অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন ১. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী? ক) পারমাণবিক সংখ্যা খ) পারমাণবিক ভর গ) আপেক্ষিক পারমাণবিক ভর ঘ) ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যাঃ এখানে ২. A ⇒ 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d³ 4s² মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) Group-2 খ) Group-5 গ) Group - 11 ঘ) Group-13 ব্যাখ্যাঃ এখানে নিচের সারণি থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও: পর্যায় সারণির কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ। (এখানে X, Y প্রতীকী অর্থে, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়) ₁₉K ₃₇X ₅₅Y ৩. ‘X' মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ের? ক) ৩য় খ) ৪র্থ গ) ৫ম ঘ) ৬ষ্ঠ ব্যাখ্যাঃ এখানে ৪. উল্লিখিত মৌলগুলোর — ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ১. ২০১৬ সাল পর্যন্ত পৃথিবীতে কতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? ক) ১০১টি খ) ১০৮টি গ) ১১৮টি ঘ) ১২২টি ব্যাখ্যাঃ এখানে ২. সর্বপ্রথম মৌলিক পদার্থ সমূহ কে দুই ভাগে বিভক্ত করেন কে? ক) ডাল্টন খ) ডোবেরাইনার গ) মেন্ডেলিফ ঘ) ল্যাভয়সিয়ে ব্যাখ্যাঃ এখানে ৩. ল্যাভয়সিয়ে কত সালে মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতুতে বিভক্ত করেন? ক) ১৭৮৯ সালে খ) ১৭৯১ সালে গ) ১৭৯৭ সালে ঘ) ১৭৯৮ সালে ব্যাখ্যাঃ এখানে ৪. তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে- এটি সর্বপ্রথমকে লক্ষ করেন? ক) বিজ্ঞানী ন্যাভয়সিয়ে খ) বিজ্ঞানী ডোবেরাইনার গ) বিজ্ঞানী নিউল্যান্ড ঘ) বিজ্ঞানী মেন্ডেলিফ ব্যাখ্যাঃ এখানে ৫. ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ক) মেন্ডেলিফ খ) নিউল্যান্ড গ) ল্যাভয়সিয়ে ঘ) ডোবেরাইনার ব্যাখ্যাঃ এখানে ৬. ডোবেরাইনারের ত্রয়ী মৌল কোনগুলো? ক) Li, Na, K খ) N. P. V গ) Li, Mg, Ca ঘ) F. Br, I ব্যাখ্যাঃ এখানে ৭. 'ডোবেরাইনারের ত্রয়ী' হিসেবে পরিচিত প্রথম ত্রয়ীর মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4 ব্যাখ্যাঃ এখানে ৮. ল্যাভয়সিয়ে মৌলসমূহকে ভৌত অবস্থার উপর ভিত্তি করে দুই শ্রেণিতে বিভক্ত করেন কোন সালে? ক) 1785 খ) 1786 গ) 1787 ঘ) 1789 ব্যাখ্যাঃ এখানে ৯. অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? ক) ডোবেরাইনার খ) জন নিউল্যান্ড গ) ল্যাভয়সিয়ে ঘ) মেন্ডেলিফ ব্যাখ্যাঃ এখানে ১০. পর্যায় সারণির জনক কে? ক) ডাল্টন খ) ডোবেরাইনার গ) মেন্ডেলিফ ঘ) মেয়ার ব্যাখ্যাঃ এখানে ১১. মেন্ডেলিফ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? ক) 1789 খ) 1869 গ) 1894 ঘ) 1896 ব্যাখ্যাঃ এখানে ১২. মেন্ডেলিফের পর্যায় সারণির মূল ভিত্তি ছিল — ক) পারমাণবিক ভর খ) পারমাণবিক সংখ্যা গ) নিউক্লিয়ন সংখ্যা ঘ) ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যাঃ এখানে ১৩. বিজ্ঞানী মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ক) জার্মানির খ) ইউরোপের গ) রাশিয়ার ঘ) যুক্তরাষ্ট্রের ব্যাখ্যাঃ এখানে ১৪. মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণি করেন? ক) 33 খ) 63 গ) 64 ঘ) 67 ব্যাখ্যাঃ এখানে ১৫. মেন্ডেলিফ প্রবর্তিত পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কতটি ছিল? ক) 33 খ) 63 গ) 67 ঘ) 84 ব্যাখ্যাঃ এখানে ১৬. মেন্ডেলিফের পর্যায় সারণির 67 টি মৌলের মধ্যে তখনও অনাবিষ্কৃত ছিল কয়টি? ক) 63 টি খ) 4 টি গ) 67 টি ঘ) 7 টি ব্যাখ্যাঃ এখানে ১৭. “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।” — সূত্রটি কে প্রদান করে? ক) মেন্ডেলিফ খ) নীলস বোর গ) হেনরি মোসলে ঘ) রাদারফোর্ড ব্যাখ্যাঃ এখানে ১৮. কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? ক) ডিমিট্রি মেন্ডেলিফ খ) নীলস বোর গ) হেনরি মোসলে ঘ) রাদারফোর্ড ব্যাখ্যাঃ এখানে ১৯. আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? ক) 1789 খ) 1813 গ) 1889 ঘ) 1913 ব্যাখ্যাঃ এখানে ২০. ক্লিন্টনের পারমাণবিক সংখ্যা কত? ক) 86 খ) 54 গ) 36 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ২১. পটাসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক) 15 খ) 19 গ) 31 ঘ) 39 ব্যাখ্যাঃ এখানে ২২. বিজ্ঞানী মোসলে কোনটির ভিত্তিতে মৌলগুলোকে পর্যায় সারণিতে সাজানোর প্রস্তাব দেন? ক) পারমাণবিক ভর খ) আণবিক ভর গ) পারমাণবিক সংখ্যা ঘ) নিউট্রন সংখ্যা ব্যাখ্যাঃ এখানে ২৩. IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? ক) 98 খ) 112 গ) 114 ঘ) 118 ব্যাখ্যাঃ এখানে ২৪. IUPAC এর পূর্ণরূপ কোনটি? ক) International Union of Pure and Applied Chemistry খ) International Union for Pure and Applied Chemistry গ) International Universal of Pure and Applied Chemistry ঘ) International Union of Purification and Apllication ব্যাখ্যাঃ এখানে ২৫. ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন? ক) 33 খ) 63 গ) 67 ঘ) 92 ব্যাখ্যাঃ এখানে ২৬. বর্তমানে কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রতিষ্ঠিত হয়েছে? ক) 63 টি খ) 110 টি গ) 118 টি ঘ) 121 টি ব্যাখ্যাঃ এখানে ২৭. পর্যায় সারণির বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে কী বলে? ক) দল খ) পর্যায় গ) গ্রুপ ঘ) শ্রেণী ব্যাখ্যাঃ এখানে ২৮. পর্যায় সারণির খাড়া কলামগুলোকে কী বলে? ক) সারণি খ) দল গ) গ্রুপ ঘ) পর্যায় ব্যাখ্যাঃ এখানে ২৯. পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে কোন দুটি মৌল পর্যায় সূত্র মেনে চলে না? ক) Li, Be খ) C. N গ) Na, Mg ঘ) Ar, K ব্যাখ্যাঃ এখানে ৩০. পর্যায় সারণির সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম কী? ক) টেনেসাইন খ) ওগানেসন গ) মস্কোভিয়াম ঘ) আর্সেনিক ব্যাখ্যাঃ এখানে ৩১. আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় রয়েছে? ক) ৪টি খ) ৫টি গ) 7টি ঘ) ৮টি ব্যাখ্যাঃ এখানে ৩২. আধুনিক পর্যায় সারণিতে কতটি গ্রুপ রয়েছে? ক) ১৫টি খ) ১৬টি গ) ১৭টি ঘ) ১৮টি ব্যাখ্যাঃ এখানে ৩৩. পর্যায় সারণিতে গ্রুপ কোন দিক থেকে শুরু হয়? ক) বাম দিক খ) ডান দিক গ) উপর দিক ঘ) নিচ দিক ব্যাখ্যাঃ এখানে ৩৪. পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? ক) 2টি খ) 8টি গ) 18টি ঘ) 16টি ব্যাখ্যাঃ এখানে ৩৫. পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? ক) 8 খ) 16 গ) 18 ঘ) 32 ব্যাখ্যাঃ এখানে ৩৬. পর্যায় সারণিতে ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? ক) 2 খ) 8 গ) 18 ঘ) 32 ব্যাখ্যাঃ এখানে ৩৭. কোন গ্রুপে মৌলের সংখ্যা কম? ক) 12 খ) 13 গ) 14 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ৩৮. ২য় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটি? ক) He খ) Ne গ) Ar ঘ) Kr ব্যাখ্যাঃ এখানে ৩৯. কোনগুলো ব্যতিক্রমী পর্যায়? ক) 6 ও 7 খ) 7 ও 8 গ) 4 ও 3 ঘ) 5 ও 6 ব্যাখ্যাঃ এখানে ৪০. পর্যায় সারণিতে খাড়া স্তন্ড কতটি? ক) 7 খ) 8 গ) 18 ঘ) 32 ব্যাখ্যাঃ এখানে ৪১. পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে? ক) 7 খ) 9 গ) 18 ঘ) 20 ব্যাখ্যাঃ এখানে ৪২. পর্যায় সারণির 1নং গ্রুপে মৌলের সংখ্যা কত? ক) 2 খ) 5 গ) 6 ঘ) 7 ব্যাখ্যাঃ এখানে ৪৩. পর্যায় সারণিতে ল্যান্থানাইড সারির অবস্থান কত নং পর্যায়ে? ক) ৪নং খ) ৫নং গ) ৬নং ঘ) ৭নং ব্যাখ্যাঃ এখানে ৪৪. পর্যায় সারণিতে অ্যাকটিনাইড সারির অবস্থান কত নং পর্যায়ে? ক) ৩নং খ) ৪নং গ) ৬নং ঘ) ৭নং ব্যাখ্যাঃ এখানে ৪৫. সবচেয়ে বেশি সংখ্যক মৌল রয়েছে কোন গ্রুপে? ক) 1 নং গ্রুপ খ) 2 নং গ্রুপ গ) 3 নং গ্রুপ ঘ) 4 নং গ্রুপ ব্যাখ্যাঃ এখানে ৪৬. গ্রুপ-17 এ কতটি মৌল বিদ্যমান? ক) 4 খ) 5 গ) 6 ঘ) 7 ব্যাখ্যাঃ এখানে ৪৭. পর্যায় সারণির গ্রুপ-18 তে কতটি মৌল আছে? ক) 4 খ) 5 গ) 6 ঘ) 7 ব্যাখ্যাঃ এখানে ৪৮. অ্যাকটিনাইড সিরিজের মৌলের সংখ্যা কত? ক) 32 খ) 30 গ) 18 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ৪৯. অ্যাকটিনাইড সিরিজের মৌলের সংখ্যা কত? ক) 32 খ) 30 গ) 18 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ৫০. অ্যাকটিনাইড সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? ক) 3 খ) 6 গ) 7 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ৫১. পর্যায় সারণিতে ল্যান্থানাইড মৌলের সংখ্যা কয়টি? ক) 15টি খ) 14টি গ) 10টি ঘ) 18টি ব্যাখ্যাঃ এখানে ৫২. অবস্থান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) গ্রুপ-1 থেকে গ্রুপ-7 খ) গ্রুপ-৪ থেকে গ্রুপ-17 গ) গ্রুপ-3 থেকে গ্রুপ-11 ঘ) গ্রুপ-১ থেকে গ্রুপ-11 ব্যাখ্যাঃ এখানে ৫৩. ল্যাম্বানাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? ক) 57 থেকে 71 পর্যন্ত খ) 56 থেকে 89 পর্যন্ত গ) 89 থেকে 103 পর্যন্ত ঘ) 98 থেকে 103 পর্যন্ত ব্যাখ্যাঃ এখানে ৫৪. একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে মৌলসমূহের ধর্ম কীরূপ হয়? ক) বৃদ্ধি পায় খ) অপরিবর্তিত থাকে গ) একই রকমের থাকে ঘ) ক্রমান্বয়ে পরিবর্তিত হয় ব্যাখ্যাঃ এখানে ৫৫. একই গ্রুপের মৌল গুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম কেমন হয়? ক) ভিন্ন খ) পরিবর্তিত গ) বিনিময় ঘ) একই রকমের ব্যাখ্যাঃ এখানে ৫৬. x মৌলটির ইলেকট্রন বিন্যাস: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s² মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) গ্রুপ-2 খ) গ্রুপ-7 গ) গ্রুপ-13 ঘ) গ্রুপ-15 ব্যাখ্যাঃ এখানে ৫৭. 36A মৌলটির অবস্থান পর্যায় সারণির কোন গ্রুপে? (A প্রতীকী অর্থে) ক) 16 খ) 8 গ) 6 ঘ) 2 ব্যাখ্যাঃ এখানে ৫৮. আয়রন পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? ক) ২য় খ) ৩য় গ) ৪র্থ ঘ) ৫ম ব্যাখ্যাঃ এখানে ৫৯. 'A' মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ns² np⁵ (n=3) | পর্যায় সারণিতে 'A' মৌলের অবস্থান —- ক) ৩য় পর্যায়ের ৭ম গ্রুপে খ) ৩য় পর্যায়ের ৫ম গ্রুপে গ) ৩য় পর্যায়ের ১৭নং গ্রুপে ঘ) ৩য় পর্যায়ের ১৫নং গ্রুপে ব্যাখ্যাঃ এখানে ৬০. 1s² 2s² 2p1 ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) গ্রুপ-১ খ) গ্রুপ-৩ গ) গ্রুপ-৫ ঘ) গ্রুপ-১৩ ব্যাখ্যাঃ এখানে ৬১. 'X' - 1s² 2s² 2p⁶ 3s² 3p⁴ 3d² 4s² মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) Group-2 খ) Group-4 গ) Group-10 ঘ) Group-12 ব্যাখ্যাঃ এখানে ৬২. M→ 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹ 4s² মৌলটির অবস্থান কোন গ্রুপে? ক) গ্রুপ-2 খ) গ্রুপ-3 গ) গ্রুপ-4 ঘ) গ্রুপ-9 ব্যাখ্যাঃ এখানে ৬৩. X=1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d5 451 মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) 14 খ) 6 গ) 5 ঘ) 1 ব্যাখ্যাঃ এখানে ৬৪. মনে কর একটি মৌলের সুস্থিত আয়ন A", এর ইলেকট্রন বিন্যাস- Is² 2s² 2p⁶ 3s² 3p⁶ মৌলটির গ্রুপ কোনটি? ক) 2 খ) 6 গ) 8 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ৬৫. 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌলটির অবস্থান কোন গ্রুপে? ক) 6 খ) 8 গ) 14 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ৬৬. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 8, 2 হলে পর্যায় সারণিয়ে মৌলের অবস্থান কোথায়? ক) ৪র্থ পর্যায়ের ২ শ্রেণিতে খ) ৫ম পর্যায়ের ২ শ্রেণিতে গ) ৩য় পর্যায়ের ১ শ্রেণিতে ঘ) ৫ম পর্যায়ের ১০ শ্রেণিতে ব্যাখ্যাঃ এখানে ৬৭.পর্যায় সারণিতে জিংক এর অবস্থান কোথায়? ক) গ্রুপ-1 এ খ) গ্রুপ-12 এ গ) গ্রুপ-13 এ ঘ) গ্রুপ-4 এ ব্যাখ্যাঃ এখানে ৬৮. ¹²Z মৌলটির অবস্থান কোন পর্যায়ে [Z প্রতীকী অর্থে)? ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4 ব্যাখ্যাঃ এখানে ৬৯. পটাসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? ক) 2 খ) 3 গ) 4 ঘ) 5 ব্যাখ্যাঃ এখানে ৭০. নিকেলের পর্যায় সারণিতে অবস্থান — ক) পর্যায়-10 গ্রুপ-4 খ) পর্যায়-5 গ্রুপ-4 গ) পর্যায়-4 গ্রুপ-3 ঘ) পর্যায়-এ গ্রুপ-10 ব্যাখ্যাঃ এখানে ৭১. ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ ব্যাখ্যাঃ এখানে ৭২. নিচের কোনটি চতুর্থ পর্যায়ের অন্তর্ভুক্ত? ক) Na খ) Be গ) K ঘ) S ব্যাখ্যাঃ এখানে ৭৩. 16নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? ক) CO₂ খ) SO₂ গ) MgO ঘ) SiO₂ ব্যাখ্যাঃ এখানে ৭৪. নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? ক) 12 খ) 13 গ) 14 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ৭৫. বোরন কোন গ্রুপের মৌল? ক) 13 খ) 14 গ) 15 ঘ) 16 ব্যাখ্যাঃ এখানে ৭৬. সালফার পর্যায় সারণির কোন গ্রুপের মৌল? ক) 3 খ) 6 গ) 8 ঘ) 16 ব্যাখ্যাঃ এখানে ৭৭. ফসফরাস পর্যায় সারণির কোন গ্রুপের মৌল? ক) 3 খ) 6 গ) 8 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ৭৮. অক্সিজেন পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) 2 খ) 6 গ) 8 ঘ) 16 ব্যাখ্যাঃ এখানে ৭৯. পর্যায় সারণিতে মৃৎক্ষার ধাতু অবস্থিত কোন গ্রুপে? ক) 2 খ) 4 গ) 6 ঘ) 10 ব্যাখ্যাঃ এখানে ৮০. Ti মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) 2 খ) 4 গ) 10 ঘ) 14 ব্যাখ্যাঃ এখানে ৮১. পর্যায় সারণিতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ক) গ্রুপ-17 খ) গ্রুপ-15 গ) গ্রুপ-14 ঘ) গ্রুপ-13 ব্যাখ্যাঃ এখানে ৮২. পর্যায় সারণিতে AI এর অবস্থান কোন গ্রুপে? ক) 11 খ) 13 গ) 15 ঘ) 17 ব্যাখ্যাঃ এখানে ৮৩. Mn কোন গ্রুপের মৌল? ক) 6 খ) 7 গ) 8 ঘ) 9 ব্যাখ্যাঃ এখানে ৮৪. একটি মৌলের প্রোটন সংখ্যা ২৪ হলে, মৌলটি পর্যায় সারণির কত নং খুপে অবস্থিত? ক) 2 খ) 8 গ) 18 ঘ) 10 ব্যাখ্যাঃ এখানে ৮৫. একটি মৌলের প্রোটন সংখ্যা ২৪ হলে, মৌলটি পর্যায় সারণির কত নং খুপে অবস্থিত? ক) 8 নং গ্রুপে খ) 10 নং গ্রুপে গ) 12 নং গ্রুপে ঘ) 18 নং গ্রুপে ব্যাখ্যাঃ এখানে ৮৬. Ar(18) মৌলের গ্রুপ সংখ্যা কত? ক) 15 খ) 16 গ) 17 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ৮৭. B মৌলটির অবস্থান সারণির কত নং গ্রুপ ও পর্যায়ে? ক) 13.2 খ) 14.4 গ) 16.4 ঘ) 13.5 ব্যাখ্যাঃ এখানে ৮৮. হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত? ক) 15 খ) 16 গ) 17 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ৮৯. ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর কয়টি? ক) 2 খ) 3 গ) 4 ঘ) 5 ব্যাখ্যাঃ এখানে ৯০. 'A' মৌলটির পারমাণবিক সংখ্যা 26, পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়? ক) চতুর্থ পর্যায়, গ্রুপ-8 খ) চতুর্থ পর্যায়, গ্রুপ-9 গ) পঞ্চম পর্যায়, গ্রুপ-7 ঘ) পঞ্চম পর্যায়, গ্রুপ-10 ব্যাখ্যাঃ এখানে ৯১. ¹⁹X মৌলটির অবস্থান কোন পর্যায়ে? ক) 1 খ) 3 গ) 4 ঘ) 5 ব্যাখ্যাঃ এখানে ৯২. চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? ক) Mg খ) Cl গ) Cr ঘ) Sr ব্যাখ্যাঃ এখানে ৯৩. পর্যায় সারণিতে 23V মৌলটির অবস্থান কোথায়? ক) পর্যায় 3, গ্রুপ 12 খ) পর্যায় 4. গ্রুপ 5 গ) পর্যায় 4. গ্রুপ 15 ঘ) পর্যায় 4. গ্রুপ 2 ব্যাখ্যাঃ এখানে ৯৪. পর্যায় সারণিতে সালফারের অবস্থান — ক) ৩য় পর্যায় ও গ্রুপ 16 খ) ৪র্থ পর্যায় ও গ্রুপ 16 গ) ৫ম পর্যায় ও গ্রুপ 15 ঘ) ৭ম পর্যায় ও গ্রুপ 15 ব্যাখ্যাঃ এখানে ৯৫. গ্রুপ-18 এর মৌল কোনটি? ক) Ts খ) Ar গ) Cs ঘ) Og ব্যাখ্যাঃ এখানে ৯৬. কোন মৌলের ইলেকট্রন বিন্যাস (2, 8, 8, 1) হলে মৌলটির অন কী হবে? ক) ৫ম পর্যায় 1 গ্রুপ খ) ৪র্থ পর্যায় 1 গ্রুপ গ) ৩য় পর্যায় 1 গ্রুপ ঘ) ৬ষ্ঠ পর্যায় 1 গ্রুপ ব্যাখ্যাঃ এখানে ৯৭. ⁵²A এর অবস্থান পর্যায় সারণির — ক) গ্রুপ 10 পর্যায় 5 খ) গ্রুপ 17 পর্যায় 5 গ) গ্রুপ 16 পর্যায় 4 ঘ) গ্রুপ 16 পর্যায় 5 ব্যাখ্যাঃ এখানে ৯৮. পর্যায় সারণিতে P এর অবস্থান কোথায়? ক) পর্যায়-২ ও গ্রুপ-11 খ) পর্যায়-3 ও গ্রুপ-15 গ) পর্যায়-4 ও গ্রুপ-17 ঘ) পর্যায়-১ ও গ্রুপ-11 ব্যাখ্যাঃ এখানে ৯৯. Ca এর অবস্থান পর্যায় সারণির কোন পর্যায়ে ও কোন গ্রুপে? ক) 2,2 খ) 4, 2 গ) 2 ,4 ঘ) 2,3 ব্যাখ্যাঃ এখানে ১০০. আর্গনের অবস্থান পর্যায় সারণির কোন পর্যায়ে? ক) ২য় খ) ৩য় গ) ৪র্থ ঘ) ৫ম ব্যাখ্যাঃ এখানে ১০১. পর্যায় সারণির মূল ভিত্তি কী? ক) ইলেকট্রন বিন্যাস খ) পারমাণবিক ভর গ) ইলেকট্রন সংখ্যা ঘ) নিউট্রন সংখ্যা ব্যাখ্যাঃ এখানে ১০২. K A Sc Ti V এটি পর্যায় সারণির একটি পর্যায়ের খণ্ডিত অংশ। এ মৌলটি সারণির কোন পর্যায়ে অবস্থান করছে? ক) 6 খ) 4 গ) 3 ঘ) 2 ব্যাখ্যাঃ এখানে ১০৩. নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? ক) Si খ) P গ) S ঘ) O ব্যাখ্যাঃ এখানে ১০৪. সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান? ক) N খ) C গ) Si ঘ) O ব্যাখ্যাঃ এখানে ১০৫. তৃতীয় পর্যায়ের 16নং শ্রেণির মৌলটির উত্তেজিত অবস্থায় যোজ্যতা শক্তিস্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে? ক) 2 খ) 4 গ) 6 ঘ) 8 ব্যাখ্যাঃ এখানে ১০৬. Ca²⁺ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? ক) K খ) Se গ) Ar ঘ) Mg ব্যাখ্যাঃ এখানে ১০৭. কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান? ক) Na খ) Mg গ) Al ঘ) Cl ব্যাখ্যাঃ এখানে ১০৮. কোন মৌলটি ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে? ক) Na খ) K গ) Al ঘ) CI ব্যাখ্যাঃ এখানে ১০৯. হাইড্রোজেন পর্যায় সারণির, কোন গ্রুপে অবস্থিত? ক) গ্রুপ-1 খ) গ্রুপ-2 গ) গ্রুপ-18 ঘ) গ্রুপ-15 ব্যাখ্যাঃ এখানে ১১০. ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? ক) He খ) Al গ) K ঘ) Cu ব্যাখ্যাঃ এখানে ১১১. পর্যায় সারণির ব্যতিক্রম কোনটি? ক) হাইড্রোজেনের অবস্থান খ) হিলিয়ামের অবস্থান গ) ল্যাম্বানাইড সারির অবস্থান ঘ) সবগুলো ব্যাখ্যাঃ এখানে ১১২. কোন ইলেকট্রন বিন্যাসটি Fe³⁺ আয়নের? ক) [Ar]4s² 3d⁵ খ) [Ar]4s¹ 3d⁵ গ) [Ar] 3d⁵ ঘ) [Ar]4s² 3d⁴ ব্যাখ্যাঃ এখানে ১১৩. নিচের কোনটি ব্যতিক্রম? ক) H খ) Na গ) Li ঘ) K ব্যাখ্যাঃ এখানে ১১৪. হাইড্রোজেনকে গ্রুপ-1 এ রাখার সবচেয়ে বড় যুক্তি কী? ক) ইলেকট্রন বিন্যাস খ) অধাতু গ) বিজারক ঘ) হ্যালোজেনের সাথে বিক্রিয়া ব্যাখ্যাঃ এখানে ১১৫. গ্রুপ-1 এর কোন মৌলটি অধাতু? ক) Na খ) H গ) K ঘ) Rb ব্যাখ্যাঃ এখানে ১১৬. ল্যাম্বানাম কত নং পর্যায়ের মৌল? ক) 4 খ) 5 গ) 6 ঘ) 7 ব্যাখ্যাঃ এখানে ১১৭. অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো মূলতঃ কোন পর্যায়ের? ক) ৩য় খ) ৪র্থ গ) ৬ষ্ঠ ঘ) ৭ম ব্যাখ্যাঃ এখানে ১১৮. ল্যান্থানাইড এবং অ্যাকটিনাইড সারিকে পর্যায় সারণির নিচে ১ দেওয়ার কারণ কোনটি? ক) ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস খ) ভৌত ধর্মের ভিন্নতা গ) রাসায়নিক ধর্মের ভিন্নতা ঘ) পর্যায় সারণিকে সুন্দর দেখানো ব্যাখ্যাঃ এখানে ১১৯. He এর ধর্মসমূহ কোন মৌলের সাথে মিলে যায়? ক) Mg খ) Ca গ) Al ঘ) Kr ব্যাখ্যাঃ এখানে ১২০. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান ৩য় গ্রুপে হয় কোন ক্ষেত্রে? ক) নিউক্লিয়াসে ওটি প্রোটন থাকলে খ) সর্বশেষ স্তরে ওটি ইলেকট্রন থাকলে গ) মৌলটি ওটি ইলেকট্রন গ্রহণ করলে ঘ) ইলেকট্রন ওটি স্তরে বিন্যস্ত থাকলে ব্যাখ্যাঃ এখানে ১২১. আর্সেনিক কোন গ্রুপের মৌল? ক) 16 খ) 15 গ) 14 ঘ) 13 ব্যাখ্যাঃ এখানে ১২২. কোন মৌলের ইলেকট্রন বিন্যাস (2, ৪, ৪) হলে মৌলটি কী প্রকৃতির? ক) ধাতু খ) সক্রিয় গ্যাস গ) নিষ্ক্রিয় গ্যাস ঘ) হ্যালোজেন ব্যাখ্যাঃ এখানে ১২৩. কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? ক) Si খ) Na গ) AI ঘ) Mg ব্যাখ্যাঃ এখানে ১২৪. পরমাণুর পরিবর্তন হয় কোনটির কারণে? ক) প্রোটন সংখ্যার পরিবর্তনে খ) ইলেকট্রন সংখ্যার পরিবর্তনে গ) নিউট্রন সংখ্যার পরিবর্তনে ঘ) প্রোটন নিউট্রন সংখ্যার পরিবর্তনে ব্যাখ্যাঃ এখানে ১২৫. হাইড্রোজেনের অনেক ধর্ম কোন ধরনের মৌলের সাথে মিলে যায়? ক) নিষ্ক্রিয় গ্যাস খ) অবস্থান্তর মৌল গ) ক্ষার ধাতু ঘ) ল্যাম্পানাইড ব্যাখ্যাঃ এখানে ১২৬. ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সারির মৌলগুলোর অবস্থান কোথায়? ক) মূল পর্যায় সারণিতে খ) পর্যায় সারণির বাম পাশে গ) পর্যায় সারণির মাঝখানে ঘ) পর্যায় সারণির নিচে ব্যাখ্যাঃ এখানে ১২৭. কোনটির ধাতব ধর্ম বেশি? ক) Na খ) Mg গ) Cl ঘ) K ব্যাখ্যাঃ এখানে ১২৮. পর্যায় সারণির বাম থেকে ডানে অক্সাইডসমূহের অম্লত্ব কিরূপ হয়? ক) হ্রাস পায় খ) বৃদ্ধি পায় গ) অপরিবর্তিত থাকে ঘ) সবগুলো ব্যাখ্যাঃ এখানে ১২৯. পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটি? ক) N>C>Na>C1 খ) Na>Cl>N>C গ) Mg>S>Cl>o ঘ) CI>S>Mg>F ব্যাখ্যাঃ এখানে ১৩০. কোনটির আকার সবচেয়ে ছোট? ক) Na খ) Cl গ) Si ঘ) S ব্যাখ্যাঃ এখানে ১৩১. নিচের কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম? ক) B খ) N গ) Be ঘ) O ব্যাখ্যাঃ এখানে ১৩২. ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ক) আয়নিকরণ শক্তি কম খ) আয়নিকরণ শক্তি বেশি গ) অ্যানায়ন গঠন করে ঘ) ইলেকট্রন গ্রহণ করে ব্যাখ্যাঃ এখানে ১৩৩. ধাতুর বৈশিষ্ট্য নয় কোনটি? ক) আঘাতে টুনটুন শব্দ খ) চকচক করা গ) তাপ কুপরিবাহী ঘ) বিদ্যুৎ সুপরিবাহী ব্যাখ্যাঃ এখানে ১৩৪. যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে কী বলে? ক) ধাতু খ) অপধাতু গ) অধাতু ঘ) মৃৎক্ষার ধাতু ব্যাখ্যাঃ এখানে ১৩৫. কোনটি অপধাতু? ক) Si খ) Ge গ) B ঘ) সবগুলো ব্যাখ্যাঃ এখানে ১৩৬. আয়নিকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? ক) Li> Na > K খ) K >Na> Li গ) Al>Mg>Na ঘ) Cl > Na > Mg ব্যাখ্যাঃ এখানে ১৩৭. কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান সর্বাধিক? ক) O খ) N গ) C ঘ) F ব্যাখ্যাঃ এখানে ১৩৮. কোন মৌলের পারমাণবিক আকার সবচেয়ে বেশি? ক) Li খ) K গ) Cs ঘ) Na ব্যাখ্যাঃ এখানে ১৩৯. মৃৎক্ষার ধাতুসমূহের সক্রিয়তা ক্রম কোনটি? ক) Ba>Ca> Sr > Be > Mg খ) Ba> Sr > Ca > Mg > Be গ) Be> Mg >Ca > Sr> Be ঘ) Ca > Mg > Be> Sr> Ba ব্যাখ্যাঃ এখানে ১৪০. অবস্থান্তর মৌল কোনটি? ক) Pb খ) In গ) Se ঘ) Ru ব্যাখ্যাঃ এখানে ১৪২. কোনটি ক্ষার ধাতু? ক) Ca খ) Mg গ) Rb ঘ) Ra ব্যাখ্যাঃ এখানে ১৪৩. অবস্থান্তর মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস কীরূপ? ক) অর্ধপূর্ণ খ) আংশিক পূর্ণ গ) পূর্ণ ঘ) অপূর্ণ ব্যাখ্যাঃ এখানে ১৪৪. কোনটি পদার্থের ভৌত ধর্ম? ক) ঘনত্ব খ) অক্সিজেনের সাথে বিক্রিয়া গ) পানির সাথে বিক্রিয়া ঘ) এসিডের সাথে বিক্রিয়া ব্যাখ্যাঃ এখানে ১৪৫. কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে? ক) ফসফরাস খ) সিলিকন গ) সালফার ঘ) ফ্লোরিন ব্যাখ্যাঃ এখানে ১৪৬. একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলের ধাতব ধর্মের কী পরিচ হয়? ক) ধাতব ধর্ম হ্রাস পায় খ) বৃদ্ধি পায় গ) অপরিবর্তিত থাকে ঘ) ব্যাসার্ধ বৃদ্ধি পায় ব্যাখ্যাঃ এখানে ১৪৭. নিচের কোন যৌলে অধাতব বৈশিষ্ট্য সর্বাধিক? ক) C খ) P গ) N ঘ) Si ব্যাখ্যাঃ এখানে ১৪৮. নিচের কোন মৌলটি অপধাতু? ক) Sn খ) Si গ) S ঘ) C ব্যাখ্যাঃ এখানে ১৪৯. কোনটি নিষ্ক্রিয় ধাতু? ক) প্লাটিনাম খ) কপার গ) অ্যালুমিনিয়াম ঘ) ক্রোমিয়াম ব্যাখ্যাঃ এখানে ১৫০. কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম? ক) CI খ) Mg গ) AI ঘ) Si ব্যাখ্যাঃ এখানে ১৫১. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ক) Mg খ) Ca গ) Br ঘ) S ব্যাখ্যাঃ এখানে ১৫২. পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটি? ক) N>C>Na > Cl খ) Na>Cl>N>C গ) Mg>S>CI>0 ঘ) Cl>S>Mg>F ব্যাখ্যাঃ এখানে ১৫৩. কোন মৌলের আকার ছোট? ক) Si খ) Al গ) O ঘ) C ব্যাখ্যাঃ এখানে ১৫৪. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? ক) P খ) S গ) Mg ঘ) Na ব্যাখ্যাঃ এখানে ১৫৫. নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? ক) Na⁺ খ) Mg²⁺ গ) S²⁻ ঘ) Cl⁻ ব্যাখ্যাঃ এখানে ১৫৬. নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? ক) Al³⁺ খ) Mg²⁺ গ) P³⁻ ঘ) S²⁻ ব্যাখ্যাঃ এখানে ১৫৭. কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? ক) K খ) Si গ) Na ঘ) AI ব্যাখ্যাঃ এখানে ১৫৮. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? ক) Mg খ) Si গ) AI ঘ) S ব্যাখ্যাঃ এখানে ১৫৯. নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রম সঠিক? ক) Li >Na >Rb >Cs খ) I>Br>CI>F গ) Si>Al> Mg > Na ঘ) N>C>B> Li ব্যাখ্যাঃ এখানে ১৬০. নিচের কোন মৌলের আকার সবচেয়ে বড়? ক) N খ) O গ) Na ঘ) P ব্যাখ্যাঃ এখানে ১৬১. কোনটির আয়নিকরণ শক্তি কম? ক) Mg খ) Ra গ) Ca ঘ) Ba ব্যাখ্যাঃ এখানে ১৬২. নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? ক) Mg খ) Ca গ) P ঘ) Zn ব্যাখ্যাঃ এখানে ১৬৩. নিচের কোন মৌলটির আয়নিকরণ শস্তি বেশি? ক) K খ) Rb গ) Ca ঘ) Sr ব্যাখ্যাঃ এখানে ১৬৪. নিচের কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি? ক) K খ) Na গ) Ca ঘ) Mg ব্যাখ্যাঃ এখানে ১৬৫. কোন মৌলটির আয়নিকরণ শক্তির মান বেশি? ক) N খ) F গ) P ঘ) CI ব্যাখ্যাঃ এখানে ১৬৬. নিচের কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি? ক) Na খ) P গ) K ঘ) Ca ব্যাখ্যাঃ এখানে ১৬৭. নিচের কোনটির আয়নিকরণ শক্তি বেশি? ক) Na খ) Mg গ) AI ঘ) Si ব্যাখ্যাঃ এখানে ১৬৮. কোনটির আয়নিকরণ শক্তি কম? ক) Li খ) K গ) Na ঘ) Rb ব্যাখ্যাঃ এখানে ১৬৯. নিচের কোন মৌলটির আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি? ক) K খ) Na গ) Li ঘ) Rb ব্যাখ্যাঃ এখানে ১৭০. কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন? ক) Ne খ) Na গ) CI ঘ) Ca ব্যাখ্যাঃ এখানে ১৭১. নিচের কোন মৌলটি অধিক সক্রিয়? ক) O খ) P গ) N ঘ) F ব্যাখ্যাঃ এখানে ১৭২. কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম? ক) Be খ) Ra খ) Sr ঘ) Mg ব্যাখ্যাঃ এখানে ১৭৩. কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? ক) Be খ) Ca গ) Mg ঘ) Sr ব্যাখ্যাঃ এখানে ১৭৪. কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? ক) Mg খ) Si গ) P ঘ) S ব্যাখ্যাঃ এখানে ১৭৫. নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ক) AI খ) Na গ) Mg ঘ) Si ব্যাখ্যাঃ এখানে ১৭৬. নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ক) F খ) Cl গ) Br ঘ) I ব্যাখ্যাঃ এখানে ১৭৭. নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? ক) C খ) F গ) O ঘ) N ব্যাখ্যাঃ এখানে ১৭৮. কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) ক্লোরিন ঘ) সালফার ব্যাখ্যাঃ এখানে ১৭৯. কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? ক) B খ) N গ) P ঘ) F ব্যাখ্যাঃ এখানে ১৮০. কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? ক) K খ) Cu গ) Au ঘ) Cl ব্যাখ্যাঃ এখানে ১৮১. ক্ষার ধাতুসমূহের বহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4 ব্যাখ্যাঃ এখানে ১৮২. ক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম কোনটি? ক) Cs>Rb>K> Na খ) Rb>K>Na>Cs গ) Cs>K>Na > Rb ঘ) Na>K>Cs> Rb ব্যাখ্যাঃ এখানে ১৮৩. নিচের কোন মৌলটি ক্ষার ধাতু? ক) Mg খ) Rb গ) Ca ঘ) Ra ব্যাখ্যাঃ এখানে ১৮৪. মৃৎক্ষার ধাতুসমূহের বহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন থাকে? ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4 ব্যাখ্যাঃ এখানে ১৮৫. কোনটি মৃৎক্ষার ধাতু নয়? ক) Rb খ) Ba গ) Ca ঘ) Sr ব্যাখ্যাঃ এখানে ১৮৬. ভারী ধাতু কোনটি? ক) পটাসিয়াম খ) বেরিলিয়াম গ) ক্যাডমিয়াম ঘ) লিথিয়াম ব্যাখ্যাঃ এখানে ১৮৭. অভিজাত ধাতু কোনটি? ক) Fe খ) Zn গ) AI ঘ) Au ব্যাখ্যাঃ এখানে ১৮৮. মুদ্রা ধাতু কোনটি? ক) নিকেল খ) ম্যাগনেসিয়াম গ) কপার ঘ) ক্রোমিয়াম ব্যাখ্যাঃ এখানে ১৮৯. মুদ্রা ধাতুর সংখ্যা কয়টি? ক) 2 খ) 3 গ) 4 ঘ) 5 ব্যাখ্যাঃ এখানে ১৯০. মুদ্রা ধাতু কোনটি? ক) পারদ খ) লোহা গ) তামা ঘ) দত্তা ব্যাখ্যাঃ এখানে ১৯১. নিচের কোনটি মুদ্রা ধাতু? ক) Pt খ) Al গ) Zn ঘ) Au ব্যাখ্যাঃ এখানে ১৯২. নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু? ক) Ar খ) Ag গ) Cd ঘ) At ব্যাখ্যাঃ এখানে ১৯৩. কোন গ্রুপের ধাতুসমূহকে মুদ্রা ধাতু বলা হয়? ক) G-1 খ) G-2 গ) G-11 ঘ) G-17 ব্যাখ্যাঃ এখানে ১৯৪. মুদ্রা ধাতু নয় কোনটি? ক) Cu খ) Ag গ) Pt ঘ) Au ব্যাখ্যাঃ এখানে ১৯৫. নিচের কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? ক) Ag খ) Al গ) Ar ঘ) Al ব্যাখ্যাঃ এখানে ১৯৬. হ্যালোজেন শব্দের অর্থ কী? ক) লবণ উৎপাদনকারী খ) সামুদ্রিক শৈবাল গ) এসিড উৎপাদনকারী ঘ) ক্ষার উৎপাদনকারী ব্যাখ্যাঃ এখানে ১৯৭. হ্যালোজেনসমূহ কীভাবে হ্যালাইড গঠন করে? ক) ইলেকট্রন গ্রহণের মাধ্যমে খ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে গ) ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ঘ) ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে ব্যাখ্যাঃ এখানে ১৯৮. কোনটি নিষ্ক্রিয় ধাতু? ক) Na খ) Cu গ) Sn ঘ) Au ব্যাখ্যাঃ এখানে ১৯৯. রঙিন যৌগ গঠন কোন গ্রুপের মৌলের বৈশিষ্ট্য? ক) অবস্থান্তর মৌল খ) মুদ্রা ধাতু গ) হ্যালোজেন মৌল ঘ) নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যাঃ এখানে ২০০. নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? ক) গ্রুপ-1 খ) গ্রুপ-2 গ) গ্রুপ-3 ঘ) গ্রুপ-16 ব্যাখ্যাঃ এখানে ২০১. কোন গ্রুপের মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস? ক) 1 খ) 9 গ) 13 ঘ) 18 ব্যাখ্যাঃ এখানে ২০২. নিচের কোনটি d এ ব্লক মৌল? ক) K খ) Ca গ) Ti ঘ) Kr ব্যাখ্যাঃ এখানে ২০৩. অবস্থান্তর মৌল কোনটি? ক) Fe খ) Zn গ) Sc ঘ) K ব্যাখ্যাঃ এখানে ২০৪. কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়? ক) F খ) Si গ) Fe ঘ) AI ব্যাখ্যাঃ এখানে ২০৫. নিচের কোন যৌগটি রঙিন হয়? ক) Na₂SO₄ খ) Ca₂O₄ গ) Fe₂(SO₄)₃ ঘ) Al₂(SO₄) ব্যাখ্যাঃ এখানে ২০৬. কোনটি অবস্থান্তর মৌল? ক) AI খ) Ni গ) As ঘ) Lu ব্যাখ্যাঃ এখানে ২০৭. পর্যায় সারণির সুবিধা অনুভূত হয় কোনটিতে? ক) রসায়ন পাঠ সহজীকরণে খ) নতুন মৌলের আবিষ্কার গ) গবেষণা ক্ষেত্রে ঘ) সবগুলোই ব্যাখ্যাঃ এখানে ২০৮. 2016 সাল পর্যন্ত পৃথিবীতে কয়টি মৌল আবিষ্কার করা হয়েছিল? ক) 116 খ) 117 গ) 118 ঘ) 115 ব্যাখ্যাঃ এখানে ২০৯. হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় ? ক) HF(aq) খ) HF(g) গ) HF(l) ঘ) HF(v) ব্যাখ্যাঃ এখানে ২১০. চুনের পানিতে CO, গ্যাস চালনা করলে কোনটির সাদা অধঃক্ষেপ পড়ে? ক) Ca(OH)₂ খ) CaO গ) CaCO₃ ঘ) Ca(HCO₃)₂ ব্যাখ্যাঃ এখানে ২১১. হাইড্রোহ্যালাইড এসিডের সাথে কার্বনেট লবণের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়? ক) O₂ খ) X₂ গ) H₂ ঘ) CO₂ ব্যাখ্যাঃ এখানে ২১২. হাইড্রোজেন ক্লোরাইড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করে? ক) H₂ খ) NO₂ গ) CaO ঘ) CO₂ ব্যাখ্যাঃ এখানে ২১৩. Ca ও Zn এর ক্ষেত্রে — i. যোজনী একই ii. গ্রুপ একই iii. পর্যায় একই নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৪. অবস্থান্তর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য — i. মৌলসমূহের নিজস্ব বর্ণ আছে ii. মৌলগুলো দ্বারা গঠিত যৌগ আয়নিক iii. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৫. একটি মৌলের পারমাণবিক সংখ্যা 25, পর্যায় সারণিতে এর অবস্থান — i. 4 নং পর্যায়ে ii. 7 নং গ্রুপে iii. Cr ও Fe এর মাঝে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৬. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s²2s²2p⁶ 3s²3p1পর্যায় সারণিতে মৌলটির অবস্থান — i. ৩য় পর্যায় ii. গ্রুপ-3 iii. গ্রুপ-13 এ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৭. P = 1s² 2s²2p⁶ 3s²3p⁶ 3d¹⁰ 4s² 4p⁶ এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় — i. P মৌলটি Xe ii. যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 8 iii. মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৮. 17 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলের অবস্থান পর্যায় সারণির — i. ৩য় পর্যায়ে ii. 15 গ্রুপে iii. Ar এর পূর্বে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২১৯. 20Ca থেকে বুঝা যায় Ca মৌলটির — i. ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 ii. যোজনী 2 iii. অবস্থান ৪র্থ পর্যায়, ২য় গ্রুপে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২০. ad¹⁰ ns¹ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে যে সকল পরমাণু — i. ₄₇Ag ii. ₂₉Cu iii. ₂₄Cr নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২১. পর্যায় সারণির ব্যতিক্রম — i. হাইড্রোজেনের অবস্থান ii. হিলিয়ামের অবস্থান iii. অবস্থান্তর ধাতুর অবস্থান নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২২. Mg X P S Y Ar পর্যায়টিতে - i. বাম থেকে ডানে পারমাণবিক আকার বৃদ্ধি পায় ii. X ও Y মৌল দ্বারা গঠিত যৌগ সমযোজী iii. Y মৌলটির আয়নিকরণ শক্তি বেশি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৩. পর্যায় সারণির বাম হতে ডানে — i. ধাতব ধর্ম হ্রাস পায় ii. আয়নিকরণ শক্তি বাড়ে iii. পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৪. পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে — i. ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় ii. আয়নিকরণ শক্তি হ্রাস পায় iii. ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৫. পর্যায় সারণিতে বাম থেকে ডান দিকে গেলে কমে — i. পারমাণবিক ব্যাস্মর্থ ii. ধাতব ধর্ম iii. ইলেকট্রন আসক্তি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৬. একটি মৌলের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s² 3p⁵ মৌলটি — i. এটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয় ii. হ্যালোজেন group-এর সদস্য iii. আণবিক গঠন দ্বি-পরমাণুক নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৭. পর্যায় সারণির একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের — i. সক্রিয়তা হ্রাস পায় ii. আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় iii. আকার বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৮. একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই — i. পরমাণুর আকার হ্রাস পায় ii. পরমাণুতে স্তর সংখ্যা একই থাকে iii. পরমাণুতে একটি করে ইলেকট্রন যুক্ত হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২২৯. Mg Al X P S Y পর্যায়টিতে — i. Y মৌলটি আকারে ছোট ii. X, Y দ্বারা গঠিত যৌগটির সংকেত XY iii. Y মৌলটির অক্সাইড অম্লীয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩০. মুদ্রা ধাতু — । পর্যায় সারণির গ্রুপ-11 তে অবস্থিত ii. R, Og হলো এর উদাহরণ iii. প্রকৃতপক্ষে এরা অবস্থান্তর মৌল নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩১. মুদ্রা ধাতু — i. পর্যায় সারণির গ্রুপ-11 তে অবস্থিত ii. R. Og হলো এর উদাহরণ iii. প্রকৃতপক্ষে এরা অবস্থান্তর মৌল নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩২. অ্যালকালি ধাতুসমূহ — i. Li, Na ii. K. Rb iii. Cs. Fr নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৩. অবস্থান্তর মৌলগুলো — i. রঙিন যৌগ গঠন করে ii. জটিল যৌগ গঠন করে iii. পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৪. নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যগুলো হলো — i. এদের মধ্যে স্থায়ী ডাইপোল নেই ii. গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক খুব বেশি iii. এদের মধ্যে দুর্বল ভ্যানভার ওয়াল শক্তি বিদ্যমান নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৫. একই গ্রুপের সকল মৌলের — i. ভৌত ধর্ম একই ii. রাসায়নিক ধর্ম একই iii. ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৬. মৃৎক্ষার ধাতুসমূহ — i. ২টি ইলেকট্রন প্রদান করে ii. হাইড্রোজেনের সাথে হাইড্রাইড গঠন করে ⅲ. খুবই সক্রিয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৭. ইলেকট্রন বিন্যাসে বহিঃস্তরে ২টি ইলেকট্রন বিদ্যমান — i. Na+. Ca²⁺ ii. Mg, Ca iii. Be, He নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৮. অম্লধর্মী অক্সাইড হচ্ছে — i. P₂O₅ ii. SO₂ iii. NH নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে ২৩৯. পর্যায় সারণিতে গ্রুপ-২-এর মৌলসমূহের যতই নিচের দিকে যাওয়া যায় ততই — i. ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয় ii. আণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় iii. মৌলসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: পর্যায় সারণির খণ্ডিত অংশ: A Si B S CI [এখানে A ও B প্রতীকী অর্থে ব্যবহৃত] ২৪০. 'B' মৌলটি পর্যায় সারণির কোন পর্যায় ও গ্রুপে অবস্থান করছে?' ক) পর্যায়-2, গ্রুপ-3 খ) পর্যায়-3, গ্রুপ-15 গ) পর্যায়-4, গ্রুপ-11 ঘ) পর্যায়-6, গ্রুপ-12 ব্যাখ্যাঃ এখানে ২৪১. উদ্দীপকের 'A' মৌলটির আকরিক কোনটি? ক) চালকোসাইট খ) লিমোনাইট গ) হেমাটাইট ঘ) বক্সাইট ব্যাখ্যাঃ এখানে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: মৌল P Q R S পারমাণবিক সংখ্যা14 14 15 16 17 [এখানে P, Q, R, S প্রতীক নহে] ২৪২. Q মৌল পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) 13 খ) 14 গ) 15 ঘ) 16 ব্যাখ্যাঃ এখানে ২৪৩. উদ্দীপকে — i. P এর আকার এর চেয়ে বেশি ii. R এর ঋণাত্মকতা S এর চেয়ে কম iii.PO₂, Q₂, O₂, এর চেয়ে বেশি অম্লধর্মী নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: 29X মৌলটির ১টি পরমাণুর ভর 1.054 × 10⁻²² g [X প্রচলিত কোনো 22 মৌলের প্রতীক নয়] ২৪৪. উদ্দীপকের মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? ক) 1 খ) 2 গ) 11 ঘ) 12 ব্যাখ্যাঃ এখানে ২৪৫. মৌলটির ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ উপশক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে? ক) 4 খ) 3 গ) 2 ঘ) 1 ব্যাখ্যাঃ এখানে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: 15M 16O 17R [এখানে M. Q. R প্রতীকী অর্থে ব্যবহৃত] ২৪৬. M মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ক) 4 খ) 5 গ) 8 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ২৪৭. উদ্দীপকের মৌলগুলোর মধ্যে — i. R এর পারমাণবিক আকার ছোট ii. M এর ইলেকট্রন আসক্তি Q অপেক্ষা কম iii R এর আয়নিকরণ শক্তি অপেক্ষা বেশি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও: ₁₀B, ₁₂C²⁺, ₁₄D (B, C, D প্রচলিত অর্থে নয়।) ২৪৮. D মৌলটি পর্যায় সারণির কোন শ্রেণিতে অবস্থিত? ক) 12 খ) 13 গ) 14 ঘ) 15 ব্যাখ্যাঃ এখানে ২৪৯. উদ্দীপকের তথ্য থেকে পাই — i. C²⁺ এর আকার সবচেয়ে ছোটো ii. B দ্বি-পরমাণুক গ্যাস iii. D কেবলমাত্র সমযোজী যৌগ গঠন করে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ এখানে Submit answers Your Score: