Course Content
বাংলা (প্রাথমিক বিদ্যালয়)
0/28
বাংলাদেশ বিষয়াবলি
0/56
বিজ্ঞান (বিগত সালের প্রশ্ন – NTRCA)
0/2
তথ্য প্রযুক্তি (প্রাথমিক বিদ্যালয়)
0/2
Exam (Negativa Mark) – প্রাথমিক বিদ্যালয়
0/1
Full Exam (NTRCA)
0/54
Exam (Negativa Mark) NTRCA
0/1
Primary School Assistant Teacher + (NTRCA) Job Solution

১. ভাষা ও বাংলা ভাষা 

 

১. ভাষার মূল উপাদান → ধ্বনি।

২. ভাষার মূল উপকরণ  → বাক্য।

৩. ভাষার ক্ষুদ্রতম একক  → ধ্বনি।

৪. ভাষার বৃহত্তম একক  → বাক্য।

৫. বাক্যের ক্ষুদ্রতম একক হলো → শব্দ।

৬. শব্দের ক্ষুদ্রতম একক হলো → ধ্বনি।

৭. ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে বলা হয়  → ধ্বনিমূল।

৮. ধ্বনি নির্দেশক চিহ্ন → বর্ণ।

৯. ক্রিয়ার মূলকে বলা হয়  → ধাতু।

১০. শব্দ ও ধাতুর মূলকে বলা হয়  → প্রকৃতি।

১১. বর্তমানে পৃথিবীতে  → সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে।

১২. পৃথিবীর সব ভাষারই  → উপভাষা আছে।

 

ভাষা কাকে বলে?

উত্তরঃ মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাবপ্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা।

 

* বাংলা লিপির উৎপত্তি  → ব্রাহ্মী লিপি থেকে ।

* বাংলা ভাষা যে আদি ভাষা গোষ্ঠী বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত  → ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শতম শাখা থেকে৷

* ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে  → গৌড়ী প্রাকৃত থেকে। 

* ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে  → পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ থেকে।

* ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যে অপভ্রংশ থেকে  → গৌড় অপভ্রংশ থেকে।

* ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে  → সপ্তম শতকে।

* ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ অধিকাংশ ভাষাবিদের মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে  → দশম শতকে ।

* বাংলা আদি ভাষাভাষীদের মুখের ভাষা ছিল  → অস্ট্রিক।

* বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয়  → অসমীয় ভাষাকে।

 

 

ভাষার রূপ

  • বাংলা ভাষার দুটি রূপ। যথা-  ১। মৌখিক রূপ ও ২। লৈখিক বা লেখ্য রূপ।
  • মৌখিক রূপ দুই প্রকার। যথা- ১.চলিত কথ্য রীতি এবং ২.আঞ্চলিক কথ্য রীতি।
  • লৈখিক বা লেখ্য রূপ দুই প্রকার। যথা- ১. চলিত রীতি ও ২.সাধু রীতি।

 

সাধু রীতির বৈশিষ্ট্য

  • বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
  • এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
  • সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
  • এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
  • উদাহরণ- মস্তক, চলিতেছে, করিবার, পড়িল ইত্যাদি। রহিম আসিয়া হাজির হইল।

 

চলিত রীতির বৈশিষ্ট্য

  • চলিত রীতি পরিবর্তনশীল।
  • এ রীতি তদ্ভব শব্দবহুল।
  • এ রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য।
  • চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সহজতর রূপ ব্যবহার করা হয়।
  • মাথা, জুতো, তুলো, করার, পেয়েছিলেন, পড়ল ইত্যাদি। রহিম এসে হাজির হলো।

 

১. সর্বনাম পদের সাধু ও চলিত ভাষাঃ

 

সাধুভাষা চলিত ভাষা
আমাদিগকে আমাদেরকে
ইহাকে একে
ইহার এর
ইহাদের এদের
ইহারা এরা
ইহা/এই
উহাকে  ওকে
এইখানে এখানে
এইরূপ  এরূপ
কাহার কার
কাহারা কারা
তাহাকে তাকে
তাহাদিগকে তাদেরকে
তাহাদের তাদের
তাহারা  তারা
তোমাদিগকে তোমাদেরকে
যাহার যার
যাহারা যারা
যাহাদের যাদের
যাহা যা

 

২. ক্রিয়া পদের সাধু ও চলিত ভাষাঃ

 

সাধুভাষা চলিত ভাষা
উঠাইয়া উঠিয়ে
করিয়া করে
করিব করব
করিতেছি করছি
করিয়াছি করেছি
খাইয়া খেয়ে
খাইব খাব
খাইতেছি খাচ্ছি
গিয়া/যাইয়া গিয়ে/যেয়ে
যাইব যাব
দিয়া দিয়ে
দিতেছি দিচ্ছি
দেখিয়া দেখে
দেখিতেছি দেখছি
দেখিলাম দেখলাম
বেড়াইব বেড়াব
বেড়াইতেছি বেড়াচ্ছি
বেড়াইতেছিলাম বেড়াচ্ছিলাম
পড়িব পড়ব
পড়িয়াছি পড়েছি
পড়িতেছি পড়ছি
হাঁটিব হাঁটব

 

৩. বিশেষ্য ও বিশেষণ পদের সাধু ও চলিত ভাষাঃ

 

বিশেষ্য
সাধুভাষা চলিত ভাষা
চন্দ্ৰ চাঁদ
জুতা জুতো
তুলা তুলো
শুকর শুশুর
হস্ত হাত
পাকামি পাকামো
বিশেষণ
সাধুভাষা চলিত ভাষা
বন্য বুনো
ভিজা ভিজে
শুকনা শুকনো
সমস্ত বিলাতি সব বিলেতি
বিবাহ বিয়ে

 

ভাষা ও বাংলা ভাষা
Read MCQ
MCQ for Practice
বিগত সালের প্রশ্ন

MCQ

১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

      ক) ভাষা        

      খ) চিত্র 

      গ) ইঙ্গিত    

      ঘ) আচরণ

 

২. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?

      ক) চোখ

      খ) কান

      গ) নাক

      ঘ) জিভ

 

৩. ব্রেইল ভাষা ব্যবহার করে — 

      ক) শ্রবণ প্রতিবন্ধীরা

      খ) দৃষ্টি প্রতিবন্ধীরা

      গ) মানসিক প্রতিবন্ধীরা

      ঘ) শারীরিক প্রতিবন্ধীরা

 

৪. পৃথিবীর আদি ভাষার নাম কী?

      ক) ইন্দো-এশীয় 

      খ) ইন্দো-ইউরোপিয়

      গ) ইন্দো-আফ্রিকান    

      ঘ) ইন্দো-মালয়েশীয়

 

৫.  ভাষার জগতে বাংলার স্থান কত?

      ক) ষষ্ঠ   

      খ) সপ্তম

      গ) অষ্টম  

      ঘ) নবম

 

৬. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?

      ক) ৪র্থ

      খ) ৫ম

      গ) ৬ষ্ঠ

      ঘ) ৭ম

 

৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দশন কোনটি?

      ক) রামায়ণ     

      খ) মহাভারত 

      গ) চর্যাপদ         

      ঘ) জঙ্গনামা

 

৮. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

      ক) শ্রীকৃষ্ণকীর্তন       

      খ) মধুমালতী

      গ) বৈষ্ণব পদাবলী       

      ঘ) সেকান্দারনামা

 

৯. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

      ক) প্রাচীন যুগে   

      খ) মধ্য যুগে

      গ) ইংরেজ আগমনের পরে    

      ঘ) স্বাধীনতা যুদ্ধের পর

 

১০. প্রথম প্রথম মানুষ কিসের মাধ্যমে অন্যের কাছে সাহায্যের আবেদন জানাত?

      ক) ভাষার                        

      খ) ইঙ্গিতের  

      গ) হাতের ইশারায়        

      ঘ) কোনটিই নয়

 

১১. “মানব জাতি যেসব ধ্বনি দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?

      ক) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ     

      খ) ডঃ এনামুল হক

      গ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়   

      ঘ) মুনীর চৌধুরী

 

১২. বাংলা ভাষায় কথা বলে এমন লোকের সংখ্যা কত?

      ক)  প্রায় ১৬ কোটি      

      খ) প্রায় ৩০ কোটি

      গ) প্রায় ২৫ কোটি        

      ঘ) প্রায় ২২ কোটি

 

১৩. ভাষার প্রাণ কোনটি?

      ক) অর্থপূর্ণ শব্দ

      খ) অর্থপূর্ণ বাক্য

      গ) অর্থপূর্ণ ধ্বনি

      ঘ) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি

 

১৪. ভাষা কি?

      ক) উচ্চারণের প্রতীক

      খ) কন্ঠের উচ্চারণ

      গ) ভাব প্রকাশের মাধ্যম

      ঘ) ধ্বনির সমষ্টি

 

১৫. ভাষার মূল উপাদান কি?

      ক) ধ্বনি

      খ) অক্ষর

      গ) বর্ণ

      ঘ) শব্দ

 

১৬. ভাষার মূল উপকরণ কি?

      ক) ধ্বনি

      খ) শব্দ

      গ) বাক্য

      ঘ) বর্ণ

 

১৭. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?

      ক) আসাম

      খ) পশ্চিমবঙ্গ

      গ) গুজরাট

      ঘ) উত্তর প্রদেশ

 

১৮. ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ ——

      ক) শব্দ

      খ) বর্ণ

      গ) ধ্বনি

      ঘ) বাক্য

 

১৯. আমাদের মাতৃভাষার নাম কী ?

      ক) বাংলা       

      খ) হিন্দি     

      গ) উর্দূ         

      ঘ) ইংরেজি

 

২০. মানুষের মনের ভাব প্রকাশের জন্য কোন  অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি?

      ক) চোখ           

      খ) নাক            

      গ) মুখ     

      ঘ) কণ্ঠ

 

২১. বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?

      ক) এক হাজারের বেশি                 

      খ) দুই হাজারের বেশি

      গ) সাড়ে তিন হাজারের বেশি  

      ঘ) তিন হাজারের বেশি

 

২২. বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?

      ক) মৌলিক ভাষা                                       

      খ) সাধু ভাষা

      গ) উপ-ভাষা বা আঞ্চলিক ভাষা         

      ঘ) ব্যবহারিক ভাষা

 

২৩. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি ——।

      ক) শব্দ             

      খ) বর্ণ               

      গ) অর্থ           

      ঘ) ভাষা

 

২৪.  কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

      ক) পালি       

      খ) ওড়িয়া       

      গ) হিন্দি       

      ঘ) বঙ্গকামরূপী

 

২৫. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

      ক) প্রাচীন যুগের     

      খ) মধ্য যুগের

      গ) আধুনিক যুগের

      ঘ) বর্তমান যুগের

 

২৬. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি?

      ক) মধুমালতী                

      খ) শ্রীকৃষ্ণকীর্তন

      গ) সেকান্দারনামা       

      ঘ) বৈষ্ণব পদাবলী

 

২৭. প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন-

      ক) বেদ

      খ) মহাভারত   

      গ) আর্মানীয়

      ঘ) আলবানীয়

 

২৮. বাংলা ভাষার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার?

      ক) আসামি ও গুজরাটি

      খ) ওড়িয়া ও মারাঠা

      গ) আসামি ও ওড়িয়া

      ঘ) উড়িষ্যা ও পাঞ্জাবি

 

২৯. সংস্কৃত ভাষার আদি নিদর্শন কোনটি?

      ক) দরদিক                     

      খ) ভারতীয় আর্য

      গ) ইরানীয় আর্য 

      ঘ) আলবানীয়

 

৩০. কোন যুগের পূর্ব পর্যন্ত বাংলা গদ্যের তেমন কোন লিখিত নমুনা নেই?

      ক) প্রাচীন যুগের           

      খ) মধ্য যুগের

      গ) আধুনিক যুগের     

      ঘ) বর্তমান যুগের

 

৩১. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য যথার্থ আধুনিক যুগের সূচনা হয়?

      ক) মেঘনাদবধ কাব্য

      খ) বীরাঙ্গনা কাব্য

      গ) পদ্মাবতী                    

      ঘ) কৃষ্ণকুমারী

 

৩২. রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখ কোন যুগের কবি?

      ক) আদিম যুগের          

      খ) প্রাচীন যুগের

      গ) মধ্য যুগের

      ঘ) আধুনিক যুগের

 

৩৩. বাংলা ভাষার বিবর্তনের ধারা কয়টি যুগে বিভক্ত?

      ক) একটি        

      খ) দুটি

      গ) তিনটি    

      ঘ) চারটি

 

৩৪. বাংলা ভাষার মূল উৎস কী?

      ক) কানাড়ী ভাষা          

      খ) বৈদিক ভাষা

      গ) হিন্দি ভাষা 

      ঘ) অনার্য ভাষা

 

৩৪. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?

      ক) একটি      

      খ) দুটি

      গ) তিনটি           

      ঘ) চারটি

 

৩৫. উপভাষার অপর নাম কি?

      ক) দেশীয় ভাষা

      খ) মূল ভাষা

      গ) আঞ্চলিক ভাষা

      ঘ) বাংলা ভাষা

 

৩৬. সাধুরীতির বাক্যবিন্যাস-

      ক) অনিয়ন্ত্রিত ও অনির্দিষ্ট        

      খ) নিয়ন্ত্রিত ও অনির্দিষ্ট

      গ) সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট         

      ঘ) সুনিয়ন্ত্রিত

 

৩৭. বাংলা ভাষার প্রধান রূপ দুটি কি কি?

      ক) লেখ্য ও কথ্য         

      খ) কথ্য ও আঞ্চলিক

      গ) লেখ্য ও আঞ্চলিক 

      ঘ) আঞ্চলিক ও সর্বজনীন

 

৩৮. লেখ্য ভাষার রূপ দুটির নাম কী?

      ক) সাধু ও আঞ্চলিক   

      খ) সাধু ও চলিত

      গ) চলিত ও আঞ্চলিক

      ঘ) আঞ্চলিক ও আন্তর্জাতিক

 

৩৯. চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?

      ক) আরাকান  

      খ) কলকাতা

      গ) মিথিলা

      ঘ) চুরুলিয়া

 

৪০. সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি?

      ক) তৎসম

      খ) বিদেশি

      গ) দেশি

      ঘ) তদ্ভব 

 

৪১. ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রুপকে কি বলে?

      ক) সাধুরীতি 

      খ) চলিত রীতি

      গ) আঞ্চলিক রীতি

      ঘ) প্রমিত রীতি

 

৪২. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

      ক) গুরুগম্ভীর  

      খ) গুরুচণ্ডালী

      গ) অবোধ্য      

      ঘ) দুর্বোধ্য

 

৪৩. চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?

      ক) অমার্জিততা           

      খ) প্রাচীনতা

      গ) তদ্ভব শব্দবহুলতা   

      ঘ) তৎসম শব্দবহুলতা

 

৪৪. পৃথিবীর অধিকাংশ ভাষাতেই কয়টি রীতি লক্ষ্য করা যায়?

      ক) একটি    

      খ) দুটি        

      গ) তিনটি        

      ঘ) চারটি

 

৪৫. ভাষার লিখিত রূপকে কি বলা হয়?

      ক) লেখ্য রূপ  

      খ) কথ্য রূপ

      গ) মৌলিক রূপ   

      ঘ) চলিত রূপ

 

৪৬. ভাষার কোন রূপ নাট্যসংলাপ ও বক্তৃতার উপযোগী?

      ক) সাধু রূপ   

      খ) চলিত রূপ  

      গ) কথ্য রূপ

      ঘ) লেখ্য রূপ

 

৪৭. কথাবার্তায় বাংলা ভাষার যে রূপটি ব্যবহৃত হয় তাকে কী বলে?

      ক) কথ্য রূপ   

      খ) সাধু রূপ   

      গ) চলিত রূপ   

      ঘ) আঞ্চলিক রূপ

 

৪৮. বাংলা ভাষার কোন রূপটি বই-পুস্তক রচনায় ব্যবহৃত হয়?

      ক) চলিত রূপ

      খ) সাধুর রূপ  

      গ) কথ্য রূপ  

      ঘ) আঞ্চলিক রূপ

 

৪৯. ভাষার কোন রূপ কৃত্রিমতাবর্জিত?

      ক) চলিত রূপ

      খ) সাধুর রূপ  

      গ) কথ্য রূপ  

      ঘ) আঞ্চলিক রূপ

 

৫০. কোনটি চলিত রীতির উদাহরণ?

      ক) সূর্য উঠিয়াছে          

      খ) আগামীকল্য আসিও

      গ) বৃষ্টি থামিলে খেলিব

      ঘ) ভাত খেয়ে যেয়ো

 

৫১. সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

      ক) বিশেষ্য ও সর্বনাম 

      খ) সর্বনাম ও ক্রিয়া

      গ) বিশেষ্য ও ক্রিয়া      

      ঘ) বিশেষ্য ও বিশেষণ

 

৫২. কোনটি সাধুরীতির উদাহরণ?

      ক) সে এসেছে    

      খ) আগামীকাল এসো

      গ) আমি পড়িতেছি   

      ঘ) রীনা ঘুমাচ্ছে

 

৫৩. চলিত রীতি-

      ক) দুর্বোধ্য                      

      খ) সহজবোধ্য

      গ) বক্তৃতার অনুপযোগী         

      ঘ) সবগুলো ঠিক

 

৫৪. বাংলা ভাষায় সাধুরীতির আগমন ঘটে কোন ভাষা থেকে?

      ক) আঞ্চলিক 

      খ) সংস্কৃত

      গ) উর্দু   

      ঘ) হিন্দি

 

৫৫. মানুষ কিসের সাহায্যে ধ্বনি সৃষ্টি করে?

      ক) বাক-প্রত্যঙ্গের দ্বারা

      খ) নৃত্যগীতের দ্বারা

      গ) অঙ্গভঙ্গির দ্বারা       

      ঘ) বাকচাতুর্যের দ্বারা

 

৫৬. সাধু ও চলিত ভাষার মিশ্রণে যে দোষ হয় তাকে কি বলে?

      ক) অপিনিহিত 

      খ) বিপ্রকর্ষ   

      গ) লঘুদোষ   

      ঘ) গুরুচণ্ডালী

 

৫৭. ‘একজন মানুষের দুইডা পোলা আছিল।’- এ বাক্যটি কোন ভাষার?

      ক) সাধু ভাষার    

      খ) আঞ্চলিক ভাষার

      গ) উপভাষার                

      ঘ) কথ্য ভাষার

 

৫৮. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?

      ক) দুটি             

      খ) তিনটি 

      গ) চারটি  

      ঘ) পাঁচটি

 

৫৯. কোন ভাষার শব্দ সাধু ভাষায় বেশি ব্যবহৃত হয়?

      ক) প্রাকৃত       

      খ) সংস্কৃত  

      গ) দেশী

      ঘ) বিদেশী

 

৬০. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?

      ক) আঞ্চলিক ভাষায়   

      খ) চলিত ভাষায়

      গ) সাধু ভাষায়

      ঘ) উপভাষায়

 

৬১. কোন ভাষাকে সর্বজনীন বলা যায় না?

      ক) সাধু ভাষাকে            

      খ) চলিত ভাষাকে

      গ) লেখ্য ভাষাকে         

      ঘ) উপভাষাকে

 

৬২. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

      ক) পরিবেশ ও দেশভেদে          

      খ) কাল ও পরিবেশভেদে

      গ) দেশ, কাল ও পরিবেশভেদে

      ঘ) দেশ ও কালভেদে

 

৬৩. বাংলা ভাষার শব্দসম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়?

      ক) তিন ভাগে

      খ) পাঁচ ভাগে

      গ) চার ভাগে   

      ঘ) দুই ভাগে

 

৬৪. তৎসম শব্দ মানে —-।

      ক) সংস্কৃত 

      খ) ফারসি        

      গ) উর্দু   

      ঘ) আরবি

 

৬৫. সাধু ভাষা কোথায় অনুপযোগী?

      ক) গানের কলিতে        

      খ) কবিতার পঙক্তিতে

      গ) গল্পের বর্ণনায়          

      ঘ) নাট্য সংলাপে

 

৬৬. চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

      ক) আভিজাত্যপূর্ণ       

      খ) অপরিবর্তনীয়

      গ) কৃত্রিমতাবর্জিত 

      ঘ) পদবিন্যাস সুনির্দিষ্ট

 

৬৭. কোন ভাষারীতির পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

      ক) সাধু ভাষার 

      খ) লেখ্য ভাষার  

      গ) কথ্য ভাষার  

      ঘ)  চলিত ভাষার

 

৬৮. ‘তারা’ কোন ভাষারীতির শব্দ?

      ক) সাধু ভাষা 

      খ) কথ্য ভাষা  

      গ) আঞ্চলিক ভাষা  

      ঘ) চলিত ভাষা

 

৬৯. দেশী শব্দ —-

      ক) সংস্কৃত জাত

      খ) তদ্ভব জাত   

      গ) দেশজ

      ঘ) তৎসম জাত

 

৭০. পুত, পোলা, বেটা এ শব্দগুলো অঞ্চল বিশেষে কি বলা হয়?

      ক) প্রচলিত ভাষা

      খ) সাধারণ ভাষা

      গ) আঞ্চলিক ভাষা

      ঘ) প্রমিত ভাষা

 

৭১. তারা কোন ভাষারীতির শব্দ?

      ক) সাধু

      খ) আঞ্চলিক

      গ) প্রমিত

      ঘ) বেশি

 

৭২. সাধু রীতির শব্দ কোনটি?

      ক) গ্রহ

      খ) গিন্নি

      গ) কলেজ

      ঘ) কিতাব

 

৭৩. প্রমিত রীতির উদাহরণ কোনটি?

      ক) বন্য

      খ) শুকনো

      গ) তুল

      ঘ) শুষ্ক

 

৭৪. গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?

      ক) কথ্য রীতি

      খ) আঞ্চলিক রীতি

      গ) আধুনিক রীতি

      ঘ) সাধুরীতি 

 

৭৫. বন্য শব্দের  প্রমিত রূপ কোনটি?

      ক) বুন

      খ) বুনো

      গ) বন

      ঘ) বূন 

 

ভাষা ও বংলা ভাষা
বিগত সালের প্রশ্ন
 
0% Complete

You cannot copy content of this page.