্যা: ১০. নিক্ষিপ্ত বস্তুর গতি কীরূপ? ক) সরল খ) ঘূর্ণন গ) বক্র ঘ) পর্যাবৃত্ত ব্যাখ্যা: ১১. কোনটি ঘূর্ণন গতির উদাহরণ ? ক) টেবিলের ড্রয়ারের গতি খ) বৈদ্যুতিক পাখার গতি গ) ড্রিল মেশিনের গতি ঘ) ঢালু তল দিয়ে পিছলে পড়ার গতি ব্যাখ্যা: ১২. পৃথিবীর নিজ অক্ষের চারদিকের গতি কোন ধরনের গতি? ক) ঘূর্ণন গতি খ) বক্ৰ গতি গ) দোলন গতি ঘ) রৈখিক গতি ব্যাখ্যা: ১৩. কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে কী গতি বলে? ক) পর্যাবৃত্ত গতি খ) দোলন গতি গ) জটিল গতি ঘ) সরল গতি ব্যাখ্যা: ১৪. গতি প্ৰধানত কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ব্যাখ্যা: ১৫. গতির দিক পরিবর্তনের নিয়ামক কী? ক) বল খ) আলো গ) সময় ঘ) শব্দ ব্যাখ্যা: ১৬. বৈদ্যুতিক পাখার গতি কোন গতি? ক) সরল গতি খ) কম্পনশীল গতি গ) ঘূর্ণন গতি ঘ) সরল ছন্দিত স্পন্দন গতি ব্যাখ্যা: ১৭. ঘড়ির মিনিটের কাঁটার গতি কী ধরনের? ক) জটিল গতি খ) সরল গতি গ) চলন গতি ঘ)) পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা: ১৮. পৃথিবীর চারপাশে পুরোপুরি একবার ঘুরতে চাঁদের কত দিন প্রয়োজন? ক) ২৭ খ) ২৯ গ) ৩১ ঘ) ৩৩ ব্যাখ্যা: ১৯. চাঁদকে পৃথিবী যে বলে তার দিকে টেনে রাখে তার নাম কী? ক) মাধ্যাকর্ষণ বল খ) ঘূর্ণন বল গ) সান্দ্র বল ঘ) ফুটবল ব্যাখ্যা: ২০. ব্ল্যাকহোলের অবস্থান কোথায়? ক) ছায়াপথের বাহিরে খ) ছায়াপথের কেন্দ্রে গ) ছায়াপথের ভেতরে ঘ) ছায়াপথের পরিধিতে ব্যাখ্যা: ২১. সূর্য কী? ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) ব্ল্যাকহোল ব্যাখ্যা: ২২. চাঁদ কী? ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) ব্ল্যাকহোল ব্যাখ্যা: ২৩. পৃথিবী হলো— ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) ব্ল্যাকহোল ব্যাখ্যা: ২৪. পর্যাবৃত্ত গতির প্রধান বৈশিষ্ট্য কী? ক) দোলনকাল খ) প্রসারণ গ) সংকোচন ঘ) দৈর্ঘ্য ব্যাখ্যা: ২৫. পর্যাবৃত্ত গতি কোনটি? ক) বিমান চলার গতি খ) মানুষের হাঁটার গতি গ) মানুষের হৃৎপিণ্ডের গতি ঘ) পাখির উড়ার গতি ব্যাখ্যা: ২৬. একটি গাড়ি ঘণ্টায় ১৮০ কিলোমিটার উত্তর দিকে গেল? এর বেগ কত? ক) ৫০ মিটার/সেকেন্ড খ) ৫০ কিলোমিটার/সেকেন্ড গ) ৫০ মিটার/মিনিট ঘ) ৫০ কিলোমিটার/মিনিট ব্যাখ্যা: ২৭. সেকেন্ড দোলকের দোলনকাল কত? ক) 1s খ) 2s গ) 3s ঘ) 4s ব্যাখ্যা: ২৮. বেগের একক কী? ক) ms খ) ms2 গ) ms-1 ঘ) ms3 ব্যাখ্যা: ২৯. একটি গাড়ি 36 km অতিক্রম করতে 60 মিনিট সময় লাগে, গাড়িটির বেগ কত? ক) 5 ms-1 খ) 10 ms-1 গ) 15 ms-1 ঘ) 20 ms-1 ব্যাখ্যা: ৩০. সাইকেলের বেগ 20 ms-1 হলে সেটি 10 s-এ কত দূরত্ব অতিক্রম করবে? ক) 100m খ) 200m গ) 250m ঘ) 300m ব্যাখ্যা: ৩১. 36 km h" সমান কত ms? ক) 2 ms-1 খ) 3 ms-1 গ) 5 ms-1 ঘ) 10 ms-1 ব্যাখ্যা: ৩২. প্লেনের সম্ভাব্য সর্বোচ্চ বেগ কত? ক) 20 kmh-1 খ) 300 kmh-1 গ) 800 kmh-1 ঘ) 1000 kmh-1 ব্যাখ্যা: ৩৩. মাহাদি উত্তর দিকে ২০ সেকেন্ডে ২৪০০ সেন্টিমিটার গেল। তার বেগ কত? ক) ১২ সে.মি./সে. উত্তর দিকে খ) ১.২ সে.মি./সে. উত্তর দিকে গ) ২৪ মি/সে. দক্ষিণ দিকে ঘ) ২.২ মি./সে. দক্ষিণ দিকে ব্যাখ্যা: ৩৪. নিচের কোন রাশিটির মান ও দিক উভয়ই আছে? ক) দৈর্ঘ্য খ) ভর গ) ত্বরণ ঘ) বেগ ব্যাখ্যা: ৩৫. সময়ের সাথে বেগের পরিবর্তনের হার হলো- ক) সরল বেগ খ) পর্যাবৃত্ত গতি গ) ত্বরণ ঘ) দ্রুতি ব্যাখ্যা: ৩৬. কোনো বস্তু যদি 2s এ 2m দূরত্ব অতিক্রম করে তবে তার বেগ কত? ক) 1 ms-1 খ) 2 ms-1 গ) 3 ms-1 ঘ) 0 ms-1 ব্যাখ্যা: ৩৭. আলোর বেগ কত? ক) 3 x 10-8 ms-1 খ) 30 x 10-8 ms-1 গ) 3 x 10-8 ms-1 ঘ) 10 x 10-8 ms-1 ব্যাখ্যা: ৩৮. বেগ হ্রাস পেলে যে ত্বরণ হয় তাই- ক) ধনাত্মক তরণ খ) মন্দন গ) সরল তুরণ ঘ) জটিল ত্বরণ ব্যাখ্যা: ৩৯. ত্বরণের একক কী? ক) ms খ) ms-2 গ) ms-1 ঘ) ms3 ব্যাখ্যা: ৪০. তারেকের ২মি./সে. বেগে ৬০ মি. দূরত্ব অতিক্রম করতে কত সময়ের প্রয়োজন হবে? ক) ১৫ সে. খ) ৩০ সে. গ) ৬০ সে. ঘ) ১২০ সে. ব্যাখ্যা: Submit answers Your Score: