১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)

১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ব্যাখ্যাঃ

চলিত ভাষার বৈশিষ্ট্যঃ
১. চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। যেমন: করেছি, গিয়েছি।
২. চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত। যেমন তারা তাদের।
৩. চলিত ভাষায় ব্যবহৃত হয় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। যেমন: হতে, দিয়ে।
৪. চলিত ভাষায় অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি প্রভৃতি শব্দের ব্যবহার বেশি। যেমন: ঘি, হাত, ধোয়া, মাথা।
৫. চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল।
৬. চলিত ভাষা পরিবর্তনশীল।
৭. চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত।


২. 'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?
ব্যাখ্যাঃ

Book Post — খোলা ডাক
Post Office — ডাকঘর
By law —উপবিধি
Copyright — লেখস্বত্ব


৩. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
ব্যাখ্যাঃ

বাংলা ভাষায় আগত পর্তুগিজ শব্দগুলো হলোঃ-পেয়ারা, আয়া, আচার, আনারস, আতা, আলমারি, কপি, কামিজ, কামরা, কেদারা, কেরানি, গরাদ, গামলা, গুদাম, চাবি, জানালা, তামাক, তোয়ালে, নিলাম, পারদ, পাউরুটি, পিরিচ।ে


৪. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
ব্যাখ্যাঃ

যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল= তাল-তমাল।ে


৫. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ব্যাখ্যাঃ

শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উদাহরণ: হাত+ ল = হাতল; পঠ+অক-পাঠক, দিন+ইক = দৈনিক।


৬. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ব্যাখ্যাঃ

বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১২ টি। যেমন: কমা, সেমিকোলন, দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন - ড্যাশ, হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, ব্র্যাকেট।


৭. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?
ব্যাখ্যাঃ

নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।


৮. 'যার কোনো মূল্য নেই' সমার্থক বাগধারা কোনটি?
ব্যাখ্যাঃ

যার কোন মূল্য নাই — ঢাকের বায়া
তুলসী বনের বাঘ- ভণ্ড কাঠের পুতুল বাগধারার অর্থ হলো — নির্জীব, আসার 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক।


৯. কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যাঃ

শুদ্ধ বানানঃ শ্রদ্ধঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে ই কার হবে।
শুদ্ধ বানানঃ দরিদ্রতা / দারিদ্র্য।
শুদ্ধ বানানঃ বৈশিষ্ট্য।


১০. অনুবাদ কত প্রকার?
ব্যাখ্যাঃ

অনুবাদ ২ প্রকার। যেমনঃ ১) আক্ষরিক অনুবাদ, ২) ভাবানুবাদ।


১১. 'চলচিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ব্যাখ্যাঃ

ত্ ও দ্‌-এর পর চ্ ও ছ, থাকলে ত্ ও দৃ স্থানে চ্ হয়। যেমন- চলৎ + চিত্র= 'চলচ্চিত্র' ত্ + চ = চ্চ সৎ + চিন্তা = সচ্চিন্তা।


১২. সন্ধির প্রধান সুবিধা কী?
ব্যাখ্যাঃ

সন্ধি এর অর্থ মিলন। ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা সন্ধির উদ্দেশ্য।


১৩. 'পুকুরে মাছ আছে'-এখানে পুকুর কোন কারক?
ব্যাখ্যাঃ

অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।


১৪. 'ডাক্তার ডাক'-কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যাঃ

কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। "কী", "কাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া। প্রশ্নে কাকে ডাক প্রশ্ন করলে "ডাক্তার" উত্তর পাওয়া যায়। এবং ডাক্তার এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। তাই এটি কর্মে শূন্য বিভক্তি।


১৫. নিচের কোনটি নিত্য সমাস?
ব্যাখ্যাঃ

যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ- দেশান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র।


১৬. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
ব্যাখ্যাঃ

পৃথিবী শব্দের সমার্থক শব্দ: অবনী, ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল, অখিল।


১৭. 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো —
ব্যাখ্যাঃ

'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো: জ্যোৎস্না, চন্দ্রিকা, চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রালোক।


১৮. 'যা বলা হয়নি' এক কথায় তাকে কী বলে?
ব্যাখ্যাঃ

যা বলা হয় নি — অনুক্ত।
যা বলার যোগ্য নয় — অকথ্য।
মূক শব্দের অর্থ — বোবা, বাকশক্তিহীন।
যা বলা হবে — বক্তব্য।
বলা হয়েছে এমন — উক্ত।


১৯. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
ব্যাখ্যাঃ

চন্দ্র বিশেষ্য শব্দটির বিশেষণ রূপ চান্দ্র। চন্দ্র তৎসম শব্দটির তদ্ভব হলো চাঁদ।


২০. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
ব্যাখ্যাঃ

অনুসর্গ অব্যয়: যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমনঃ ওকে দিয়ে এ কাজ হবে না।


২১. "A bolt from the blue' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ব্যাখ্যাঃ


২২. 'আমি' শব্দটি কোন লিঙ্গ?
ব্যাখ্যাঃ

উভয় লিঙ্গ-যেসব শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝানো হয়, তাদের উভয় লিঙ্গ বলে। যেমন- আমি, ডাক্তার, শিশু, বন্ধু, সাথীইত্যাদি।


২৩. শীকর শব্দের অর্থ —
ব্যাখ্যাঃ

শীকর' শব্দের অর্থ বাতাসে বাহিত জলকণা বা পানির বিন্দু।


২৪. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?
ব্যাখ্যাঃ

কতকগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়। যেমন: কবি, সৈন্য। বাকী শব্দ গুলোর লিঙ্গান্তর। নেতা — নেত্রী, বাদশাহ — বেগম, দাতা — দাত্রী।


২৫. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ব্যাখ্যাঃ

যখন শব্দের মধ্যে দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটে তখন তাকে বিষমীভবন বলা হয়। বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট'নলাট ইত্যাদি।



১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়-২)

১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ব্যাখ্যাঃ

চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয়।


২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
ব্যাখ্যাঃ

বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু যতিচিহ্ন ব্যবহার করা হয়।


৩. কোন বানানটি শুদ্ধ?
ব্যাখ্যাঃ

'দ্বন্দ্ব' শব্দটি একটি বিশেষ্য পদ, যার অর্থ ঝগড়া, বিবাদ, যুদ্ধ ইত্যাদি। শব্দটির বিশ্লেষণকৃত রুপ হলো - দ্বি + দ্বি।


৪. 'Memorandum'-এর পরিভাষা কী?
ব্যাখ্যাঃ

'Memorandum' (মেমার‍্যানডাম্‌ ) শব্দের পারিভাষাঃ স্মারকলিপি; চিঠি; চিরকুট; চীরকুট; নোট; ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘটনাদির তালিকা; ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক ) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।


৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
ব্যাখ্যাঃ

সাধু ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ মিশ্রণকে 'গুরুচণ্ডালী দোষ' বলে।


৬. 'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
ব্যাখ্যাঃ


৭. হাইফেন কোথায় বসে
ব্যাখ্যাঃ

হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমনঃ উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে।


৮. 'Look before you leap'-এর সঠিক অনুবাদ কোনটি?
ব্যাখ্যাঃ

'Look before you leap'- এর সরল অনুবাদঃ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি ও না। অথাৎ, কোন কাজ করার পূর্বে তার সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।


৯. 'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ব্যাখ্যাঃ

' মগের মুল্লুক ' বাগধারার অর্থ অরাজক দেশ; 'পুকুর চুরি' বাগাধারার অর্থ বড় রকমের চুরি; ' বালির বাধ' বাগধারার অর্থ অস্থায়ী বস্তু। ৷ ' ভরাডুবি' অর্থ সর্বনাশ।


১০. নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
ব্যাখ্যাঃ


১১. 'অনাথ'-এর স্ত্রীলিঙ্গ কী?
ব্যাখ্যাঃ

'অনাথ' শব্দের স্ত্রীলিঙ্গ অনাথিনী।


'যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?
ব্যাখ্যাঃ

‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় শুচিস্মিতা।


১৩. 'দেখা যায়নি যা' —
ব্যাখ্যাঃ

দেখা যায়নি যা — অদৃষ্ট।
দেখা যায়না যা —- অদৃশ্য।
যা পূর্বে দেখা যায়নি — অদৃষ্টপূর্ব।


১৪. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?' বাক্যে 'রাঘবে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যাঃ

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?'।


১৫. 'তিলে তেল আছে'—বাক্যে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যাঃ

তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।


১৬. 'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ব্যাখ্যাঃ

কুন্তল /বিশেষ্য পদ/ কেশগুচ্ছ, কেশপাশ, চুল।


১৭. 'আত্মজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ব্যাখ্যাঃ

আত্মজা’র সমার্থক শব্দ দুহিতা।
আত্মজা (বিশেষ্য পদ) শব্দ টির সমার্থক শব্দ: স্ত্রীলিঙ্গ. কন্যা।


১৮. 'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
ব্যাখ্যাঃ

ভূত এর বিপরীত শব্দ হলো - ভবিষ্যৎ। বাস্তব এর বিপরীত শব্দ হলো - অবাস্তব।


১৯. 'সন্ধি' শব্দের অর্থ কী?
ব্যাখ্যাঃ

সন্ধি শব্দের অর্থ মিলন। আর দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুই দ্বনি পরিবর্তন হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে।


২০. 'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ব্যাখ্যাঃ

সতীশ' এর সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ (ঈ + ঈ = ঈ) ।


২১. 'মাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ব্যাখ্যাঃ

মাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো মা + তৃচ।ে


২২. 'কর পল্লবের ন্যায়' ব্যাসবাক্যটি কোন সমাস?
ব্যাখ্যাঃ

কর পল্লবের ন্যায় = কর পল্লব।
এখানে কর বিশেষ্য এবং পল্লবও (পাতা) বিশেষ্য।
আমরা জানি বিশেষ্য + বিশেষ্য = উপমিত।


২৩. 'জন্মান্ধ' কোন সমাস?
ব্যাখ্যাঃ

জন্মান্ধ শব্দটি পঞ্চমী তৎপুরুষ সমাস।


২৪. 'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ব্যাখ্যাঃ

বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √ বৃধ + মান।


২৫. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ব্যাখ্যাঃ

অনাবিল — স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত।
আবিল — কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা।



১৮ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা

১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ব্যাখ্যাঃ

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।


২. মধ্যযুগের শেষ কবি কে?
ব্যাখ্যাঃ

ভারতচন্দ্র ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন এবং তাঁর মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। মধ্যযুগের শেষকবি ভারতচন্দ্র রায়গুণাকর। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন " অন্নদামঙ্গল" কাব্য। তাকে মধ্যযুগের শেষ ও শ্রেষ্ঠ কবি বলা হয়। মধ্যযুগের মুসলমান কবিদের শ্রেষ্ঠ কবি আলাওল।


৩. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
ব্যাখ্যাঃ

ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়। মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সাহিত্যাদর্শ যখন লুপ্ত হয়ে আসছিল, তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনে খন্ডকবিতা রচনার আদর্শ প্রবর্তন করেন।


৪. চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
ব্যাখ্যাঃ

বাংলা সনেট (চতুর্দশপদী) এর সার্থক স্রষ্টা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রীষ্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। ১৮৬৬ খ্রীষ্টাব্দে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়।


৫. কোনটি সঠিক বানান?
ব্যাখ্যাঃ

নিশীথিনী — [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।


৬. 'রিক্সা' কোন ভাষার শব্দ?
ব্যাখ্যাঃ

জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি।


৭. 'ভানুসিংহ' কার ছদ্ম নাম?
ব্যাখ্যাঃ

ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ" ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়।


৮. কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয়?
ব্যাখ্যাঃ

আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন তাহলে উত্তর হবে ২৩ মে ১৯৭৩ সাল। ে


৯. 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
ব্যাখ্যাঃ

তেপান্তর = তিন প্রান্তরের সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ।


১০. 'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ব্যাখ্যাঃ

অন্যদিকে মন নেই যার = অনন্যমনা।


১১. 'বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ব্যাখ্যাঃ


১২. 'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ব্যাখ্যাঃ

ক্রিয়ামূল বা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদান্ত শব্দ। উদাহরণ: দুল্‌+অনা = দোলনা, কৃ+তব্য = কর্তব্য। এখানে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎ প্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।


১৩. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
ব্যাখ্যাঃ

উপসর্গ বা আদ্যপ্রত্যয় হলো ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো "অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা আছে"। উপসর্গ শব্দ বা শব্দমূলের শুরুতে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে, শব্দাংশের শুরুতে বসে না।


১৪. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
ব্যাখ্যাঃ

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে।


১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ব্যাখ্যাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে।


১৬. 'সঞ্চয়িতা' কার রচনা?
ব্যাখ্যাঃ


১৭. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ব্যাখ্যাঃ

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি ১৯২২ সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় । 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নি বীণা' (১৯২২) কাব্যের দ্বিতীয় কবিতা ।


১৮. 'পাবক' এর সমার্থক শব্দ কোনটি?
ব্যাখ্যাঃ

'পাবক' শব্দের প্রতিশব্দ 'অগ্নি'। কিরণ, দিবস, বাতাস শব্দের প্রতিশব্দ যথাক্রমে; আলো, দিন ও বায়ু। এখানে


১৯. 'অলীক' এর বিপরীত শব্দ কোনটি?
ব্যাখ্যাঃ


২০. 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত —
ব্যাখ্যাঃ

সুলতানার স্বপ্ন অবিভক্ত ভারতবর্ষের তথা বর্তমান বাংলাদেশের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা।


২১. 'বন্দি শিবির থেকে' গ্রন্থটি কার লেখা?
ব্যাখ্যাঃ

বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন।


২২. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
ব্যাখ্যাঃ


২৩. 'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
ব্যাখ্যাঃ


২৪. অর্থানুসারে শব্দ কত প্রকার?
ব্যাখ্যাঃ

শব্দের শ্রেণিবিভাগ:
১. গঠনমূলক শ্রেণিবিভাগ ২ প্রকার: (ক) মৌলিক ও (খ) সাধিত
২. অর্থমূলক শ্রেণিবিভাগ ৩ প্রকার: (ক) যৌগিক, (খ) রূঢ়ি এবং (গ) যোগরূঢ়
৩. উৎসমূলক শ্রেণিবিভাগ ৫ প্রকার: (ক) তৎসম, (খ) অর্ধ-তৎসম (গ) তদ্ভব (ঘ) দেশি ও (ঙ) বিদেশি ।


২৫. 'বাবা বাড়ি নেই' - বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যাঃ

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।


Your Score:

You cannot copy content of this page.