১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক) ভাষা
খ) চিত্র
গ) ইঙ্গিত
ঘ) আচরণ
২. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
ক) চোখ
খ) কান
গ) নাক
ঘ) জিভ
৩. ব্রেইল ভাষা ব্যবহার করে —
ক) শ্রবণ প্রতিবন্ধীরা
খ) দৃষ্টি প্রতিবন্ধীরা
গ) মানসিক প্রতিবন্ধীরা
ঘ) শারীরিক প্রতিবন্ধীরা
৪. পৃথিবীর আদি ভাষার নাম কী?
ক) ইন্দো-এশীয়
খ) ইন্দো-ইউরোপিয়
গ) ইন্দো-আফ্রিকান
ঘ) ইন্দো-মালয়েশীয়
৫. ভাষার জগতে বাংলার স্থান কত?
ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
৬. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
ক) ৪র্থ
খ) ৫ম
গ) ৬ষ্ঠ
ঘ) ৭ম
৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দশন কোনটি?
ক) রামায়ণ
খ) মহাভারত
গ) চর্যাপদ
ঘ) জঙ্গনামা
৮. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) মধুমালতী
গ) বৈষ্ণব পদাবলী
ঘ) সেকান্দারনামা
৯. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্য যুগে
গ) ইংরেজ আগমনের পরে
ঘ) স্বাধীনতা যুদ্ধের পর
১০. প্রথম প্রথম মানুষ কিসের মাধ্যমে অন্যের কাছে সাহায্যের আবেদন জানাত?
ক) ভাষার
খ) ইঙ্গিতের
গ) হাতের ইশারায়
ঘ) কোনটিই নয়
১১. “মানব জাতি যেসব ধ্বনি দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ) ডঃ এনামুল হক
গ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) মুনীর চৌধুরী
১২. বাংলা ভাষায় কথা বলে এমন লোকের সংখ্যা কত?
ক) প্রায় ১৬ কোটি
খ) প্রায় ৩০ কোটি
গ) প্রায় ২৫ কোটি
ঘ) প্রায় ২২ কোটি
১৩. ভাষার প্রাণ কোনটি?
ক) অর্থপূর্ণ শব্দ
খ) অর্থপূর্ণ বাক্য
গ) অর্থপূর্ণ ধ্বনি
ঘ) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি
১৪. ভাষা কি?
ক) উচ্চারণের প্রতীক
খ) কন্ঠের উচ্চারণ
গ) ভাব প্রকাশের মাধ্যম
ঘ) ধ্বনির সমষ্টি
১৫. ভাষার মূল উপাদান কি?
ক) ধ্বনি
খ) অক্ষর
গ) বর্ণ
ঘ) শব্দ
১৬. ভাষার মূল উপকরণ কি?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) বর্ণ
১৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক) আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) গুজরাট
ঘ) উত্তর প্রদেশ
১৮. ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ ——
ক) শব্দ
খ) বর্ণ
গ) ধ্বনি
ঘ) বাক্য
১৯. আমাদের মাতৃভাষার নাম কী ?
ক) বাংলা
খ) হিন্দি
গ) উর্দূ
ঘ) ইংরেজি
২০. মানুষের মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি?
ক) চোখ
খ) নাক
গ) মুখ
ঘ) কণ্ঠ
২১. বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক) এক হাজারের বেশি
খ) দুই হাজারের বেশি
গ) সাড়ে তিন হাজারের বেশি
ঘ) তিন হাজারের বেশি
২২. বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?
ক) মৌলিক ভাষা
খ) সাধু ভাষা
গ) উপ-ভাষা বা আঞ্চলিক ভাষা
ঘ) ব্যবহারিক ভাষা
২৩. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি ——।
ক) শব্দ
খ) বর্ণ
গ) অর্থ
ঘ) ভাষা
২৪. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ক) পালি
খ) ওড়িয়া
গ) হিন্দি
ঘ) বঙ্গকামরূপী
২৫. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক) প্রাচীন যুগের
খ) মধ্য যুগের
গ) আধুনিক যুগের
ঘ) বর্তমান যুগের
২৬. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি?
ক) মধুমালতী
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) সেকান্দারনামা
ঘ) বৈষ্ণব পদাবলী
২৭. প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন-
ক) বেদ
খ) মহাভারত
গ) আর্মানীয়
ঘ) আলবানীয়
২৮. বাংলা ভাষার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার?
ক) আসামি ও গুজরাটি
খ) ওড়িয়া ও মারাঠা
গ) আসামি ও ওড়িয়া
ঘ) উড়িষ্যা ও পাঞ্জাবি
২৯. সংস্কৃত ভাষার আদি নিদর্শন কোনটি?
ক) দরদিক
খ) ভারতীয় আর্য
গ) ইরানীয় আর্য
ঘ) আলবানীয়
৩০. কোন যুগের পূর্ব পর্যন্ত বাংলা গদ্যের তেমন কোন লিখিত নমুনা নেই?
ক) প্রাচীন যুগের
খ) মধ্য যুগের
গ) আধুনিক যুগের
ঘ) বর্তমান যুগের