প্রত্যুপ্রকার
পাঠ কুইজ
পৃষ্ঠাঃ ১ (লেখক পরিচিতি)
১. প্রত্যুপকার গল্পটি কে লিখেছেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮২০ সালে।
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৫. ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন কলেজ?
উত্তরঃ কলকাতা সংস্কৃতি কলেজ।
৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষার পন্ডিত ছিলেন?
উত্তরঃ সংস্কৃতি ও ইংরেজি ভাষার।
৭. দানশীলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ দয়ার সাগর।
৮. কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৯. কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয়?
উত্তরঃ সুশৃংখল পদবিন্যাস, যথাযথভাবে যতি চিহ্নের প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য।
১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে শিশু পাঠ বই ‘বর্ণপরিচয়’ প্রকাশ করেন?
উত্তরঃ ১৮৫৫ সালের।
১১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বই ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ বর্ণপরিচয়।
১২. শকুন্তলা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১৩. ভ্রান্তিবিলাস গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৮৯১ সালে।
পৃষ্ঠাঃ ১ (মূল পাঠ)
১৫. আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন?
উত্তরঃ মামুন নামক খলিফার।
১৬. আলী ইবনে আব্বাস কখন খলিফার কাছে বসে ছিলেন?
উত্তরঃ অপরাহ্নে।
১৭. বন্দী ব্যক্তির প্রতি খলিফা মামুনের মনোভাব কি ছিল?
উত্তরঃ ক্রুদ্ধ
১৮. আলী ইবনে আব্বাস বন্দীকে কেন সাবধানে রুদ্ধ করে রাখেন?
উত্তরঃ খলিফার কোপে পতিত হওয়া থেকে বাঁচার জন্য।
১৯. ‘প্রত্যুপকার’ গল্পের বন্দী লোকটি কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তরঃ ডেমাস্কাস।
২০. বন্দী লোকটি ডেমাস্কাসের কোন অংশে বসবাস করতেন?
উত্তরঃ নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে।
২১. ডেমাস্কাস এর অধিবাসী এক ব্যক্তি কাকে একসময় প্রাণদান দিয়েছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাসকে।
২২. কে বহু সংখ্যক সেনা নিয়ে আলী ইবনে আব্বাসকে আক্রমণ করেছিলেন?
উত্তরঃ পদচ্যুত শাসক।
২৩. আলী ইবনে আব্বাস কেন প্রাণ ভয় পালিয়ে ছিলেন?
উত্তরঃ পদচ্যুত শাসকের সেনাদের আক্রমণের জন্য।
২৪. আলী ইবনে আব্বাস প্রাণভয়ে কোথায় গিয়েছিলেন?
উত্তরঃ এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে।
২৫. “আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন।” এখানে কার প্রাণের কথা বলা হয়েছে?
উত্তরঃ আলি ইবনে আব্বাসের।
২৬. গৃহস্বামী কাকে অভয় প্রদান করিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাসকে।
২৭. “গৃহস্বামী আমায় অবয় প্রদান করেছিলেন” — এখানে গৃহ স্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
উত্তরঃ মহানুভবতা।
২৮. আশ্রয়দাতার বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন অবস্থান করেছিলেন?
উত্তরঃ এক মাস।
পৃষ্ঠাঃ ২ (মূল পাঠ)
২৯. আশ্রয়দাতা আমায় বলিলেন, – এখানে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তরঃ আলী ইবনে আব্বাসকে।
৩০. আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে বললেন, সেই সময় অনেক লোক কোথায় যাইতেছিল?
উত্তরঃ বাগদাদ।
৩১. আলী ইবনে আব্বাস কোন ব্যাপারে সম্মত হলেন?
উত্তরঃ দেশে ফিরতে।
৩২. কোন অর্থ ছিল না কার কাছে?
উত্তরঃ আলী ইবনে আব্বাস এর কাছে।
৩৩. লজ্জার কারণে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানাতে পারলেন না?
উত্তরঃ অর্থের স্বল্পতা।
৩৪. কে আলী ইবনে আব্বাসের আকার প্রকার দর্শনে বুঝিতে পারলেন কার কাছে কোন অর্থ নেই?
উত্তরঃ আশ্রয়দাতা।
৩৫. কার জন্য উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত করা হয়েছিল?
উত্তরঃ আলী ইবনে আব্বাসের জন্য।
৩৬. অশ্বের পিঠে কি ছিল?
উত্তরঃ খাদ্যসামগ্রী।
৩৭. প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে কে?
উত্তরঃ একটি ভৃত্য।
৩৮. আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কীসের থলি উপহার দিয়েছিলেন?
উত্তরঃ স্বর্ণ মুদ্রার থলি।
৩৯. আলী ইবনে আব্বাসকে কাদের নিকট নেওয়া হয়েছিল?
উত্তরঃ যাত্রীদের নিকট।
৪০. আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন?
উত্তরঃ আশ্রয়দাতা আত্মীয়দের সঙ্গে।
৪১. আলী ইবনে আব্বাসের কাছে কোন জায়গাটি সর্বাপেক্ষা প্রিয়?
উত্তরঃ ডেমাস্কাস।
৪২. ‘আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে’ – কথাটি কে বলেছিলেন?
উত্তরঃ বন্দি ব্যক্তি।
৪৩. আলি ইবনে আব্বাস কার কথা শুনে চমকে উঠেছিলেন?
উত্তরঃ বন্দি ব্যক্তির।
৪৪. আলী ইবনে আব্বাস কাকে চিনতে পারলেন?
উত্তরঃ আশ্রয় দাতাকে।
৪৫. আলী ইবনে আব্বাস কাকে আলিঙ্গন করিলেন?
উত্তরঃ বন্দি ব্যক্তিকে।
৪৬. কাদের জন্য আশ্রয়দাতাকে খলিফার বিচারের সম্মুখীন হতে হয়?
উত্তরঃ কতিপয় নিচু প্রকৃতির লোকের জন্য
৪৭. ’বোধ করি আমার মৃত্যুদণ্ড হইবে’ – এ আশঙ্কাটি কার?
উত্তরঃ বন্দি ব্যক্তির।
৪৮. বন্দী ব্যক্তি আল ইবনে আব্বাসের কাছে কি অনুরোধ করলেন?
উত্তরঃ পরিবারকে সংবাদ দিতে।
৪৯. ‘আপনি এই মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না’ – এ কথাটি কে বলেছেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস।
৫০. আলী ইবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলেন?
উত্তরঃ সহস্র।
৫১. আলী ইবনে আব্বাস বন্দিকে অবিলম্বে কি করতে বললেন?
উত্তরঃ প্রস্থান করতে বললেন।
৫২. বন্দীকে ছেড়ে দেওয়ার জন্য আলী ইবনে আব্বাসের উপর খলিফার মনোভাব কেমন হতে পারে?
উত্তরঃ মর্মান্তিক ক্রোধ।
৫৩. ‘আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না’ – উক্তিটি কার।
উত্তরঃ আলী ইবনে আব্বাসের।
পৃষ্ঠাঃ ৩ (মূল পাঠ)
৫৪. আলী ইবনে আব্বাস বন্দিকে মুক্তি দিতে চাইলে তিনি কি করেছিলেন?
উত্তরঃ তিনি মুক্ত হতে চাননি।
৫৫. কিছুকাল পূর্বে, যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণরক্ষার্থে এক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইব। তাহা কখনো হবে না।’ — উক্তিটি কার।
উত্তরঃ বন্দী ব্যক্তির।
৫৬. পরদিন প্রাতঃকালে কে খলিফার নিকট উপস্থিত হইল?
উত্তরঃ আলী ইবনে আব্বাস।
৫৬. খলিফা কাকে প্রস্তুত হতে বললেন?
উত্তরঃ ঘাতককে।
৫৭. ঐ ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে’ –- কে বলেছেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস।
৫৮. আলী ইবনে আব্বাস কোথায় পতিত হইয়া বিনীত ও কাতর বচনের বলিলেন?
উত্তরঃ খলিফার চরণে।
৫৯. কে খলিফার চরণে পতিত হয়েছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস।
৬০. আলী ইবনে আব্বাস কাকে ডেমাস্কাসের ঘটনাটি বললেন?
উত্তরঃ খলিফাকে।
৬১. ‘যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ’ – এখানে কার কথা বলা হয়েছে?
উত্তরঃ বন্দী ব্যক্তির।
৬২. খলিফা মামুন কেমন ছিলেন?
উত্তরঃ মহামতি ও উন্নতচিত্তের পুরুষ।
৬৩. কে প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন?
উত্তরঃ বন্দি ব্যক্তি।
৬৪. কার কারণে বন্দী ব্যক্তির প্রাণ রক্ষা হইলো?
উত্তরঃ আলী ইবনে আব্বাসের।
৬৫. ‘তুমি আপন আলোয় প্রস্থান করো’ – উক্তিটি করেছেন?
উত্তরঃ খলিফা মামুন।
৬৬. খলিফা বন্দি ব্যক্তিকে কতটি অশ্ব উপহার দিলেন?
উত্তরঃ দশটি।
৬৭. খলিফা ডেমাস্কাস রাজ প্রতিনিধির নামে কি পাঠালেন?
উত্তরঃ অনুরোধপত্র।
৬৮. খলিফা মামুন বন্দী ব্যক্তিটিকে কি দিয়ে বিদায় করিলেন?
উত্তরঃ বহু সংখ্যক অর্থ।
পৃষ্ঠাঃ ৪ (শব্দার্থ ও টীকা)
৬৯. প্রত্যুপকার শব্দের অর্থ কি?
উত্তরঃ উপকারীর উপকার করা।
৭০. অভিরুচি শব্দের অর্থ কি?
উত্তরঃ ইচ্ছা।
৭১. কোপানল শব্দের অর্থ কি?
উত্তরঃ ক্রোধ বা রাগের আগুন।
৭২. মৈানাবলম্বন শব্দের অর্থ কি?
উত্তরঃ নীরবতা পালন।
৭৩. প্রতীতি শব্দের অর্থ কি?
উত্তরঃ বিশ্বাস।
৭৪. সিরিয়ার রাজধানী কোনটি?
উত্তরঃ দামেস্ক
৭৫. ডেমাস্কাস এর বর্তমান নাম কি?
উত্তরঃ দামেস্ক।
৭৬. খলিফা মামুনের পূর্ণ নাম কি?
উত্তরঃ আব্দুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন।
৭৭. খলিফা মামুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ৭৮৬ খ্রিস্টাব্দে।
৭৮. খলিফা মামুনের পিতা কে ছিলেন?
উত্তরঃ খলিফা হারুনুর রশিদ।
৭৯. ইরাকের রাজধানীর নাম কি?
উত্তরঃ বাগদাদ।
৮০. টাইগ্রিস নদী কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাক।
৮১. বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আব্বাসীয় খলিফা মনসুর।
৮২. বাগদাদ নগরটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ৭৬৩ খ্রিস্টাব্দে।
পৃষ্ঠাঃ ৪ (পাঠ পরিচিতি)
৮৩. প্রতুপ্রকার রচনাটি কোথা থেকে সংকলন করা হয়েছে?
উত্তরঃ আখ্যানমঞ্জুরী দ্বিতীয় ভাগ থেকে।
৮৪. আখ্যানমঞ্জুরীর রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে ‘আখ্যানমঞ্জুরী’ রচিত করেন?
উত্তরঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে।
জ্ঞানমূলক প্রশ্ন
১. প্রত্যুপকার শব্দের অর্থ কি?
উত্তরঃ প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা।
২. আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয় পাত্র ছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস বাগদাদের খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন।
৩. আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়ে ছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস বিপদে পড়ে ডেমাস্কাসে লুকিয়ে ছিলেন।
৪. বন্দী লোকটি কোথায় জন্মগ্রহণ করেছেন?
উত্তরঃ বন্দী লোকটি ডেমাস্কাসে জন্মগ্রহণ করেছেন।
৫. বন্দী লোকটির বাস ডেমাস্কাসের কোন অংশে?
উত্তরঃ বন্দী লোকটির বাস ডেমাস্কাসের যে অংশে বড় মসজিদ আছে সেখানে।
৬. কে ডেমাস্কাসে কাছে গিয়ে বিপদে পড়েছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েছিলেন।
৭. প্রত্যপ্রকার গল্পটি ‘আখ্যানমঞ্জুরীর’ কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে?
উত্তরঃ প্রত্যুৎ প্রকার গল্পটি ‘আখ্যানমঞ্জুরীর’ দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে।
৮. আলী ইবনে আব্বাস কতদিন সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন?
উত্তরঃ আলী ইবনে আব্বাস এক মাস সম্ভ্রান্ত ব্যক্তির গৃহ আশ্রয় নিয়েছিলেন।
৯. সব জেনে খলিফা বন্দী লোকটিকে কি করলেন?
উত্তরঃ সব জেনে খলিফা বন্দি লোকটিকে মুক্তি দিয়ে উপহারসহ দামেস্কে প্রেরণ করলেন।
১০. অভিরুচি শব্দের অর্থ কি?
উত্তরঃ অভিরুচি শব্দের অর্থ ইচ্ছা।
বহুনির্বাচনি প্রশ্ন
অনুশীলনীর বহুনির্বাচনি
১. খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?
ক) বাগদাদ
খ) সিরিয়া
গ) ডেমাস্কাস
ঘ) ইরান
উদ্দীপকটি পড় এবং ২-সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
সে বিস্ময়াবহ কাহিনি শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন। বহুদিনের বিদ্বেষভাব দূরে গেল, ভক্তিতে অন্তর আর্দ্র হইল। প্রেমের জয় হইল। নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান। তাঁহার কণ্ঠ ভেদিয়া উত্থিত হইল— ধন্য হাতেম, ধন্য তাহার কুল !
২. নৃপতির মাধ্যমে ‘প্রত্যুপকার’ গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক) বদান্যতা
খ) দানশীলতা
গ) মহানুভবতা
ঘ) ঔচিত্যবোধ
অতিরিক্ত বহুনির্বাচনি
১. প্রত্যুপকার গল্পটি কে লিখেছেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জীবনানন্দ দাশ
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৮০ সালে
খ) ১৮১০ সালে
গ) ১৮২০ সালে
ঘ) ১৮৪০ সালে
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জেলায় জন্মগ্রহণ করেন?
ক) ফরিদপুর
খ) কলকাতা
গ) নদিয়া
ঘ) মেদিনীপুর
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন?
ক) সতের শতকে
খ) আঠারো শতকে
গ) উনিশ শতকে
ঘ) বিংশ শতকে
৫. মেদিনীপুর জেলায় কোন গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
ক) চুরুলিয়া
খ) তারাপুর
গ) বীরসিংহ
ঘ) সোনারগাঁও
৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী?
ক) ঈশ্বরচন্দ্র শর্মা
খ) ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭. ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন কলেজ?
ক) কলকাতা সংস্কৃতি কলেজ
খ) ঢাকা কলেজ
গ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
৮. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কী ছিল?
ক) বঙ্গবন্ধু
খ) মাইকেল
গ) বিদ্যাসাগর
ঘ) ছন্দের জাদুকর
৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষার পন্ডিত ছিলেন?
ক) সংস্কৃতি ও ইংরেজি
খ) বাংলা ও ইংরেজি
গ) উর্দু ও সংস্কৃতি
ঘ) ফারসি ও উর্দু
১০. দানশীলতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী নামে পরিচিত ছিলেন?
ক) দানশীল
খ) দয়ার সাগর
গ) পরোপকারী
ঘ) জন বন্ধু
১১. কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কালিদাস
১২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার কোন কলেজে ছাত্র ছিলেন?
ক) সিটি কলেজ
খ) বাংলা কলেজ
গ) সংস্কৃত কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ
১৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর উপাধি দেওয়ার কারণ কোনটি?
ক) শিক্ষা
খ) মেধা
গ) দানশীলতা
ঘ) কর্মতৎপরতা
১৪. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান?
ক) ভাষার ব্যুৎপত্তি নির্ণয়
খ) নতুন শব্দের যথার্থ প্রয়োগ
গ) গদ্য বইয়ের জৌলুষ আবিষ্কার
ঘ) গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার
১৫. বাংলা ভাষার যতি চিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার?
ক) জীবনানন্দ দাশ
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৬. বাংলা গদ্যের জনক কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭. কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয়?
ক) দানশীলতার জন্য
খ) সাহিত্যিক গদ্য রচনার জন্য
গ) যতি চিহ্নের ব্যবহারের জন্য
ঘ) সংস্কৃত কলেজে অধ্যাপনা জন্য
১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে শিশু পাঠ বই ‘বর্ণপরিচয়’ প্রকাশ করেন?
ক) ১৮৩৫ সালে
খ) ১৮৪৫ সালে
গ) ১৮৫৫ সালে
ঘ) ১৮৬৫ সালে
১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বই ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়?
ক) বর্ণপরিচয়
খ) বর্ণের বিন্যাস
গ) ব্যাকরণের শৃঙ্খলা
ঘ) ভাষা প্রকাশ
২০. শকুন্তলা গ্রন্থের রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) শামসুর রাহমান
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
২১. ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২২. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
ক) মহাশ্মশান
খ) রক্তাক্ত প্রান্তর
গ) বিসর্জন
ঘ) বেতাল পঞ্চবিংশতি
২৩. বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীসের প্রয়োজ যথাযথভাবে করেছিলেন?
ক) উপমা
খ) যতি চিহ্ন
গ) অলংকার
ঘ) পদবিন্যাস
২৪. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
ক) বিসর্জন
খ) পথের পাঁচালী
গ) ব্যাকরণ কৌমুদী
ঘ) গৌড়ীয় ব্যাকরণ
২৫. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
ক) অগ্নিবীণা
খ) ক্ষণিকা
গ) চরিত্রহীন
ঘ) সীতার বনবাস
২৬. ভ্রান্তিবিলাস গ্রন্থটি কার লেখা?
ক) জসীমউদ্দীন
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম
২৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৭৯১ সালে
খ) ১৭৯৮ সালে
গ) ১৮৯১ সালে
ঘ) ১৮৯৮ সালে
২৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৯৮১ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ১৭ই জুন
খ) ২৯শে জুন
গ) ২৯শে জুলাই
ঘ) ৩০শে আগস্ট
২৯. আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন?
ক) খলিফার
খ) মন্ত্রীর
গ) উজিরের
ঘ) সেনাপতির
৩০. প্রত্যপ্রকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কী ছিল?
ক) আলী
খ) মামুন
গ) আব্দুল্লাহ
ঘ) মোহাম্মদ
৩১. আলী ইবনে আব্বাস কখন খলিফার কাছে বসে ছিলেন?
ক) সকালে
খ) দুপুরে
গ) সন্ধ্যায়
ঘ) অপরাহ্নে
৩২. বন্দী ব্যক্তির প্রতি খলিফা মামুনের মনোভাব কী ছিল?
ক) ক্রুদ্ধ
খ) সহজ
গ) সরল
ঘ) উদাসী
৩৩. আলী ইবনে আব্বাস বন্দীকে কেন সাবধানে রুদ্ধ করে রাখেন?
ক) যাতে আক্রান্ত না হয়
খ) যাতে আক্রমণ করতে না পারে
গ) খলিফার রোষানল থেকে বন্দিকে বাঁচাতে
ঘ) খলিফার রোষানল থেকে নিজেকে বাঁচাতে
৩৪. ‘প্রত্যুপকার’ গল্পের বন্দী লোকটি কোথাকার অধিবাসী ছিলেন?
ক) ডেমাস্কাস
খ) বাগদাদ
গ) লেবানন
ঘ) জেরুজালেম
৩৫. বন্দী লোকটি ডেমাস্কাসের কোন অংশে বসবাস করতেন?
ক) রাস্তার পাশে
খ) খেলার মাঠের পাশে
গ) বৃহৎ মসজিদের কাছে
ঘ) কবরস্থানের কাছে
৩৬. আলী ইবনে আব্বাস কেন ডেমাসকাস নগরীর শুভ কামনা করেন?
ক) আবেগে
খ) কৃতজ্ঞতায়
গ) মনের খেয়ালে
ঘ) সৌন্দর্য মুগ্ধতায়
৩৭. খলিফা মামুন হাসপাতালে ব্যক্তিকে বন্দী করে রাখতে কাকে নির্দেশ দেন?
ক) কারারক্ষীকে
খ) সেনাপতিকে
গ) নিরাপত্তা প্রহরীদের
ঘ) আলী ইবনে আব্বাসকে
৩৮. খলিফা কার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন?
ক) কারারক্ষীর উপর
খ) শাসনকর্তার ওপর
গ) হাত বাধা ব্যক্তির উপর
ঘ) আলী ইবনে আব্বাসের উপর
৩৯. ডেমাস্কাস এর অধিবাসী এক ব্যক্তি কাকে একসময় প্রাণদান দিয়েছিলেন?
ক) মামুনকে
খ) খলিফাকে
গ) অচেনা ব্যক্তিকে
ঘ) আলী ইবনে আব্বাসকে
৪০. কে বহু সংখ্যক সেনা নিয়ে আলী ইবনে আব্বাসকে আক্রমণ করেছিলেন?
ক) বর্তমান শাসক
খ) পদচ্যুত শাসক
গ) অতীতের শাসক
ঘ) অপরিচিত লোকেরা
৪১. আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহ স্বামী আমার অভয় প্রদান করিলেন। এখানে গৃহ স্বামীকে?
ক) খলিফা
খ) বন্দী ব্যক্তি
গ) শাসনকর্তা
ঘ) আলী ইবনে আব্বাস
৪২. আলী ইবনে আব্বাস কেন প্রাণ ভয় পালিয়ে ছিলেন?
ক) খলিফার
খ) পাওনাদারের
গ) এক সম্ভ্রান্ত লোকের
ঘ) সেনাদের আক্রমণের
৪৩. আলী ইবনে আব্বাস প্রাণভয়ে কোথায় গিয়েছিলেন?
ক) খলিফার কাছে
খ) পদচ্যুত শাসকের কাছে
গ) এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে
ঘ) একজন অপরিচিত লোকের কাছে
৪৪. “আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন।” এখানে কার প্রাণের কথা বলা হয়েছে?
ক) আলি ইবনে আব্বাস
খ) খলিফা মামুন
গ) অপরিচিত ব্যক্তি
ঘ) একজন সম্ভ্রান্ত লোক
৪৫. গৃহস্বামী কাকে অভয় প্রদান করিলেন?
ক) খলিফাকে
খ) পদচ্যুত শাসনকর্তাকে
গ) অপরিচিত ব্যক্তিকে
ঘ) আলী ইবনে আব্বাসকে
৪৬. “গৃহস্বামী আমায় অবয় প্রদান করেছিলেন” — এখানে গৃহ স্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক) দানশীলতা
খ) মহানুভবতা
গ) ভালোবাসা
ঘ) স্বার্থপরতা
৪৭. আশ্রয়দাতার বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন অবস্থান করেছিলেন?
ক) এক মাস
খ) দুই মাস
গ) তিন মাস
ঘ) চার মাস
৪৮. আশ্রয়দাতা আমায় বলিলেন, – এখানে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) খলিফাকে
খ) সম্ভ্রান্ত ব্যক্তিকে
গ) বন্দী ব্যক্তি কে
ঘ) আলী ইবনে আব্বাসকে
৪৯. আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে বললেন, সেই সময় অনেক লোক কোথায় যাইতেছিল?
ক) মক্কা
খ) মদিনা
গ) বাগদাদ
ঘ) তেহেরান
৫০. আলী ইবনে আব্বাস কোন ব্যাপারে সম্মত হলেন?
ক) দেশে ফিরতে
খ) যুদ্ধ করতে
গ) থেকে যেতে
ঘ) পালাতে
৫১. কোন অর্থ ছিল না কার কাছে?
ক) খলিফার
খ) আশ্রয়দাতার
গ) পদচ্যুত শাসনকর্তার
ঘ) আলী ইবনে আব্বাসের
৫২. লজ্জার কারণে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানাতে পারলেন না?
ক) কৃতজ্ঞতা
খ) অর্থের স্বল্পতা
গ) ভালোবাসা
ঘ) শারীরিক অসুস্থতা
৫৩. কে আলী ইবনে আব্বাসের আকার প্রকার দর্শনে বুঝিতে পারলেন কার কাছে কোন অর্থ নেই?
ক) মামুন
খ) খলিফা
গ) আশ্রয়দাতা
ঘ) পদচ্যুত শাসনকর্তার
৫৪. আলী ইবনে আব্বাসের স্বদেশে প্রতি গমনের বাহন হিসেবে কী প্রস্তুত ছিল?
ক) গাড়ি
খ) গাধা
গ) হাতি
ঘ) অর্শ
৫৫. আশ্রয়দ দাতা আলী ইবনে আব্বাসকে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন কেন?
ক) রাজার জন্য
খ) পুরস্কার স্বরূপ
গ) পাওনা ছিল বলে
ঘ) পথিমধ্যে খরচের জন্য
৫৬. কার জন্য উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত করা হয়েছিল?
ক) খলিফা
খ) আশ্রয়দাতা
গ) পদচ্যুত শাসনকর্তার
ঘ) আলী ইবনে আব্বাসের
৫৭. অশ্বের পিঠে কী ছিল?
ক) মানুষ
খ) খাদ্যসামগ্রী
গ) খাবার পানীয়
ঘ) ব্যবসার মালামাল
৫৮. প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে কে?
ক) একটি ভৃত্য
খ) একজন শূন্য
গ) একজন সেবক
ঘ) একজন ব্যবসায়ী
৫৯. আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কীসের থলি উপহার দিয়েছিলেন?
ক) খাদ্য সামগ্রী
খ) ব্যবসার মালামাল
গ) স্বর্ণ মুদ্রার থলি
ঘ) রূপ্য মুদ্রার থলি
৬০. আলী ইবনে আব্বাসকে কাদের নিকট নেওয়া হয়েছিল?
ক) ভৃত্তের
খ) আশ্রয়দাতার
গ) যাত্রীদের নিকট
ঘ) সেনাবাহিনীর
৬১. আলী ইবনে আব্বাসকে তার আশ্রয়দাতা কাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন?
ক) আশ্রয়দাতার চাচার
খ) আশ্রয়দাতা আত্মীয়দের
গ) খলিফা মামুনের
ঘ) পদচ্যুত শাসকের
৬২. আলী ইবনে আব্বাসের দেশে ফেরা সম্ভব হয়েছিল কার প্রচেষ্টায়?
ক) খলিফার
খ) ভৃত্তের
গ) পদযুক্ত শাসনকর্তার
ঘ) বন্দি ব্যক্তির
৬৩. আলী ইবনে আব্বাসের কাছে কোন জায়গাটি সর্বাপেক্ষা প্রিয়?
ক) ইস্তাম্বুল
খ) বাগদাদ
গ) ডেমাস্কাস
ঘ) পাঞ্জাব
৬৪. ‘আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে’ – কথাটি কে বলেছিলেন?
ক) বন্দি ব্যক্তি
খ) খলিফা মামুন
গ) আশ্রয়দাতা
ঘ) সম্ভ্রান্ত লোক
৬৫. আলি ইবনে আব্বাস কার কথা শুনে চমকে উঠেছিলেন?
ক) খলিফার
খ) ভৃত্তের
গ) শাসনকর্তা
ঘ) বন্দি ব্যক্তির
৬৬. আলী ইবনে আব্বাস কাকে চিনতে পারলেন?
ক) খলিফাকে
খ) সেবককে
গ) আশ্রয় দাতাকে
ঘ) আশ্রয়দাতার আত্মীয়কে
৬৭. আলী ইবনে আব্বাস কাকে আলিঙ্গন করিলেন?
ক) সেবককে
খ) বন্দি ব্যক্তিকে
গ) খলিফাকে
ঘ) আশ্রয় দাতাকে
৬৮. আলী ইবনে আব্বাস কেন ব্যগ্র হয়েছিলেন?
ক) খলিফার খোঁজে
খ) বাড়ি ফেরার জন্য
গ) যুদ্ধে যাওয়ার জন্য
ঘ) বন্দিত্বের কারণ জানতে
৬৯. “বোধহয় করি আমার প্রাণদন্ড হইবে” – এ উক্তিটি কার?
ক) বন্দী ব্যক্তির
খ) শাসনকর্তার
গ) খলিফা মামুনের
ঘ) আলী ইবনে আব্বাসের
৭০. আলী ইবনে আব্বাসের নিকট তার আশ্রয়দাতা কী প্রার্থনা করেছিলেন?
ক) সাহায্য
খ) ক্ষমা
গ) মুক্তির সুপারিশ
ঘ) পরিবারের নিকট সংবাদ পৌঁছানো
৭১. খলিফার আগে আলী ইবনে আব্বাসকে কী দেওয়ার কথা বলেন?
ক) অর্থদণ্ড
খ) প্রাণদণ্ড
গ) পদচ্যুতি
ঘ) বিতাড়িত
৭২. “বোধহয় করি আমার প্রাণদন্ড হইবে” – বন্দীর একথায় তার কোন চেতনা প্রকাশ পায়?
ক) চঞ্চলতা
খ) হতাশা
গ) দূরদর্শিতা
ঘ) কান্ডজ্ঞানহীন
৭৩. বন্দী ব্যক্তি আলী ইবনে আব্বাসের কাছে কী অনুরোধ করেন?
ক) সাহায্য
খ) মুক্তির সুপারিশ
গ) পরিবারকে সংবাদ দিতে
ঘ) কারাগার থেকে পালাতে
৭৪. “তাহলে আমি যথেষ্ট উপকৃত হব” – উক্তিটি কার?
ক) খলিফার
খ) শাসনকর্তার
গ) বন্দি ব্যক্তির
ঘ) আলী ইবনে আব্বাসের
৭৫. “আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন” – কথাটিতে আব্বাসের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
ক) বুদ্ধিমত্তার
খ) দানশীলতার
গ) চালাকির
ঘ) কৃতজ্ঞতার
৭৬. কাদের জন্য আশ্রয়দাতাকে খলিফার বিচারের সম্মুখীন হতে হয়?
ক) ভৃত্তের
খ) শাসনকর্তার
গ) নিচু প্রকৃতির লোকের
ঘ) আলি ইবনে আব্বাসের
৭৭. ‘আপনি এই মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না’ – এ কথাটি কে বলেছেন?
ক) খলিফা
খ) বন্দী ব্যক্তি
গ) আশ্রয়দাতা
ঘ) আলী ইবনে আব্বাস
৭৮. আলী ইবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলেন?
ক) শত
খ) হাজার
গ) লক্ষ
ঘ) সহস্র
৭৯. আলী ইবনে আব্বাস বন্দিকে অবিলম্বে কী করতে বললেন?
ক) যুদ্ধে যেতে বললেন
খ) কাজ করতে বললেন
গ) প্রস্থান করতে বললেন
ঘ) বিদেশ যেতে বললেন
৮০. বন্দীকে ছেড়ে দেওয়ার জন্য আলী ইবনে আব্বাসের উপর খলিফার মনোভাব কেমন হতে পারে?
ক) খুশি
খ) মর্মান্তিক ক্রোধ
গ) আনন্দিত
ঘ) অসন্তুষ্ট
৮১. ‘আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না’ – উক্তিটি কার
ক) আশ্রয়দাতার
খ) বন্দি ব্যক্তির
গ) খলিফা মামুনের
ঘ) আলী ইবনে আব্বাসের
৮২. আলী ইবনে আব্বাস বন্দিকে মুক্তি দিতে চাইলে তিনি কী করেছিলেন?
ক) রাজি হয়েছিলেন
খ) পালিয়েছিলেন
গ) মুক্ত হতে চাননি
ঘ) বিদেশে যেতে চেয়েছিলেন
৮৩. কিছুকাল পূর্বে, যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণরক্ষার্থে এক্ষণে সে প্রাণের বিনাশের কারণ হইব। তাহা কখনো হবে না।’ — উক্তিটি কার।
ক) বন্দী ব্যক্তির
খ) খলিফার
গ) আব্বাসের
ঘ) শাসনকর্তার
৮৪. পরদিন প্রাতঃকালে কে খলিফার নিকট উপস্থিত হইল?
ক) সেবক
খ) বন্দী ব্যক্তি
গ) শাসনকর্তা
ঘ) আলী ইবনে আব্বাস
৮৫. খলিফা কাকে প্রস্তুত হতে বললেন?
ক) সৈনিককে
খ) বন্দি ব্যক্তিকে
গ) ঘাতককে
ঘ) আব্বাসকে
৮৬. ঐ ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে’ –- কে বলেছেন?
ক) বন্দি ব্যক্তি
খ) আব্বাস
গ) ঘাতক
ঘ) খলিফা
৮৭. আলী ইবনে আব্বাস কোথায় পতিত হইয়া বিনীত ও কাতর বচনের বলিলেন?
ক) খলিফার কাছে
খ) খলিফার চরণে
গ) শাসনকর্তার চরণে
ঘ) আশ্রয় দাতার চরণে
৮৮. কে খলিফার চরণে পতিত হয়েছিলেন?
ক) বন্দী ব্যক্তি
খ) পদচ্যুত শাসনকর্তা
গ) সম্ভ্রান্ত লোক
ঘ) আলী ইবনে আব্বাস
৮৯. আলী ইবনে আব্বাস কাকে ডেমাস্কাসের ঘটনাটি বললেন?
ক) আশ্রয়দাতাকে
খ) বন্দী ব্যক্তিকে
গ) খলিফাকে
ঘ) শাসন কর্তাকে
৯০. ‘যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ’ – এখানে কার কথা বলা হয়েছে?
ক) খলিফা মামুন
খ) বন্দী ব্যক্তির
গ) আব্বাস
ঘ) ঘাতক
৯১. এই দন্ডে তোমার দন্ড হইবে” – কথাটি কাকে বলা হয়েছে?
ক) বন্দিকে
খ) আশ্রয় দাতাকে
গ) আলী আব্বাসকে
ঘ) শাসনকর্তাকে
৯২. খলিফা মামুন কেমন ছিলেন?
ক) অলস
খ) উন্নত চিত্তের
গ) ন্যায়পরায়ণ
ঘ) জ্ঞানী
৯৩. কে প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন?
ক) ঘাতক
খ) শাসনকর্তা
গ) বন্দি ব্যক্তি
ঘ) আলী আব্বাস
৯৪. কার কারণে বন্দী ব্যক্তির প্রাণ রক্ষা হইলো?
ক) ঘাতকের
খ) খলিফা মামুন
গ) পদচ্যুত শাসনকর্তা
ঘ) আলী ইবনে আব্বাসের
৯৫. ‘তুমি আপন আলোয় প্রস্থান করো’ – উক্তিটি করেছেন?
ক) খলিফা মামুন
খ) আলি আব্বাস
গ) পদচ্যুত শাসনকর্তা
ঘ) আশ্রয়দাতা
৯৬. খলিফা বন্দি ব্যক্তিকে কতটি অশ্ব উপহার দিলেন?
ক) পাঁচটি
খ) দশটি
গ) বারোটি
ঘ) বিশটি
৯৭. “তুমি আপন আলোয় প্রস্থান করো” – কথাটি কে বলেছিলেন?
ক) আশ্রয়দাতা
খ) আব্বাস
গ) খলিফা
ঘ) ঘাতক
৯৮. খলিফা ডেমাস্কাস রাজ প্রতিনিধির নামে কী পাঠালেন?
ক) উপহার
খ) অনুরোধপত্র
গ) নিমন্ত্রণপত্র
ঘ) সন্ধিপত্র
৯৯. খলিফা মামুন বন্দী ব্যক্তিটিকে কী দিয়ে বিদায় করিলেন?
ক) রূপমুদ্রা
খ) স্বর্ণ মুদ্রা
গ) বহু সংখ্যক অশ্ব
ঘ) বহু সংখ্যক অর্থ
১০০. প্রত্যুপকার শব্দের অর্থ কী?
ক) উপকার স্বীকার
খ) উপকারীর অপকার
গ) উপকারীর উপকার
ঘ) উপকারীর প্রতি কৃতজ্ঞতা
১০১. অভিরুচি শব্দের অর্থ কী?
ক) ইচ্ছা
খ) অনিচ্ছা
গ) অভিমান
ঘ) অভিনয়
১০২. কোপানল শব্দের অর্থ কী?
ক) হিংসা
খ) কোপাকুপি
গ) কোপের নল
ঘ) ক্রোধের আগুন
১০৩. মৈানাবলম্বন শব্দের অর্থ কী?
ক) নীরব থাকা
খ) মনে না রাখা
গ) মধু সংগ্রহ
ঘ) চিৎকার করা
১০৪. প্রতীতি শব্দের অর্থ কী?
ক) প্রীতি
খ) প্রেম
গ) অভয়
ঘ) বিশ্বাস
১০৫. ‘নিষ্কৃতি’ শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
ক) নিন্দা করা
খ) মুক্তির আবেদন
গ) মুক্তি
ঘ) আটক
১০৬. সম্ভাষণ শব্দের অর্থ কী?
ক) সম্বোধন
খ) স্বাগতম
গ) সাদরে বরণ
ঘ) আনন্দের সঙ্গে
১০৭. খলিফা শব্দের অর্থ কী?
ক) প্রতিকার
খ) প্রতিনিধি
গ) মহাজন
ঘ) ক্ষমতাধর
১০৮. সিরিয়ার রাজধানী কোনটি?
ক) বাগদাদ
খ) ইস্তাম্বুল
গ) দামেস্ক
ঘ) ইসলামাবাদ
১০৯. ডেমাস্কাস এর বর্তমান নাম কী?
ক) ইরাক
খ) দামেস্ক
গ) সিরিয়া
ঘ) তুরস্ক
১১০. কোন নবির যুগের পূর্বে দামেস্ক নগরী গড়ে উঠেছিল?
ক) হজরত মুসা (আ.)
খ) হজরত ইব্রাহিম (আ.)
গ) হজরত ইসমাইল (আ.)
ঘ) হজরত ঈসা (আ.)
১১১. খলিফা মামুনের পূর্ণ নাম কী?
ক) মাসুদ আল সাদাত
খ) আলী ইবনে মামুন
গ) ‘আব্দুল কাইয়ুম আবদুল্লা আল মামুন
ঘ) আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন
১১২. খলিফা মামুন কততম আব্বাসীয় খলিফা ছিলেন?
ক) পঞ্চম
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
১১৩. খলিফা মামুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ৭৬৭ খ্রিস্টাব্দে
খ) ৭৭৮ খ্রিস্টাব্দে
গ) ৭৮৬ খ্রিস্টাব্দে
ঘ) ৭৮৯ খ্রিস্টাব্দে
১১৪. খলিফা মামুনের পিতা কে ছিলেন?
ক) খলিফা হারুনুর রশিদ
খ) খলিফা আব্বাস
গ) খলিফা মনসুর
ঘ) খলিফা মামুন রশিদ
১১৫. ইরাকের রাজধানীর নাম কী?
ক) ইস্তাম্বুল
খ) বাগদাদ
গ) মসুল
ঘ) ইসলামাবাদ
১১৬. টাইগ্রিস নদী কোন দেশে অবস্থিত?
ক) ইরাক
খ) ইরান
গ) তুরস্ক
ঘ) সিরিয়া
১১৭. বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?
ক) খলিফা মামুন
খ) খলিফা আব্বাস
গ) খলিফা মনসুর
ঘ) খলিফা হারুনুর রশি
১১৮. বাগদাদ নগরটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
ক) ৭৪৩ খ্রিস্টাব্দে
খ) ৭৫৭ খ্রিস্টাব্দে
গ) ৭৬২ খ্রিস্টাব্দে
ঘ) ৭৬৩ খ্রিস্টাব্দে
১১৯. প্রতুপ্রকার রচনাটি কোথা থেকে সংকলন করা হয়েছে?
ক) আখ্যানমঞ্জুরী
খ) গল্প মঞ্জুরী
গ) মেঘনাদবধ
ঘ) ক্ষণিকা
১২০. আখ্যানমঞ্জুরীর রচয়িতা কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জীবনানন্দ দাশ
১২১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে ‘আখ্যানমঞ্জুরী’ রচিত করেন?
ক) ১৭৬৮ খ্রিস্টাব্দে
খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
১২২. দামেস্কের জনৈক শাসনকর্তা কোন খলিফার সময় পদচ্যুত হন?
ক) খলিফা আব্বাস
খ) খলিফা মামুন
গ) খলিফা মনসুর
ঘ) খলিফা রশিদ
১২৩. খলিফা মামুনের সৈন্যদল কাকে বন্দী করেছিল?
ক) পদচ্যুত শাসনকর্তাকে
খ) দামেস্কের শাসনকর্তাকে
গ) আলী ইবনে আব্বাসকে
ঘ) আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে
১২৪. প্রত্যুপ্রকার গল্প এ কার প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে?
ক) বন্দী ব্যক্তির
খ) খলিফা মামুনের
গ) আলী ইবনে আব্বাসের
ঘ) পদচ্যুত শাসনকর্তা
১২৫. প্রত্যুপকার গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে?
ক) একজন
খ) দুইজন
গ) তিনজন
ঘ) চারজন
১২৬. আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার চরিত্রে যে বৈশিষ্ট্য পাওয়া যায় না —
i. নীচাশয়
- স্বার্থপর
iii. দয়ালু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৭. দামেস্ক নগরী আলী ইবনে আব্বাসের কাছে পরিচিত যে কারণে —
ii. ওখানে তার প্রাণরক্ষা হয়েছিল
ii. ওখানে আশ্রয়দাতার বাস
iii. পবিত্র স্থান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৮. খলিফার আলী ইবনে আব্বাসের ওপর রাগান্বিত হওয়ার কারণ —
i. বন্দিকে নিয়ে না আসা
ii. বন্দির বিষয়ে কিছু বলতে চাওয়া
iii. সর্বশেষ সমস্ত বলার অনুমতি প্রার্থনা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৯. বন্দির প্রতি খলিফা মামুনের মনোভাব ছিল —
i. হিংসাত্মক
ii. রুদ্ধ
iii. নেতিবাচক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩০. আলী ইবনে আব্বাস একসময় প্রাণভয়ে পালিয়ে ছিলেন যে কারণে —
i. পদচ্যুত শাসনকর্তার আক্রমণে
ii. খলিফার রোষানলে পড়ে
iii. শত্রুসৈন্যের আক্রমণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩১. আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা —
i. দয়াময়
ii. সদাশয়
iii. পরোপকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩২. আশ্রয়দাতা তার আত্মীয়দের সঙ্গে আব্বাসকে যে কারণে আলাপ করিয়ে দিয়েছিলেন —
i. নিরাপত্তার স্বার্থে
ii. পথ চলার সুবিধার্থে
iii. কর্তব্যের খাতিরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৩. “এ জন্য পৃথিবীতে যত স্থান আছে ঐ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়”— ঐ স্থানটি কেন প্রিয়?
i. প্রাণ রক্ষার জন্য
ii. উপকার প্রাপ্ত হওয়ার জন্য
iii. স্বর্ণ মুদ্রার থলি দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা বন্দি হয়েছিলেন যে কারণে —
i. মিথ্যা অভিযোগে
ii. ঈর্ষাবশত
iii. অন্যায়ের অপরাধে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৫. ‘বাগদাদ’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে —
i. ইরাকের রাজধানী
ii. মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরী
iii. ৭৬৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি নগর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৬. ‘বাগদাদ’ নগরীর সাথে যে নদীগুলোর নাম উঠে আসে —
i. ফোরাত
ii. টাইগ্রিস
iii. ইউফ্রেটিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৭, আব্বাসের মুক্তি দেওয়ার প্রস্তাবে বন্দি লোকটি রাজি হলেন না যে কারণে —
i. দূরদর্শিতায়
ii. মহানুভবতায়
iii. নিজের জন্য অন্যকে বিপদে ফেলতে চাননি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৮. আলী ইবনে আব্বাসের কাছে ডেমাস্কাস বাসী আশ্রয়দাতা ছিলে —-
i. দয়াশীল, পরোপকারী
ii. পরহিংসা, দুরাত্মা
iii. ন্যায়পরায়ণ, সুবিবেচক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৯. ‘প্রত্যুপকার’ গল্পের মহৎ ব্যক্তি হলেন —
i. খলিফা
iii. আব্বাস
iii. বন্দি লোকটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪০. আলী ইবনে আব্বাস খলিফার কাছে যে প্রার্থনা করেন —
i. বন্দির প্রকৃত পরিচয় জানানোর জন্য
iii. বন্দি লোকটির মুক্তির জন্য
iii. নিজের অবস্থার উন্নতির জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪১. আলী ইবনে আব্বাস এবং বন্দি লোকটি উভয়ই —
i. নিঃস্বার্থ উপকারী
ii. প্রত্যুপকারী
iii. সুবিবেচক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪২, ‘প্রত্যুপকার’ গল্পে বর্ণিত হয়েছে —
i. সকৃতজ্ঞ প্রত্যুপকারীর কাহিনি
ii. নিঃস্বার্থ উপকারীর কাহিনি
iii. খলিফা মামুনের প্রতিপত্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. খলিফা কীভাবে বুঝলেন যে ডেমাস্কাস বাসী নির্দোষ —-
i. তার দয়াশীলতা ও ন্যায়পরায়ণতার কথা শুনে
ii. তার অগাধ সম্পত্তি কথা শুনে
iii. চক্রান্তকারীদের নৃশংসতার কথা শুনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খ্যাতি লাভের অন্যতম কারণ —
i. একাধিক ভাষায় পাণ্ডিত্য অর্জন
ii. উচ্চবংশীয়
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে ছিলেন—
i. পন্ডিত
ii. শিক্ষাবিদ
iii. সমাজ-সংস্কারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলার কারণ —
i. বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাস
ii. যথাযথ যতিচিহ্নের প্রয়োগ
iii. সাহিত্যিক গদ্য রচনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য শৈলীসম্পন্ন হয়ে ওঠার কারণ —
i. অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার
ii. যতিচিহ্নের যথাযথ প্রয়োগ
iii. মৌলিক ভাবধারা প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের বৈশিষ্ট্য হলো —
i. দানশীলতা
ii. মহানুভবতা
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৯ ও ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রানা সকালে উঠে দেখে বাড়িতে পুলিশ। পাশের বাড়ির অজয় ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগে তাকে ফাঁসিয়েছে। পুলিশ প্রকৃত সত্য জানতে পেরে তাকে ছেড়ে দেয়।
১৪৯. উদ্দীপকের রানা ‘প্রত্যুপকার’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) আব্বাস
খ) খলিফা
গ) নতুন শাসনকর্তার
ঘ) বন্দি লোকটি
১৫০. উভয়ের সাদৃশ্যের ক্ষেত্রটি হলো —
i. পরিস্থিতির শিকার
ii. ষড়যন্ত্রের ফাঁদ
iii. মিথ্যা দোষে অভিযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫১ ও ১৫২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গাছের ফুল সুবাস ছড়ায় মুগ্ধ করা ঘ্রাণে,
গাছের ফলই খেয়ে সবার শক্তি আসে প্রাণে।
গাছের ওই না অক্সিজেনে সকল প্রাণী বাঁচে।’
১৫১. উদ্দীপকে ‘প্রত্যুপকার’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক) প্রতিদান
খ) প্রতি-উপকার
গ) নিঃস্বার্থ উপকার
ঘ) দয়াশীলতা
১৫২, উদ্দীপকের কবিতাংশে ‘প্রত্যুপকার’ গল্পের যে দিকটি অনুপস্থি —
i. পরোপকার
ii. কৃতজ্ঞতাবোধ
iii. প্রত্যুপকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৩ ও ১৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রুমি একদিন সাগরকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়। সাগর বন্ধুর এ উপকার মনে রাখে। একদিন রুমি রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হলে সাগর তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত দিয়ে কিছুটা হলেও ঋণ শোধ করে।
১৫৩. উদ্দীপকের রুমি ‘প্রত্যুপকার’ গল্পের কার প্রতিরূপ?
ক) খলিফার
খ) আলী ইবনে আব্বাসের
গ) নতুন শাসনতার
ঘ) আশ্রয়দাতার
১৫৪. উভয়ের সাদৃশ্যের ক্ষেত্র হলো —
i. নিঃস্বার্থ উপকারিতায়
ii. কৃতজ্ঞতায়
iii. আপন স্বার্থে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৫ ও ১৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তারেক তার বন্ধু সামাদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসায় করে অনেক সম্পদের মালিক হয়। সামাদ তার টাকা চাইতে গেলে তারেক তা অস্বীকার করে । বন্ধুকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
১৫৫. উদ্দীপকের তারেক ‘প্রত্যুপকার’ পরের আব্বাসের সঙ্গে কোন দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) অকৃতজ্ঞতায়
খ) কৃতঘ্নতায়
গ) প্রত্যুপকারে
ঘ) স্বার্থপরতায়
১৫৬, উভয়ের মধ্যে সাদৃশ্য হতে হলে তারেককে যা করতে হবে —
i. বন্ধুর প্রতি কৃতজ্ঞ হতে হবে
ii. টাকা ফেরত দিতে হবে
iii. প্রতি-উপকার করতে সচেষ্ট হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫৭ ও ১৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও : বাগদাদের সুলতান ছিলেন আল-মুসতানসির বিল্লাহ। তাঁর শাসনামলে কোনো অবিচার ছিল না। তাঁর বিচক্ষণতায় সবাই স্বাচ্ছন্দ্যে জীবন কাটাত। তিনি মহৎ ও জ্ঞানীদের সমাদর করতেন খুব। ছিলেন ন্যায়বিচারের পক্ষে।
১৫৭. উদ্দীপকের সুলতান চরিত্রের সাথে ‘প্রত্যুপকার’ গল্পের কোন চরিত্র তুলনীয়?
ক) খলিফা মামুন
খ) খলিফা রশীদ
গ) আলী ইবনে আব্বাস
ঘ) সম্ভ্রান্ত আশ্রয়দাতা ব্যক্তি
১৫৮. উভয়ই ছিলে —
i. ন্যায়বিচারক
ii. অবিবেচক
iii. বিচক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
জ্ঞানমূলক প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন