প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)
১. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় —
ক) ভাব
খ) পদ
গ) বর্ণ
ঘ) ধ্বনি
ব্যাখ্যাঃ আওয়াজ যখন ভাষার নিদিষ্ট কোনো চিহ্নকে কল্পনা করতে সাহায্য করে তখন তাকে ধ্বনি বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে/এককে ধ্বনি বলে।
২. নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা —
ক) আনোয়ার পাশা
খ) শওকত ওসমান
গ) রশীদ হায়দার
ঘ) আবু জাফর শামসুদ্দিন
ব্যাখ্যাঃ শওকত ওসমানের মোট উপন্যাসের সংখ্যা ১৫টি। এগুলো হল: বনী আদম, জননী (১৯৫৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), আর্তনাদ (১৯৮৫), জলাঙ্গী (১৯৮৬), রাজপুরুষ (১৯৯২), রাজসাক্ষী, বেড়ি।
৩. ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এক কথায় বলে —
ক) সন্ধ্যাকাল
খ) আলোছায়া
গ) সায়াহ্ন
ঘ) গোধূলী
ব্যাখ্যাঃ দিনের পূর্ব ভাগ — পূর্বাহ্ন।
দিনের শেষ ভাগ — অপরাহ্ন।
দিনের আলো ও সন্ধার আঁধারের মিলন — গোধূলী।
৪. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় – চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) কর্তৃকারকে সপ্তমী
ব্যাখ্যাঃ এখানে মাছ ধরার কাজটা করেছে জেলে। তাই জেলে কর্তৃকারক। আর এখানে জেলে শব্দে শূন্য বা প্রথমা বিভক্তি।
৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস
ব্যাখ্যাঃ বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। কারকে বিভক্তির প্রয়োজন হয়।
৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) নিশীথিনি
খ) নিশীথীনি
গ) নিশীথিনী
ঘ) নিশিথীনী
৭. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক) আব্দুল মান্নান সৈয়দ
খ) অমীয় চক্রবর্তী
গ) আল মাহমুদ
ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যাঃ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক শামসুর রাহমান । ‘নিজ বাসভূমে’ (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
৮. ‘অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দটি —
ক) প্রাচীন
খ) নবীন
গ) অনির্বাচিত
ঘ) বোকা
ব্যাখ্যাঃ আর্বাচীন — প্রাচীন।
নবীন — প্রবীন।
নির্বাচিত — অনির্বাচিত।
৯. ‘নন্দিনী’ এর নিচের প্রতিশব্দ কোনটি?
ক) মিনাক্ষী
খ) সুন্দরী
গ) ননদিনী
ঘ) তনয়া
ব্যাখ্যাঃ নন্দিনী বা মেয়ে এর সমার্থক শব্দ: কন্যা, দুলালি, সুতা, দুহিতা, আত্মজা, তনয়া, পুত্রী, ঝি, বালা, দারিকা।
১০. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
ক) টাঙ্গাইল
খ) পাবনা
গ) ফেনী
ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যাঃ মীর মশাররফ হোসেন এর জন্ম কুষ্টিয়াতে (কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রাম)।
১১. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
ক) চাঁদ মুখ যার
খ) চাঁদের মত দেখতে মুখ
গ) চাঁদ রূপ মুখ
ঘ) চাঁদ মুখের ন্যায়
ব্যাখ্যাঃ চাঁদমুখ বা চন্দ্রমুখ এর ব্যাসবাক্য হবে মুখ চাঁদের ন্যায় কিংবা চাদের ন্যায় মুখ।
১২. চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক) স্বরবৃত্ত
খ) নিম্নবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যাঃ চর্যাপদের পদগুলো প্রাচীন পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। তবে আধুনিক ছন্দের বিচারে এগুলোকে মাত্রাবৃত্ত ছন্দ হিসেবে গণ্য করা হয়।
১৩. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক) শেখ আজিজুর রহমান
খ) শওকত আলী
গ) আহমেদ আজিজ
ঘ) ওসমান গনী
ব্যাখ্যাঃ শওকত ওসমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮) বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তাঁর নাম শেখ আজিজুর রহমান।
১৪. ‘কাক নিদ্রা’ শব্দটির অর্থ —
ক) কপটনিদ্রা
খ) অগভীর সতর্ক নিদ্রা
গ) কাকের নিদ্রার ন্যায়
ঘ) অনিষ্ট চিন্তা
ব্যাখ্যাঃ কাক ভূষন্ডী — সম্পূর্ণ ভেজা।
ভূষন্ডির কাক — দীর্ঘজীবী।
কাক নিদ্রা — অগভীর সতর্ক নিদ্রা।
কাক জ্যোৎস্না — ক্ষীণ চন্দ্রালোক।
কাকস্নান — সংক্ষিপ্ত গোসল।
১৫. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা —
ক) ক্ষণিকা
খ) তাসের দেশ
গ) বসন্ত
ঘ) কালের যাত্রা
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “বসন্ত” নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেন।
১৬. কোনটি মৌলিক শব্দ —
ক) গোলাপ
খ) মানব
গ) ধাতব
ঘ) একাঙ্ক
ব্যাখ্যাঃ যেসব শব্দকে আর বিশ্লেষণ করা যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলো: তিন, নাক, লাল, গোলাপ।
১৭. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ —
ক) বাক্ + আড়ম্বর
খ) বাগ+অম্বর
গ) বাক + অম্বর
ঘ) বাগ্+আড়ম্বর
১৮. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
ক) বস্ত্র
খ) আশ্রয়
গ) নির্লজ্জতা
ঘ) কেনাবেচা
ব্যাখ্যাঃ বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা। বেসাতি শব্দের আরো কিছু অর্থ হলো: কেনাবেচা, দোকানদারি, দোকানদার, পসারি, বেনে, ফেরিওয়ালা ইত্যাদি।
১৯. বাগযন্ত্রের অংশ কোনটি?
ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) সবকটি
ব্যাখ্যাঃ ধ্বনি উচ্চারণ করতে যেমন প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। বাগযন্ত্রের অংশগুলো: আলভিত, অধিজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, ওষ্ঠ, নাসারন্ধ, নাসিকা শহর, মুখ, নিচের চোয়াল, গলবিনীয় হার, যন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী, ফুসফুস
পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)
১. দেশি শব্দ নয় কোনটি?
ক) ঝিঙ্গা
খ) ঢিল
গ) মুড়কী
ঘ) মাছি
ব্যাখ্যাঃ দেশি শব্দ হলো: ঝিঙ্গা, ঢিল, মুড়কী, কুলা, গঞ্জ, ঢোল, ঝাঁটা, খোঁপা, ডিঙ্গি, খোকা, টং, বাড়ি, তেতুল, লাঠি, পেট, চুলা , ডাক, টোপর, কুড়ি প্রভৃতি। মাছি একটি তদ্ভব শব্দ।
২. “আমার জ্বর জ্বর লাগছে’ এটি কোন ধরনের বাক্য?
ক) মিশ্র
খ) যৌগিক
গ) দ্বিরুক্ত
ঘ) সরল
ব্যাখ্যাঃ যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
৩. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
ক) মধাম
খ) প্রথম
গ) সবগুলো
ঘ) উত্তম
ব্যাখ্যাঃ সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরের কোন বস্তুর সম্বন্ধে কিছু বলবার সময় সেই ব্যক্তি বা নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকেই প্রথম পুরুষ বলে।
৪. “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) দায়িত্ববোধ
খ) রাজা হওয়ার ইচ্ছা
গ) স্বৈরতন্ত্র
ঘ) রসবোধ
ব্যাখ্যাঃ ‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে’ পঙক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. “বন্ধন” শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি?
ক) ব+ন+ধ+ন
খ) বন্+ধন্
গ) ব+ন্ধ+ন
ঘ) বান+ধন
৬. “উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে?
ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) সুফিয়া কামাল
গ) কবি আল মাহমুদ
ঘ) সিকানদার আবু জাফর
ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল (২০শে জুন ১৯১১ – ২০শে নভেম্বর ১৯৯৯) এর কাব্যগ্রন্থ গুরো হলো: সাঁঝের মায়া (১৯৩৮), মায়া কাজল (১৯৫১), মন ও জীবন (১৯৫৭), প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮), উদাত্ত পৃথিবী (১৯৬৪), দিওয়ান (১৯৬৬), অভিযাত্রিক (১৯৬৯), মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০), মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)।
৭. কোনটি সঠিক?
ক) মহাশ্মশান (নাটক)
খ) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ) কাঁদো নদী কাঁদো (কাব্য)
ঘ) বহিপীর (নাটক)
ব্যাখ্যাঃ ‘মহাশ্মশান ‘ — মহাকাব্য।
‘সোজন বাদিয়ার ঘাট’ — কাহিনী কাব্য
‘কাঁদো নদী কাঁদো’ — উপন্যাস
‘বহিপীর’ — নাটক
৮. “হর্ষণ’ শব্দের অর্থ কি?
ক) দেখা
খ) হাসা
গ) চাষ করা
ঘ) আনন্দ
ব্যাখ্যাঃ হর্ষ শব্দের অর্থ আনন্দ, প্রসন্নতা, প্রফুল্লতা। হর্ষ এর বিপরীত শব্দ বিষাদ যার অর্থ দুঃখ, স্ফূর্তিহীনতা।
৯. “মৃন্ময়ী” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
ক) দেনা-পাওনা
খ) পোস্টমাস্টার
গ) হৈমন্তী
ঘ) সমাপ্তি
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা ‘মৃন্ময়ী’ এবং নায়ক ‘অপূর্বকৃষ্ণ’।
১০. কোন কবির মাতাও একজন কবি?
ক) শামসুর রাহমান
খ) জীবনানন্দ দাশ
গ) আহসান হাবীব
ঘ) বিষ্ণু দে
ব্যাখ্যাঃ জীবনানন্দ দাশ এর মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।
১১. “খাতক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) মহাজন
খ) চাতক
গ) খনা
ঘ) ঘাতক
১২. মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
ক) ব্যাতিহার কর্তা
খ) মুখ্য কর্তা
গ) প্রযোজক কর্তা
ঘ) প্রযোজ্য কর্তা
ব্যাখ্যাঃ যে কর্তা নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। যেমনঃ মুষলধারে বৃষ্টি পড়ছে।
১৩. “নিমরাজি” শব্দে “নিম” কোন উপসর্গ?
ক) তৎসম উপসর্গ
খ) বিদেশি উপসর্গ
গ) তদ্ভব উপসর্গ
ঘ) বাংলা উপসর্গ
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি। যেমন: না, নিম, ফি, বে, ব, দর, কার, বর, বদ, কম। তন্মধ্যে “নিম” একটি।
১৪. উপসর্গের কাজ কি?
ক) শব্দের লক্ষণ দেখানো
খ) কোনটিই নয়
গ) নতুন শব্দ গঠন করা
ঘ) শব্দের বিরতি প্রদর্শন
ব্যাখ্যাঃ ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে।
১৫. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ফোর্ট উইলিয়াম
গ) রজনীকান্ত
ঘ) চার্লস উইলকিন্স
ব্যাখ্যাঃ বাংলা মুদ্রাক্ষরেরে জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন।
১৬. দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
ক) কোলন
খ) হাইফেন
গ) কমা
ঘ) সেমিকোলন
ব্যাখ্যাঃ সেমিকোলন (;) একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট সম্বন্ধ থাকলে বাক্য্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। এক্ষেত্রে ব্যবহৃত হয় সেমিকোলন।
১৭. “মুক্তি পেতে ইচ্ছুক” এক কথায় কি বলে?
ক) মুমুক্ষু
খ) মূমূক্ষ
গ) মুমূক্ষ
ঘ) মুমুক্ষা
ব্যাখ্যাঃ মুক্তি পেতে ইচ্ছুক — মুমুক্ষু বা মুক্তিকামী।
মুক্তি পাওয়ার ইচ্ছা — মুমুক্ষা।
১৮. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় —
ক) সাবিত্রী
খ) সুরবালা
গ) গফুর
ঘ) ষোড়শী
ব্যাখ্যাঃ সুরবালা’ রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি ছোট গল্পের চরিত্র। তাই এটি শরৎ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) সাহিত্যের চরিত্র নয়।
১৯. “একেই কি বলে সভ্যতা” এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক) প্রহসন
খ) মহাকাব্য
গ) উপন্যাস
ঘ) কাব্য
ব্যাখ্যাঃ “একেই কি বলে সভ্যতা? ” এটি মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। প্রহসন বলতে মুলত একধরনের হাস্যরসাত্মক নাটক বোঝায়।
২০. “কি হেতু এসেছ তুমি, কহু বিস্তারিয়া’ হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক) প্রসঙ্গ
খ) ব্যাপার
গ) নিমিত্ত
ঘ) প্রার্থনা
ব্যাখ্যাঃ কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’ ‘হেতু’ অনুসর্গটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে। নিমিত্ত শব্দের অর্থ হলো: হেতু, কারণ, উদ্দেশ্য।
পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)
১. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল —
ক) ৭০০-১৪০০ খ্রিঃ
খ) ৬৫০-১২০০ খ্রিঃ
গ) ৪০০-৮০০ খ্রিঃ
ঘ) ৫০০-১০০০ খ্রিঃ
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত:
১. আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
২. মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
৩. আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
২. ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক) মুনীর চৌধুরী
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শহীদুল্লা কায়সার
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যাঃ ‘কাঁদো নদী কাঁদো’ (১৯৬৮) উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ । তার উল্লেখযোগ্য উপন্যাস হলো: লালসালু (১৯৪৮) , চাঁদের অমাবস্যা (১৯৬৪)।
৩. ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’ এ উদ্ধৃতিটি কার?
ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) শামসুর রাহমান
ঘ) কামিনী রায়
ব্যাখ্যাঃ সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত।
৪. ‘বিবর’ শব্দের অর্থ কি?
ক) চূড়া
খ) বরহীনা
গ) বরহীন
ঘ) গহ্বর
ব্যাখ্যাঃ বিবর (বিশেষ্য পদ) এর অর্থ গহ্বর, ছিদ্র, গর্ত।
৫. Forgery শব্দের বাংলা পরিভাষা কি?
ক) জালিয়াতি
খ) তছরুপ
গ) বাজেয়াপ্ত
ঘ) পূর্বাভাস
ব্যাখ্যাঃ Forgery (ফোর্জরী) শব্দের অর্থ : জালিয়াতি, কূটকর্ম।
৬. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে —
ক) কোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) সেমিকোলন
ব্যাখ্যাঃ জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পর কমা বসে। যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে জটিল বাক্য বলে।
৭. বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক) ফররুখ আহমদ
খ) আহসান হাবীব
গ) শামসুর রাহমান
ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যাঃ অমিয় চক্রবর্তী এর কাব্যগ্রন্থ ‘অনিঃশেষ’ এর একটি কবিতা ‘বাংলাদেশ’।
৮. ‘চাঁদ দেখা যাচ্ছে’ এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
ক) ভাববাচ্য
খ) কর্মকর্তৃবাচ্য
গ) কর্তৃবাচ্য
ঘ) কর্মবাচ্য
ব্যাখ্যাঃ যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। ‘চাঁদ দেখা যাচ্ছে’ এ বাক্যে কর্তা নেই।
৯. ‘জরা’ এর বিপরীতার্থক শব্দ —
ক) জীবন
খ) মৃত্যু
গ) যৌবন
ঘ) পতিত
১০. ব্যায়ামে শরীর ভালো থাকে। বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) করণে ৭মী
ঘ) কর্মে ৭মী
ব্যাখ্যাঃ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কিসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। ব্যায়ামে শব্দটিতে এ বিভক্তি যুক্ত। তাই এটি ৭মী বিভক্তি।
১১. ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
ক) বক্তব্য
খ) উক্ত
গ) বাক্য
ঘ) ভবিতব্য
ব্যাখ্যাঃ যা বলা হবে — বক্তব্য।
বলা হয়েছে এমন — উক্ত।
যা বলার যোগ্য নয় — অকথ্য।
যা বলা হয় নি — অনুক্ত।
১২. বাংলা সাহিত্যের কথা’ কার রচিত?
ক) ডঃ সুকুমার সেন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ডঃ হুমায়ুন আহমেদ
ঘ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যাঃ “বাংলা সাহিত্যের ইতিহাস” শিরোনামে বেশ কয়েকটি বিখ্যাত গ্রন্থ:
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: ড. দীনেশচন্দ্র সেন (প্রথম প্রকাশ: ১৮৯৬)
- বাংলা সাহিত্যের ইতিহাস (প্রবন্ধ): ড. সুকুমার সেন (প্রথম প্রকাশ: ১৯৪০)
- বাংলা সাহিত্যের কথা: ড. মুহম্মদ শহীদুল্লাহ (প্রথম প্রকাশ: ১৯৫৩)
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান (প্রথম প্রকাশ: ১৯৬২)
- বাংলা সাহিত্যের ইতিহাস: আবুল ফয়সল মাহমুদ (প্রথম প্রকাশ: ১৯৮২)
১৩. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে?
ক) ২০টি
খ) ২১টি
গ) ১৮টি
ঘ) ২২টি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০টি, যথা: অতি, অধি, অনু, অপ, অপি, অব, অভি, আ, উপ, উত্, দুর্, নি নির্/নির, পরা, পরি, প্র, প্রতি, বি, সু ও সম্।
১৪. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক) বিষ্ণু দে
খ) প্যারীচাঁদ মিত্র
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যাঃ বিষ্ণু দে (১৮ জুলাই ১৯০৯ – ৩ ডিসেম্বর ১৯৮২) একজন বিখ্যাত বাঙালি কবি লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ১৯৭১ সালে তার স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন।
১৫. ‘সোনালি কাবিন’ কাব্যের রচয়িতা কে?
ক) শক্তি চট্টোপাধ্যায়
খ) হাসান হাফিজুর রহমান
গ) আল মাহমুদ
ঘ) হুমায়ূন আজাদ
ব্যাখ্যাঃ মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
১৬. মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ —
ক) মনো+হর
খ) মন+অহর
গ) মন+হর
ঘ) মনঃ+হর
১৭. ‘মুজিববর্ষ’ কোন সমাস?
ক) দ্বন্দ্ব সমাস
খ) দ্বিগু সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যাঃ বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে কর্মধারয় সমাস বলে। মুজিববর্ষ এর ব্যাসবাক্য মুজিবের স্মরণে যে বর্ষ। মধ্যপদলোপী কর্মধারয়।
১৮. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
ক) ১২টি
খ) ৮টি
গ) ৬টি
ঘ) ১০টি
ব্যাখ্যাঃ মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি – এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি – ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
১৯. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক) তুর্কী
খ) ফার্সী
গ) হিন্দি
ঘ) উর্দু
ব্যাখ্যাঃ তুর্কি ভাষার শব্দ: বাবা, উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুর্ণিশ, খোকা, বাবুর্চি ইত্যাদি।
২০. ‘ষড়ঋতু’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়
ব্যাখ্যাঃ ষড়ঋতু দ্বারা ছয়টি ঋতুকেই বুঝানো হয় অর্থাৎ পরপদ প্রধান মানে দ্বিগু।