Course Content
বাংলা ২য় পত্র
0/70
বাংলাদেশ বিষয়াবলী
0/56
মডেল টেষ্ট (১০০ নম্বর)
মডেল টেষ্ট (২০০ নম্বর)
ওয়েরসাইট ব্যবহার
0/2
ক্যাডেট কলেজ ভর্তি MCQ Booster + Model Test

সততার পুরস্কার

 

 

 

পাঠ কুইজ

পৃষ্ঠাঃ ১

১. সততার পুরস্কার গল্পটি কে লিখেছেন?

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ।

 

২. সততার পুরস্কার গল্পে কয়জন লোকের কথা উল্লেখ রয়েছে?

উত্তরঃ তিনটি

 

৩. সততার পুরস্কার গল্পে তিনটি লোক কোন দেশে বাস করতেন?

উত্তরঃ আরব দেশে।

 

৪. আল্লাহতালা তিনজন লোককে পরীক্ষা করার জন্য কাকে পাঠালেন?

উত্তরঃ ফেরেশতাকে।

 

৫. ফেরেশতা তিন ব্যক্তির কি পরীক্ষা করেছিলেন?

উত্তরঃ সততা।

 

৬. ফেরেশতা হলো আল্লাহর কি?

উত্তরঃ দূত।

 

৭. ফেরেশতা কিসের তৈরি?

উত্তরঃ  নূরের তৈরি।

 

৮. ফেরেশতারা কার হুকুমে কাজ করে থাকেন ?

উত্তরঃ আল্লাহর।

 

৯. ফেরেশতা কতজন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন?

উত্তরঃ তিনজন।

 

১০. ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথম কোন ব্যক্তির নিকটে আসেন?

উত্তরঃ ধবল ব্যক্তির নিকট।

 

১১. প্রথম ব্যক্তি কোন ধরনের রোগে আক্রান্ত ছিলেন?

উত্তরঃ ধবলরোগে।

 

১২. ধবল রোগ বলতে কি বুঝায়?

উত্তরঃ একপ্রকার চর্মরোগ- এই রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়।

 

১৩. প্রথম ব্যক্তি ফেরেশতার কাছে কি চাইলেন?

উত্তরঃ গায়ের রং যেন ঠিক হয়।

 

১৪. প্রথম ব্যক্তি ফেরেশতার কাছে পুনরায় কি চাইলো?

উত্তরঃ উট।

 

১৫. ফেরেশতার প্রথম ব্যক্তিকে দ্বিতীয় বার কি দিল?

উত্তরঃ একটি গাভিন উট।

 

১৬. দ্বিতীয় ব্যক্তির কি সমস্যা ছিল?

উত্তরঃ মাথায় টাক ছিল।

 

১৭. টাকওয়ালা ব্যক্তিকে ফেরেশতা কি পুরস্কার দিল?

উত্তরঃ একটি গাভিন গাই।

 

১৮. স্বর্গীয় দূত কে?

উত্তরঃ ফেরেশতা।

 

১৯. তৃতীয় ব্যক্তির কি সমস্যা ছিল?

উত্তরঃ অন্ধ ছিল।

 

২০. অন্ধ ব্যক্তিকে ফেরেশতা কি পুরস্কার দিলেন?

উত্তরঃ একটি গাভিন ছাগল।

 

পৃষ্ঠাঃ ২

২১. ছদ্দবেশী ফেরেশতা নিজেকে কি বলে পরিচয় দিলেন?

উত্তরঃ বিদেশি  হিসেবে।

 

২২. ফেরেশতা পুনরায় প্রথম কার কাছে এসেছিল?

উত্তরঃ ধবল রোগীর কাছে।

 

২৩. ফেরেশতা পুনরায় মানুষের রূপ ধরিয়া ধবলরোগীর কাছে কি চাইলেন?

উত্তরঃ একটি উট।

 

২৪. কোন ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল?

উত্তরঃ অন্ধ ব্যক্তি।

 

২৫. আল্লাহতালা কার উপর খুশি হয়েছিলেন?

উত্তরঃ অন্ধ ব্যক্তির উপর।

 

২৬. সততার পুরস্কার গল্পে তোমার জিনিস তোমারি থাক এ কথাটি কে বলেছেন?

উত্তরঃ ফেরেশতা।

 

শব্দার্থ ও টীকা

২৭. ধবল শব্দের অর্থ কি?

উত্তরঃ সাদা।

 

২৮. গাভিন শব্দের অর্থ কি?

উত্তরঃ গর্ভধারণ করেছে এমন।

 

২৯. আমির শব্দের অর্থ কি?

উত্তরঃ ধনী বা  ধনবান।

 

৩০. কসম শব্দের অর্থ কি?

উত্তরঃ শপথ।

 

৩১. স্বর্গীয় দূত কি?

উত্তরঃ আল্লাহর বার্তাবাহক।

 

৩২. নূর শব্দের অর্থ কি? 

উত্তরঃ জ্যোতি।

 

৩৩. পুঁজি শব্দের অর্থ কি?

উত্তরঃ সম্বল।

 

৩৪. সততা পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য কি?

উত্তরঃ সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন।

 

লেখক পরিচিতি

৩৫. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ১৮৮৫ খ্রিষ্টাব্দে।

 

৩৬. মুহম্মদ শহীদুল্লাহর গ্রামের নাম কি?

উত্তরঃ পেয়ারা।

৩৭. মুহম্মদ শহীদুল্লাহ বিএ অনার্স করেন কোথা থেকে?

উত্তরঃ কলকাতা সিটি কলেজ।

 

৩৮. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের উপর বিএ অনার্স করেন?

উত্তরঃ সংস্কৃতিতে।

 

৩৯. মুহম্মদ শহীদুল্লাহ এমএ পাস করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।

 

৪০. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের উপর এমএ পাস করেন?

উত্তরঃ ভাষাতত্ত্বে।

 

৪১. মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

উত্তরঃ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে।

 

৪২. তিনি চাকরি জীবনে কোন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

৪৩. গল্প মঞ্জুরী কার লেখা?

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

 

৪৪. আঙ্গুর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

 

৪৫. ‘বাংলা ভাষার আঞ্চলিক অভিধান’ গ্রন্থের সম্পাদক কে?

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ।

 

৪৬. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ১৯৬৯ খ্রিস্টাব্দে।

 

৪৭. মুহম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়েছে?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে।

 

জ্ঞানমূলক প্রশ্ন

 

 

বহুনির্বাচনি প্রশ্ন

 

অনুশীলনীর বহুনির্বাচনি

১. ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন?

      ক) সাহায্য নেওয়ার জন্য

      খ) পরীক্ষা নেওয়ার জন্য

      গ) শিক্ষা দেওয়ার জন্য

      ঘ) মূল্যায়নের জন্য

 

২. অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন?

      ক) আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়

      খ) তার ছাগল বেশি হয়েছিল

      গ) তার আর ধনসম্পদের দরকার ছিল না

      ঘ) সে অকৃপণ ছিল

 

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এইতো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন।

 

৩. উদ্দীপকের কাশিমের সাথে ‘সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে?

      ক) ধবলরোপী

      খ) টাকওয়ালা

      গ) অন্ধলোক

      ঘ) বিদেশি

 

৪. উদ্দীপকের কাশিমের সাথে ‘সততার পুরস্কার’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো —

      i. নৈতিক মূল্যবোধ

      ii. পরোপকার

      iii. কৃতজ্ঞতাবোধ

নিচের কোনটি সঠিক?

      ক) i ও ii

      খ) i ও iii

      গ) ii ও iii

      ঘ) i, ii ও iii

 

অতিরিক্ত বহুনির্বাচনি

১. সততার পুরস্কার গল্পটি কে লিখেছেন?

      ক) হাসান হাফিজুর রহমান

      খ) রবীন্দ্রনাথ ঠাকুর

      গ) মুহম্মদ শহীদুল্লাহ

      ঘ) কাজী নজরুল ইসলাম

 

২. সততার পুরস্কার কোন ধরনের রচনা?

      ক) কল্পকাহিনী

      খ) গল্প

      গ) রূপকথা

      ঘ) প্রবন্ধ

 

৩. সততার পুরস্কার গল্পে কয়জন লোকের কথা উল্লেখ রয়েছে?

      ক) দুই জন

      খ) তিন জন

      গ) চার জন

      ঘ) পাঁচ জন

 

৪. সততার পুরস্কার গল্পে তিনটি লোক কোন দেশে বাস করতেন?

      ক) আফগানিস্তানে

      খ) আরব দেশে

      গ) ইউরোপে

      ঘ) ইংল্যান্ডে

 

৫. আল্লাহতালা তিনজন লোককে পরীক্ষা করার জন্য কাকে পাঠালেন?

      ক) জ্বীনের

      খ) নবীকে

      গ) রাসূলকে

      ঘ) ফেরেশতাকে

 

৬. ফেরেশতা তিন ব্যক্তির কি পরীক্ষা করেছিলেন?

      ক) রোগ

      খ) সততা

      গ) অহংকার

      ঘ) মিথ্যা

 

৭. ফেরেশতা হলো আল্লাহর কি?

      ক) প্রিয় ব্যক্তি

      খ) বান্দা

      গ) দূত

      ঘ) নবী

 

৮. ফেরেশতা কিসের তৈরি?

      ক) মাটির

      খ) ধাতুর

      গ) নূরের

      ঘ) আগুনের

 

৯. ফেরেশতারা কার হুকুমে কাজ করে থাকেন ?

      ক) আল্লাহর

      খ) নবী

      গ) রাসুলের

      ঘ) জ্বীনের

 

১০. ফেরেশতা কতজন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন?

      ক) দুই জন

      খ) তিন জন

      গ) চার জন

      ঘ) পাঁচ জন

 

১১. ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথম কোন ব্যক্তির নিকটে আসেন?

      ক) আল্লাহর

      খ) অন্ধ ব্যক্তির

      গ) টাকমাথাওয়ালা রোগীর

      ঘ) ধবল ব্যক্তির

 

১২. প্রথম ব্যক্তি কোন ধরনের রোগে আক্রান্ত ছিলেন?

      ক) ধবলরোগ

      খ) অন্ধত্ব

      গ) টাকমাথা

      ঘ) পঙ্গুত্ব

 

১৩. প্রথম ব্যক্তি ফেরেশতার কাছে পুনরায় কি চাইলো?

      ক) গাভি

      খ) ছাগল

      গ) উট

      ঘ) মহিষ

 

১৪. ফেরেশতার প্রথম ব্যক্তিকে দ্বিতীয় বার কি দিল?

      ক) একটি গাভিন গাভি

      খ) একটি গাভিন উট

      গ) একটি গাভিন ছাগল

      ঘ) একটি গাভিন মহিষ

 

১৫. দ্বিতীয় ব্যক্তির কি সমস্যা ছিল?

      ক) ধবলরোগ

      খ) অন্ধত্ব

      গ) পঙ্গুত্ব

      ঘ) টাকমাথা

 

১৬. টাকওয়ালা ব্যক্তিকে ফেরেশতা কি পুরস্কার দিল?

      ক) ছাগল

      খ) মহিষ

      গ) গাভি

      ঘ) উট

 

১৭. স্বর্গীয় দূত কে?

      ক) রাসুল

      খ) নবী

      গ) ফেরেশতা

      ঘ) জ্বীন

 

১৮. তৃতীয় ব্যক্তির কি সমস্যা ছিল?

      ক) ধবলরোগ ছিল

      খ) পঙ্গু ছিল

      গ) টাকমাথা ছিল

      ঘ) অন্ধ ছিল

 

১৯. অন্ধ ব্যক্তিকে ফেরেশতা কি পুরস্কার দিলেন?

      ক) গাভিন গাভি

      খ) গাভিন ছাগল

      গ) গাভিন মহিষ

      ঘ) গাভিন উট

 

২০. ছদ্দবেশী ফেরেশতা নিজেকে কি বলে পরিচয় দিলেন?

      ক) স্বদেশী হিসেবে

      খ) মুসাফির হিসেবে

      গ) ফকির হিসেবে

      ঘ) বিদেশি  হিসেবে

 

২১. ফেরেশতা পুনরায় প্রথম কার কাছে এসেছিল?

      ক) আল্লাহর

      খ) অন্ধ ব্যক্তির

      গ) ধবল ব্যক্তির

      ঘ) টাকমাথাওয়ালা রোগীর

 

২২. ফেরেশতা পুনরায় মানুষের রূপ ধরিয়া ধবলরোগীর কাছে কি চাইলেন?

      ক) একটি মহিষ

      খ) একটি ছাগল

      গ) একটি উট

      ঘ) একটি গাভি

 

২৩. কোন ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল?

      ক) আল্লাহ

      খ) অন্ধ ব্যক্তি

      গ) ধবল ব্যক্তি

      ঘ) টাকমাথাওয়ালা রোগী

 

২৪. আল্লাহতালা কার উপর খুশি হয়েছিলেন?

      ক) অন্ধ ব্যক্তি

      খ) ধবল ব্যক্তি

      গ) ফেরেশতা

      ঘ) টাকমাথাওয়ালা রোগী

 

২৫. সততার পুরস্কার গল্পে তোমার জিনিস তোমারি থাক এ কথাটি কে বলেছেন?

      ক) আল্লাহ

      খ) ধবল ব্যক্তি

      গ) ফেরেশতা

      ঘ) টাকমাথাওয়ালা রোগী

 

২৬. ধবল শব্দের অর্থ কি?

      ক) কালো

      খ) সাদা

      গ) ধনবান

      ঘ) সম্বল

 

২৭. আমির শব্দের অর্থ কি?

      ক) সম্বল

      খ) পুঁজি

      গ) ধনবান

      ঘ) পাথেয়

 

২৮. কসম শব্দের অর্থ কি?

      ক) পাথেয়

      খ) শপথ

      গ) পুঁজি

      ঘ) ধনবান

 

২৯. স্বর্গীয় দূত কি?

      ক) আল্লাহর বার্তাবাহক

      খ) রাসুলের বার্তাবাহক

      গ) নবীর বার্তাবাহক

      ঘ) জ্বীনের বার্তাবাহক 

 

৩০. পুঁজি শব্দের অর্থ কি?

      ক) শপথ

      খ) সাদা

      গ) সম্বল

      ঘ) ধনবান

 

৩১. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

      ক) ১৮৮৫ 

      খ) ১৮৮৭

      গ) ১৮৯৫ 

      ঘ) ১৮৯৭ 

 

৩২. মুহম্মদ শহীদুল্লাহর গ্রামের নাম কি?

      ক) কুসুমপুর

      খ) রসুলপুর

      গ) পেয়ারা

      ঘ) গজারিয়া

 

৩৩. মুহম্মদ শহীদুল্লাহ বিএ অনার্স করেন কোথা থেকে?

      ক) সিটি কলেজ

      খ) কলকাতা সিটি কলেজ

      গ) ঢাকা কলেজ

      ঘ) বাংলা কলেজ

 

৩৪. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের উপর বিএ অনার্স করেন?

      ক) বাংলায়

      খ) ইংরেজিতে

      গ) সাহিত্যে

      ঘ) সংস্কৃতিতে 

 

৩৫. মুহম্মদ শহীদুল্লাহ এমএ পাস করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

      ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

      খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

      গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

      ঘ) সোরবন বিশ্ববিদ্যালয়

 

৩৬. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের উপর এমএ পাস করেন?

      ক) ভাষাতত্ত্বে

      খ) ইংরেজিতে

      গ) সাহিত্যে

      ঘ) সংস্কৃতিতে 

 

৩৭. মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

      ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

      খ) সোরবন বিশ্ববিদ্যালয়

      গ) ঢাকা বিশ্ববিদ্যালয়

      ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

৩৮. তিনি চাকরি জীবনে কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

      ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

      খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

      গ) সোরবন বিশ্ববিদ্যালয়

      ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

 

৩৯. গল্প মঞ্জুরী কার লেখা?

      ক) মাইকেল মধুসূদন দত্ত

      খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

      গ) জীবনানন্দ দাশ

      ঘ) জসীমউদ্দীন

 

৪০. আঙ্গুর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

      ক) কাজী নজরুল ইসলাম

      খ) আনিসুজ্জামান

      গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

      ঘ) রফিকুল ইসলাম

 

৪১. ‘বাংলা ভাষার আঞ্চলিক অভিধান’ গ্রন্থের সম্পাদক কে?

      ক) রফিকুল ইসলাম

      খ) আনিসুজ্জামান

      গ) হাসান হাফিজুর রহমান

      ঘ) ড. মুহম্মদ  শহীদুল্লাহ

 

৪২. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

      ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে

      খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে

      গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে

      ঘ) ১৯৭৯ খ্রিস্টাব্দে

 

৪৩. মুহম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়েছে?

      ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

      খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

      গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

      ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

 

পাঠ কুইজ

জ্ঞানমূলক প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন

0% Complete

You cannot copy content of this page.