বহুনির্বাচনি প্রশ্ন
১. মিনুর সই কে?
ব্যাখ্যাঃ


২. "মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে- এখানে 'দূর বিদেশে' বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ব্যাখ্যাঃ



উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে । শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে 'মা' 'মা' বলে । মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায় ।

৩. উদ্দীপকটিতে 'মিনু' গল্পের যে বিষয়টি লক্ষ করা যায় তা হলো —
ব্যাখ্যাঃ


৪. উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য —

i. স্বাভাবিকতা জীবনে অপরিহার্য।
ii. প্রকৃতিই হলো শ্রেষ্ঠ আশ্রয়
iii. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে

নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যাঃ



অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন
১. মিনু গল্পের লেখক কে?
ব্যাখ্যাঃ


২. মিনুর বাবা কখন মারা গিয়েছে?
ব্যাখ্যাঃ


৩. মিনু কার বাড়িতে মানুষ হচ্ছে?
ব্যাখ্যাঃ


৪. মিনুর বয়স কত?
ব্যাখ্যাঃ


৫. কে মেনু কে আশ্রয় দিয়েছে?
ব্যাখ্যাঃ


৬. মিনুর পিসেমশায়ের নাম কি?
ব্যাখ্যাঃ


৭. মিনু কোন ধরনের প্রতিবন্ধী?
ব্যাখ্যাঃ


৮. মিনু কখন ঘুম থেকে উঠে?
ব্যাখ্যাঃ


৯. মিনু গল্পে পূর্ব আকাশে দপদপ করে কি জ্বলে?
ব্যাখ্যাঃ


১০. কোনটি দেখে মিনুর মুখে হাসি ফুটে ওঠে?
ব্যাখ্যাঃ


১১. মিনুর সই কে?
ব্যাখ্যাঃ


১২. মিনুর বিশ্বাস তার মত কয়লা ভাঙতে ভোর বেলায় উঠেছে কে?
ব্যাখ্যাঃ


১৩. মিনু গল্পে কার আশেপাশে কালো মেঘের টুকরা?
ব্যাখ্যাঃ


১৪. কয়লাকে মিনু কি মনে করে?
ব্যাখ্যাঃ


১৫. কার উপর হাতুড়ি চালাতে মিনুর ভারী তৃপ্তি হয়?
ব্যাখ্যাঃ


১৬. মিনু হাতুড়িটার কি নাম রেখেছে?
ব্যাখ্যাঃ


১৭. মিনু যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙ্গে তার নাম কি দিয়েছে?
ব্যাখ্যাঃ


১৮. ঘুটে মিনুর কাছে কি?
ব্যাখ্যাঃ


১৯. মিনু গল্পে উনুনের নাম কি?
ব্যাখ্যাঃ


২০. জ্বলন্ত কয়লা গুলো মিনুর কাছে কি মনে হয়?
ব্যাখ্যাঃ


২১. মিনু কাছে আগুনের লাল লাভাকে কি মনে করে?
ব্যাখ্যাঃ


২২. রান্না ঘরের বাসন গুলো মিনুর কি?
ব্যাখ্যাঃ


২৩. ঘটিটার নাম কি?
ব্যাখ্যাঃ


২৪. মিনু গল্পে মিটসেফের নাম কি?
ব্যাখ্যাঃ


২৫. মিনুর পিসিমার বাড়ির ছাদ থেকে কি দেখা যায়?
ব্যাখ্যাঃ


২৬. মিনুর বাবা বিদেশ গেছে এ কথাটি মিনু কে কে বলেছিল?
ব্যাখ্যাঃ


২৭. মিনু কার জন্য অপেক্ষা করে?
ব্যাখ্যাঃ


২৮. ছাদে দাঁড়িয়ে মিনু কাকে আসতে দেখেছিল?
ব্যাখ্যাঃ


২৯. মিনু গল্পে কাঁঠাল গাছের ওই সরু ডালে কি এসে বসলো?
ব্যাখ্যাঃ


৩০. মিনুর দৈনন্দিন কাজ হয়ে উঠেছিল?
ব্যাখ্যাঃ


৩১. পেটভাতায় শব্দের অর্থ কি?
ব্যাখ্যাঃ

এখানে


৩২. কালা শব্দের অর্থ কি?
ব্যাখ্যাঃ

এখানে


৩৩. সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক কি?
ব্যাখ্যাঃ

এখানে


৩৪. ডেলিপ্যাসেঞ্জারি শব্দের অর্থ কি?
ব্যাখ্যাঃ

এখানে


৩৫. রান্না করে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্সকে কি বলে?
ব্যাখ্যাঃ

এখানে


৩৬. খিড়কি কি?
ব্যাখ্যাঃ

এখানে


৩৭. বনফুলের প্রকৃত নাম কি?
ব্যাখ্যাঃ


৩৮. বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ব্যাখ্যাঃ


৩৯. বনফুলের জন্মস্থান কোথায়?
ব্যাখ্যাঃ


৪০. বনফুল পেশায় কি ছিলেন?
ব্যাখ্যাঃ


৪১. বাহুল্য গল্প গ্রন্থটি কার লেখা?
ব্যাখ্যাঃ


৪২. বনফুল মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে?
ব্যাখ্যাঃ


৪৩. বনফুল কোথায় মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যাঃ


Your Score:

You cannot copy content of this page.