বহুনির্বাচনী প্রশ্ন ১. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে ? ক) সন্ধ্যার পূর্বে খ) সন্ধ্যার পরে গ) বিকেল বেলা ঘ) গোধুলি বেলা ব্যাখ্যাঃ ২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পেয়েছেন? ক) ঢাকা খ) কলকাতা গ) অক্সফোর্ড ঘ) কেমব্রিজ ব্যাখ্যাঃ ৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝায় ? i. কোনো তিথি না মেনে কারো আগমনকে ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে iii. অবাঞ্ছিত ভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে নিচের কোনটি সঠিক? ক) i খ) i, ii গ) iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ বাবা-মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে, বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। 8. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি' গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো— i. পশু-পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক ii. পশু-পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক iii. ভালোবাসায় সিক্ত পশু-পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা নিচের কোনটি সঠিক ? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ ৫. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে ? ক) বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। খ) আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। গ) অতএব আমার অতিথি উপবাস করে। ঘ) তা হোক, ওকে তোমরা খেতে দিও। ব্যাখ্যাঃ অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ১. অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাখ্যাঃ ২. লেখক কার আদেশে দেওঘরে এসেছিল বায়ু পরিবর্তনের জন্য? ক) চাকরিজীবীর খ) চিকিৎসকের গ) বন্ধুর ঘ) সহকর্মীর ব্যাখ্যাঃ ৩. লেখক চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিল কেন? ক) বাবাকে দেখতে খ) মাকে দেখতে গ) বায়ু পরিবর্তনের জন্য ঘ) বাড়ির জমি-জমা দেখতে ব্যাখ্যাঃ ৪. লেখক বাড়ি কেমন ছিল? ক) প্রাচীর ঘেরা খ) মাটির তৈরি গ) টিনের ঘর ঘ) মাটির প্রাচীর ঘেরা ব্যাখ্যাঃ ৫. রাত্রি কয়টায় একজন গলা ভাঙ্গা একঘেয়ে সুরে বদন শুরু করে? ক) দুইটাই খ) তিনটায় গ) চারটায় ঘ) পাঁচটায় ব্যাখ্যাঃ Question 11 -20 ৬. কিসের জন্য লেখকের ঘুম ভেঙ্গে যায়? ক) অতিরিক্ত আওয়াজে খ) ভজনের সুরে গ) প্রচন্ড গরমে ঘ) কুকুরের শব্দে ব্যাখ্যাঃ ৭. গল্পকথকের ঘুম ভেঙে যাওয়ার কারণ কী? ক) মশার কামড়ের জন্য খ) প্রচণ্ড গরমের কারণে গ) একঘেয়ে গানের সুরে ঘ) তীব্র শোরগোলের জন্য ব্যাখ্যাঃ ৮. রাতে ঘুম ভাঙার পর লেখক কোথায় গিয়ে বসেছিল? ক) উঠোনে খ) বাগানে গ) কেদারায় ঘ) বারান্দায় ব্যাখ্যাঃ ৯. পাখিদের আনাগোনা কখন শুরু হয়? ক) সকাল বেলায় খ) সন্ধে বেলায় গ) রাতের শেষে ঘ) সাঁঝের বেলায় ব্যাখ্যাঃ ১০. রাত্রি শেষ হয়ে আসলে কাদের আনাগোনা শুরু হয়? ক) পাখির খ) কুকুরের গ) মানুষের ঘ) গবাদি পশুর ব্যাখ্যাঃ ১১. পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে উঠে কে? ক) বুলবুলি খ) শালিক গ) শ্যামা ঘ) দোয়েল ব্যাখ্যাঃ ১২. অন্ধকার শেষ না হতেই কার গান আরম্ভ হয়? ক) ময়নার খ) দোয়েলের গ) বুলবুলির ঘ) টিআর ব্যাখ্যাঃ ১৩. দোয়েলের পর কারা আসে পাশের বাড়ির আম বাগানে? ক) বুলবুলি, শ্যামা খ) শালিক, টিয়ে গ) টুনটুনি, ময়না ঘ) ময়না, টিয়ে ব্যাখ্যাঃ ১৪. অতিথির স্মৃতি গল্পে লেখক এর বাড়ির পাশে কোন গাছটির কথা বলা হয়েছে? ক) বকুল খ) জাম গ) আম ঘ) ছাতিম ব্যাখ্যাঃ ১৫. নিচের কোন গাছটির কথা অতিধির স্মৃতি' গল্পে উল্লেখ রয়েছে? ক) হাতিম খ) বকুল গ) কাঞ্চন ঘ) তমাল ব্যাখ্যাঃ ১৬. কোন গাছটির কথা 'অতিথির স্মৃতি' গল্পে বলা হয়নি? ক) আম খ) ছাতিম গ) অশ্বথ ঘ) বকুল ব্যাখ্যাঃ ১৭. প্রতিদিন ভোরবেলা লেখকের কি শোনার অভ্যাস হয়ে যায়? ক) ভজন গান খ) মালির হাঁক গ) পাখির ডাক ঘ) গিজার ঘন্টা ব্যাখ্যাঃ ১৮. প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি। এখানে কাদের কথা বলা হয়েছে? ক) মানুষের খ) পশুদের গ) পাখিদের ঘ) কুকুরের ব্যাখ্যাঃ ১৯. ‘অতিথির স্মৃতি' গল্পে একটু দেরি করে আসত কোন পাখি? ক) টুনটুনি খ) শ্যামা গ) দোয়েল ঘ) বেনে-বৌ ব্যাখ্যাঃ ২০. বেনে বৌ পাখি গুলোর কি রংয়ের? ক) সবুজ খ) বেগুনি গ) হলদে ঘ) কমলা ব্যাখ্যাঃ ২১. প্রাচীরের ধারে কোন গাছ ছিল? ক) হিজল খ) জারুল গ) রক্ত জবা ঘ) ইউক্যালিপটাস ব্যাখ্যাঃ ২২. 'অতিথির স্মৃতি' গল্পে 'বেনে-বৌ' কোন গাছে এসে বসত? ক) বকুল খ) অশ্বথ গ) আম ঘ) ইউক্যালিপটাস ব্যাখ্যাঃ ২৩. ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকত কোন পাখিটা? ক) টুনটুনি খ) বুলবুলি গ) বেনে বৌ ঘ) আবাবিল ব্যাখ্যাঃ ২৪. ‘অতিথির স্মৃতি' গল্পের লেখকের মন কেন ব্যস্ত হয়ে উঠল? ক) পাখিদের আনাগোনা দেখে খ) পাখি দুটিকে না আসতে দেখে গ) পাখিদের কলকাকলি শুনে ঘ) গলাভাঙা সুরে ভজন শুনে ব্যাখ্যাঃ ২৫. লেখক এর মতো এই দেশের কিসের অভাব নেই? ক) অতিথির খ) ব্যাধের গ) মালির ঘ) বামুনের ব্যাখ্যাঃ ২৬. পাখি চালান দেওয়া কাদের ব্যবসা ছিল? ক) বাতব্যাধিগ্রস্তদের খ) ব্যাধিদের গ) অভিযাত্রীদের ঘ) শিকারিদের ব্যাখ্যাঃ ২৭. অতিথির স্মৃতি গল্পে ব্যাধ বলতে কাদের বোঝানো হয়েছে? ক) পাখি খাদকদের খ) পাখি শিকারিদের গ) অতিথি পাখিদের ঘ) পাখির প্রজন্মকে ব্যাখ্যাঃ ২৮. পাখি চালান দেওয়া কাদের ব্যবসায়? ক) মালির খ) মালিনীর গ) ব্যাধের ঘ) আসামির ব্যাখ্যাঃ ২৯. গল্পকথক অতিথিশালার কোথায় বসে পথচারীদের দেখতেন? ক) বারান্দার চেয়ারে খ) গেটের বাইরে গ) বাগানের বেঞ্চিতে ঘ) সামনের লনে ব্যাখ্যাঃ ৩০. অতিথির স্মৃতি গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের? ক) নিম্নবিত্ত খ) মধ্যবিত্ত গ) উচ্চবিত্ত ঘ) উচ্চ মধ্যবিত্ত ব্যাখ্যাঃ ৩১. পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি? ক) যুবকদের খ) ছেলেদের গ) মেয়েদের ঘ) বৃদ্ধদের ব্যাখ্যাঃ ৩২. বেরিবেরি রোগের লক্ষণ কি? ক) শরীর অবশ হওয়া খ) মুখ ফ্যাকাশে হওয়া গ) পেট ফুলে যাওয়া ঘ) পা ফুলে যাওয়া ব্যাখ্যাঃ ৩৩. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন? ক) পা ফোলা বলে খ) স্কুলে যাবে বলে গ) শীত লাগার জন্য ঘ) স্কুলের নিয়ম ব্যাখ্যাঃ ৩৪. অতিথির স্মৃতি গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পড়তো কেন? ক) সংস্কারের কারণে খ) বিকৃতি আড়াল করতে গ) ঠান্ডা থেকে রক্ষা পেতে ঘ) সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যাখ্যাঃ ৩৫. অতিথির স্মৃতি গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো কি দেখে? ক) পা ফুলো অল্পবয়সি একদল মেয়ে খ) একটি দরিদ্র ঘরের মেয়ে গ) বাত ব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি ঘ) একটি শক্তি সামর্থ্যহীন কুকুর ব্যাখ্যাঃ ৩৬. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধের কারণ — ক) বয়স খ) অসুস্থতা গ) নিঃসঙ্গতা ঘ) দুরবস্থা ব্যাখ্যাঃ ৩৭. প্রতিটি স্মৃতি গল্পে দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত? ক) ২৪-২৫ বছর খ) ২০-২১ বছর গ) ১৭-১৮ বছর ঘ) ২২-২৩ বছর ব্যাখ্যাঃ ৩৮. দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পান্ডুর- কোথাও যেন এতটুকু রক্ত নেই। অতিথির স্মৃতি গল্পে কাকে বুঝানো হয়েছে? ক) মালিকে খ) মালীর বউকে গ) মেয়েটিকে ঘ) বৃদ্ধ লোককে ব্যাখ্যাঃ ৩৯. ‘অতিথির স্মৃতি' গল্পে 'ক্ষুধাহরণের কর্তব্য' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম খ) ক্ষুধা নির্ধারণ করা গ) খাদ্য সংগ্রহ করা ঘ) খাদ্য জোগাতে পরিশ্রম ব্যাখ্যাঃ ৪০. কী ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। অতিথির স্মৃতি গল্পে কাকে বোঝানো হয়েছে? ক) বাড়ির মালিকের খ) বাড়ির মালীর বউকে গ) কয়েকজন বৃদ্ধ লোককে ঘ) দরিদ্র ঘরের মেয়েটিকে ব্যাখ্যাঃ ৪১. কারা ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন? ক) কয়েকটি ছেলে খ) কয়েকটি মেয়ে গ) কয়েকজন বৃদ্ধ ঘ) কয়েকজন বৃদ্ধা ব্যাখ্যাঃ ৪২. কারা সম্ভবত বাতব্যাধিগ্রস্ত এবং সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন? ক) কয়েকটি ছেলে খ) কয়েকজন বৃদ্ধ গ) কয়েকটি মেয়ে ঘ) কয়েকজন বৃদ্ধা ব্যাখ্যাঃ ৪৩. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? ক) ভোরে ভোরেই খ) বিকেল বেলায় গ) সন্ধ্যার পূর্বেই ঘ) সন্ধ্যার পরেই ব্যাখ্যাঃ ৪৪. ‘অতিথির স্মৃতি' গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়? ক) পথে হাঁটতে বের হওয়ার সময় খ) পথের ধারে বসে থাকার সময় গ) বাড়ির লোহার গেটের সামনে ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময় ব্যাখ্যাঃ ৪৫. অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে? ক) একজন বৃদ্ধ খ) একটি কুকুর গ) একজন চাকর ঘ) একটি বিড়াল ব্যাখ্যাঃ ৪৬. কী রে, যাবি আমার সঙ্গে? কাকে উদ্দেশ্য করে গল্পকথক উক্তিটি করেছেন? ক) বেনে-বৌ পাখিকে খ) চাকরটিকে গ) দরিদ্র ঘরের মেয়েকে ঘ) একটি কুকুরকে ব্যাখ্যাঃ ৪৭. ‘বুঝলাম সে রাজি আছে'— এখানে কার কথা বলা হয়েছে? ক) বামুন খ) মালিনী গ) কুকুর ঘ) চাকর ব্যাখ্যাঃ ৪৮. 'আজ তুই আমার অতিথি।' গল্পকথক কাকে এ কথাটি বলেছেন? ক) মালিকে খ) চাকরকে গ) মালিনীকে ঘ) কুকুরকে ব্যাখ্যাঃ ৪৯. লেখক কিভাবে বুঝতে পারলে কুকুরটি তার সঙ্গে যাবে? ক) কুকুরের ঘেউ ঘেউ শব্দে খ) কুকুরের লেজ নাড়ানো দেখে গ) কুকুরের লাফানো দেখে ঘ) কুকুরের শান্ত হওয়া দেখে ব্যাখ্যাঃ ৫০. লেখকের মতে, যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল কে? ক) মালি খ) মালির বউ গ) লেখক নিজে ঘ) কুকুর ব্যাখ্যাঃ ৫১. লেখক চাকরকে গেট বন্ধ রাখতে নিষেধ করেন কেন? ক) তিনি বাইরে যাবেন বলে খ) চাকরকে বাইরে পাঠানোর জন্য গ) কুকুরটির প্রবেশের জন্য ঘ) অতিথি বাইরে যাবেন বলে ব্যাখ্যাঃ ৫২. কাল তোকে নেমন্তন্ন করলাম, এলিনে কেন? এখানে কাকে অতিথির মর্যাদা দেওয়া হয়েছে? ক) মালি খ) মালির বউ গ) লেখক নিজে ঘ) কুকুর ব্যাখ্যাঃ ৫৩. লেখক কাকে দেখে কুকুরটিকে পেট ভরে খেতে দিতে বললেন? ক) পুরোহিতকে খ) চাকর-বাকরকে গ) কর্তামশাইকে ঘ) বামুনঠাকুরকে ব্যাখ্যাঃ ৫৪. মালিনী কোনটির প্রবল অংশীদার ছিল? ক) টাকা-কড়ির খ) ধন-সম্পদের গ) বাড়তি খাবারের ঘ) আসবাবপত্রের ব্যাখ্যাঃ ৫৫. 'চাকরদের দরদ তার পরেই বেশি'— 'অতিথির স্মৃতি' গল্পে 'তার' বলতে কার কথা বলা হয়েছে? ক) মালি খ) অতিথি গ) মালিবৌ ঘ) লেখক ব্যাখ্যাঃ ৫৬. অতিথির স্মৃতি গল্পে খাবার না পেয়ে কেউ উপবাস থাকে? ক) চাকর খ) মালি গ) মালিনী ঘ) কুকুর ব্যাখ্যাঃ ৫৭. অতিথিকে কে মেরে ধরে বের করে দিয়েছে? ক) মালি খ) লেখক গ) মালি-বৌ ঘ) চাকর ব্যাখ্যাঃ ৫৮. অতিথিকে বাগানে ঢুকতে দেয় নাকি? ক) লেখক খ) চাকর গ) মালি ঘ) মালি-বৌ ব্যাখ্যাঃ ৫৯. অতিথিকে বাগানে ঢুকতে না দিলে সে কি করে? ক) গেটের বাইরে বসে থাকে খ) পথের ধারে বসে থাকে গ) বাড়ির পেছনে বসে থাকে ঘ) বারান্দার নিচে বসে থাকে ব্যাখ্যাঃ ৬০. অতিথির স্মৃতি গল্পে কোন কাজটিতে চাকরদের সায় ছিল? ক) কুকুরটিকে বাড়িতে ঢুকতে না দেওয়া খ) কুকুরটিকে দেখামাত্র তাড়িয়ে দেওয়া গ) কুরটিকে বাগানে ঢুকতে না দেওয়া ঘ) কুকুরটিকে কোনো রকম প্রশ্রয় না দেওয়া ব্যাখ্যাঃ ৬১. শরীর খারাপ হলে লেখক কয়দিন ঘর থেকে নিচে নামতে পারেনি? ক) ১ দিন খ) ২ দিন গ) ৩ দিন ঘ) ৪ দিন ব্যাখ্যাঃ ৬২. সহসা খোলা দৌড় দিয়ে সিডির উপর কার ছায়া পরলো? ক) কুকুরের খ) চাকরের গ) মালিনীর ঘ) চিকিৎসকের ব্যাখ্যাঃ ৬৩. কুকুরটি লেখকের ঘরের সামনে লুকিয়ে হাজির হয়েছিল কেন? ক) খাবারের জন্য খ) স্বভাববশত গ) চাকরদের ভয়ে ঘ) লেখকের কথা ভেবে ব্যাখ্যাঃ ৬৪. কে অতিথি ও গল্প লেখকের মধ্যে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? ক) কথক নিজেই খ) কথকের প্রস্থান গ) বামুন ঠাকুর ঘ) মালি-বৌ ব্যাখ্যাঃ ৬৫. খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ?'- এ জিজ্ঞাসা কার প্রতি? ক) চাকরের প্রতি খ) মালি-বৌর প্রতি গ) কুকুরটির প্রতি ঘ) বামুনঠাকুরের প্রতি ব্যাখ্যাঃ ৬৬. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন? ক) প্রহার করায় খ) খাবার না দেওয়ায় গ) গেট বন্ধ থাকায় ঘ) অতিরিক্ত আদর পাওয়ায় ব্যাখ্যাঃ ৬৭. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়? ক) বেনে বৌ পাখি খ) অসুস্থ মেয়েটি গ) কুকুর ঘ) মালি-বৌ ব্যাখ্যাঃ ৬৮. লেখকের মনে হল কার চোখ দুটো ভিজে ভিজে? ক) মালির খ) মালির বউ এর গ) চাকরের ঘ) কুকুরের ব্যাখ্যাঃ ৬৯. লেখক কাদের হাঁক দিলেন? ক) মালিকে খ) মালির বউকে গ) চাকরদের ঘ) প্রতিবেশীকে ব্যাখ্যাঃ ৭০. মালি-বৌ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়? ক) কামড়াবে বলে খ) খাবারে ভাগ বসাবে বলে গ) দেখতে কুৎসিত বলে ঘ) ঘেউ ঘেউ করে বলে ব্যাখ্যাঃ ৭১. বাড়তি খাবার কে চেটেপুটে নিয়ে গেছে? ক) চাকর খ) মালি গ) মালি বৌ ঘ) প্রতিবেশী ব্যাখ্যাঃ ৭২. লেখক এর ট্রেন কখন ছিল? ক) সকালে খ) দুপুরে গ) সন্ধ্যায় ঘ) রাতে ব্যাখ্যাঃ ৭৩. লেখক চলে যাওয়ার সময় কে মহাব্যস্ত? ক) কুকুরটি খ) মালিকে গ) মালির বউকে ঘ) চাকরকে ব্যাখ্যাঃ ৭৪. অতিথি কাদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল? ক) চাকরদের খ) মালিদের গ) গাড়োয়ানদের ঘ) কুলিদের ব্যাখ্যাঃ ৭৫. কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল কে? ক) মালি খ) কুকুরটি গ) মালির বউ ঘ) চাকর ব্যাখ্যাঃ ৭৬. রেল স্টেশনে যাওয়ার পর লেখক কাকে দেখতে পেল? ক) কুকুরটিকে খ) মালিকে গ) মালির বউকে ঘ) চাকরকে ব্যাখ্যাঃ ৭৭. ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল'— এখানে 'খবরদারি' শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক) মাতব্বরি খ) হস্তক্ষেপ গ) নজরদারি ঘ) হাঁকাহাঁকি ব্যাখ্যাঃ ৭৮. “তার উৎসাহই সবচেয়ে বেশি"- 'অতিথির স্মৃতি' গল্পে অতিথির এমন উৎসাহের কারণ কী? ক) বাৎসল্য খ) আতিথ্য গ) ভালোবাসা ঘ) দুশ্চিন্তা ব্যাখ্যাঃ ৭৯. লেখককে যারা ট্রেনে তুলে দিতে এসেছিলেন লেখক তাদের কি দিলেন? ক) বকশিশ খ) উপহার গ) বই ঘ) খাবার ব্যাখ্যাঃ ৮০. লেখক শুধু বকশিশ দিলেন না কাকে? ক) মালি-বৌ খ) কুলি গ) চাকর ঘ) অতিথি ব্যাখ্যাঃ ৮১. 'যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম'— এখানে 'ঝাপসা’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে? ক) চোখে কম দেখা খ) অশ্রুসজল চোখ গ) দূরে তাকাতে না পারা ঘ) চোখে অন্ধকার দেখা ব্যাখ্যাঃ ৮২. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন? ক) গৃহের প্রতি উদাসীনতা খ) পরিবারের প্রতি অনীহা গ) দেওঘরের প্রতি মমতা ঘ) অতিথির জন্য বিরহকাতরতা ব্যাখ্যাঃ ৮৩. অতিথির স্মৃতি গল্পে অতিথি কে? ক) কয়েকজন বৃদ্ধ খ) গরিব ঘরের মেয়েটি গ) কুকুর ঘ) প্রতিবেশী ব্যাখ্যাঃ ৮৪. ভজন শব্দের অর্থ কি? ক) প্রার্থনা খ) প্রার্থনামূলক গান গ) আরাধনা ঘ) মুনাজাত ব্যাখ্যাঃ ৮৫. দোর শব্দের অর্থ কি? ক) দাড় খ) দৌড় গ) জানালা ঘ) দরজা ব্যাখ্যাঃ ৮৬ . ‘কুঞ্জ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অরণ্য খ) ছায়াবীথি গ) লতাগৃহ ঘ) উপবন ব্যাখ্যাঃ ৮৭. বেরিবেরি কি? ক) এক প্রকার ফল খ) এক প্রকার ফুল গ) এক ধরনের উৎসব ঘ) এক প্রকার রোগ ব্যাখ্যাঃ ৮৮. কোন ভিটামিনের অভাবে ‘বেরিবেরি রোগ হয়? ক) ভিটামিন-বি খ) ভিটামিন-ডি গ) ভিটামিন-সি ঘ) ভিটামিন-ই ব্যাখ্যাঃ ৮৯. 'বেরিবেরি' রোগ হলে কোন লক্ষণ দেখা দেয়? ক) দাঁত দিয়ে রক্ত পড়ে খ) শরীরে ক্ষত সৃষ্টি হয় গ) হাত-পা ফুলে যায় ঘ) চেখ-মুখ ফ্যাকাশে হয়ে যায় ব্যাখ্যাঃ ৯০. পান্ডুর শব্দের অর্থ কি? ক) ফ্যাকাশে খ) উজ্জল গ) শক্তিহীন ঘ) জলন্ত ব্যাখ্যাঃ ৯১. আদালতে অপরাধের দায়ে অভিযুক্তকে কী বলা হয়? ক) দণ্ডিত খ) আসামী গ) অভিযুক্ত ঘ) হাজতি ব্যাখ্যাঃ ৯২. বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তিকে কী বলে? ক) দারোয়ান খ) চাকর গ) মালি ঘ) বামুন ব্যাখ্যাঃ ৯৩. অতিথির স্মৃতি গল্পের পাঠের উদ্দেশ্য কি? ক) প্রাণীর প্রতি সহানুভূতি সৃষ্টি করা খ) প্রাণীর প্রতি আবেগপ্রবণ হওয়া গ) জীবজন্তুর প্রতি আবেগপ্রবণ হওয়া ঘ) অতিথির প্রতি কর্তব্যপরায়ণ হওয়া ব্যাখ্যাঃ ৯৪. অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি? ক) স্মৃতিকথা খ) দেওঘরের স্মৃতি গ) রেঙ্গুনের স্মৃতি ঘ) কুকুরের স্মৃতি ব্যাখ্যাঃ ৯৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮৭৬ সালে খ) ১৮৭৮ সালে গ) ১৮৭৭ সালে ঘ) ১৮৭৯ সালে ব্যাখ্যাঃ ৯৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কি? ক) রাধানগর খ) কাঁঠালপাড়া গ) দেবানন্দপুর ঘ) মেহেরপুর ব্যাখ্যাঃ ৯৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জীবিকার জন্য রেঙ্গুন যাত্রা করেন? ক) ১৯০৭ সালে খ) ১৯০৬ সালে গ) ১৯০৪ সালে ঘ) ১৯০৩ সালে ব্যাখ্যাঃ ৯৮. কোন উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে সর্বপ্রথম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের খ্যাতি ছড়িয়ে পড়ে? ক) দেনাপাওনা খ) পল্লীসমাজ গ) বড়দিদি ঘ) দেবদাস ব্যাখ্যাঃ ৯৯. ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয়? ক) ১৯০৬ সালে খ) ১৯০৭ সালে গ) ১৯০৮ সালে ঘ) ১৯০৯ সালে ব্যাখ্যাঃ ১০০. দেবদাস উপন্যাসের রচয়িতা কে? ক) মাইকেল মধুসূদন দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) কাজী নজরুল ইসলাম ব্যাখ্যাঃ ১০১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস কত পড়বে বিভক্ত? ক) ২ পর্বে খ) ৪ পর্বে গ) ৫ পর্বে ঘ) ৬ পর্বে ব্যাখ্যাঃ ১০২. ‘দেনা পাওনা’ উপন্যাসটি কে লিখেছেন? ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যাঃ ১০৩. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? ক) অপরাজিত খ) গৃহদাহ গ) শেষ দেখা ঘ) চাঁদের পাহাড় ব্যাখ্যাঃ ১০৪. ‘পথের দাবী’ কার লেখা? ক) কাজী নজরুল ইসলাম খ) মাইকেল মধুসূদন দত্ত গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যাঃ ১০৫. ‘শেষ প্রশ্ন’ উপন্যাসটি কার লেখা? ক) মাইকেল মধুসূদন দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) শামসুর রহমান ব্যাখ্যাঃ ১০৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ক) ১৯৩৪ খ) ১৯৩৫ গ) ১৯৩৮ ঘ) ১৯৩৯ ব্যাখ্যাঃ Submit answers Your Score: