বাংলাদেশের ভূ-প্রকৃতি
MCQ for Practice
MCQ
১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোন দেশ?
ক) ভারত
খ) ইন্দোনেশিয়া
গ) মালদ্বীপ
ঘ) বাংলাদেশ
২. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে ?
ক) ট্রপিক্যাল
খ) টেম্পারেট
গ) ক্রান্তীয় অঞ্চলে
ঘ) সাব-ট্রপিক্যাল
৩. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগ
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগ
৪. গঙ্গার শাখানদী ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত প্রাচীন সমতল ভূমিকে কী বলে?
ক) বরেন্দ্র
খ) সমতট
গ) গৌড়
ঘ) রাঢ়
৫. বরেন্দ্রভূমি বলা হয় কোন এলাকাকে?
ক) রাজশাহী বিভাগের দক্ষিণ উত্তরাংশকে
খ) রাজশাহী বিভাগের পূর্ব পশ্চিম অংশকে
গ) রাজশাহী বিভাগের পূর্ব দক্ষিণ অংশকে
ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
৬. পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে?
ক) মধ্য প্রাচীন প্রস্তর যুগে
খ) প্রাচীন প্রস্তর যুগে
গ) টারশিয়ারি যুগে
ঘ) প্লাইস্টোসিন যুগে
৭. বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
ক) দ্বীপসমূহ
খ) উপকূলীয় সমভূমি
গ) বরেন্দ্র ভূমি
ঘ) পাহাড়ি ভূমি
৮. বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক?
ক) বরেন্দ্র
খ) সমতট
গ) গৌড়
ঘ) প্লাবন সমভূমি
৯. বাংলাদেশের কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?
ক) প্রায় ১,১২৪ বর্গ কি.মি.
খ) প্রায় ১,২২৪ বর্গ কি.মি.
গ) প্রায় ১,৩২৪ বর্গ কি.মি.
ঘ) প্রায় ১,৪২৪ বর্গ কি.মি.
১০. প্লাবন সমভূমি হতে বরেন্দ্রভূমির উচ্চতা কত?
ক) ৫-১০ মিটার
খ) ৬-১২ মিটার
গ) ৪-৮ মিটার
ঘ) ৭-১৪ মিটার
১১. বাংলাদেশের নিম্নাঞ্চলের জেলাসমূহ কীভাবে গঠিত?
ক) সমভূমি নিয়ে
খ) বরেন্দ্রভূমি নিয়ে
গ) পাহাড়ি অঞ্চল নিয়ে
ঘ) প্লাবন সমভূমি নিয়ে
১২. মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত ?
ক) গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়
খ) দিনাজপুর, রংপুর ও পঞ্চগড় জেলায়
গ) ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়
ঘ) যশোর, কুমিল্লা ও বরিশাল জেলায়
১৩. প্লাবন সমভূমি হতে মধুপুর ও ভাওয়ালের গড়ের গড় উচ্চতা কত ?
ক) ৩০ মিটার
খ) ৩৫ মিটার
গ) ৪০ মিটার
ঘ) ৪৫ মিটার
১৪. লালমাই পাহাড়ের আয়তন কত?
ক) প্রায় ৩১ বর্গ কি.মি.
খ) প্রায় ৩২ বর্গ কি.মি.
গ) প্রায় ৩৩ বর্গ কি.মি.
ঘ) প্রায় ৩৪ বর্গ কি.মি.
১৫. প্লাবন সমভূমি হতে লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
ক) ২০ মিটার
খ) ২১ মিটার
গ) ২২ মিটার
ঘ) ২৩ মিটার
১৬. চত্ত্বর ভূমিকে কী বলা হয় ?
ক) পাহাড়ি অঞ্চল
খ) সমতল
গ) সোপান অঞ্চল
ঘ) বরেন্দ্রভূমি
১৭. বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
ক) দিনাজপুর জেলা
খ) নেত্রকোনা জেলা
গ) মৌলভীবাজার জেলা
ঘ) জামালপুর জেলা
১৮. বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির আগে এখানে কী ছিল?
ক) ডেল্টা বেসিন
খ) বঙ্গ বেসিন
গ) ভারত মহাসাগরীয় বেসিন
ঘ) সাগর
১৯. কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাকে কী বলা হয়?
ক) সাঙ্গু ভ্যালি
খ) হালদা ভ্যালি
গ) নাপিত খালি ভ্যালি
ঘ) ভেঙ্গী ভ্যালি
২০. বাংলাদেশ আগে সাগর ছিল তার প্রমাণ কী?
ক) কয়লার খনি
খ) চুনাপাথরের খনি
গ) পাথরের খনি
ঘ) গ্যাসের খনি
২১. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত ?
ক) চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
খ) ভারতের নিকট ভারত মহাসাগরে
গ) আরবের নিকট আরব সাগরে
ঘ) আমেরিকান নিকট আটলান্টিক মহাসাগরে
২২. গঙ্গার শাখানদী ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত প্রাচীন সমতল ভূমিকে কী বলে?
ক) বরেন্দ্র
খ) সমতট
গ) গৌড়
ঘ) রাঢ়