বহুনির্বাচনি প্রশ্ন ১. মিনুর সই কে? ক) চাঁদ খ) সূর্য গ) মঙ্গল গ্রহ ঘ) শুকতারা ব্যাখ্যাঃ ২. "মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে- এখানে 'দূর বিদেশে' বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ক) গ্রহ খ) আমেরিকা গ) পরপার ঘ) আকাশ ব্যাখ্যাঃ উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে । শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে উঠে 'মা' 'মা' বলে । মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায় । ৩. উদ্দীপকটিতে 'মিনু' গল্পের যে বিষয়টি লক্ষ করা যায় তা হলো — ক) আত্মীয়ের অনাদর অবহেলা খ) প্রিয়জনের প্রতি মমত্ববোধ গ) প্রকৃতির প্রতি আকর্ষণ ঘ) শারীরিক অক্ষমতা ব্যাখ্যাঃ ৪. উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য — i. স্বাভাবিকতা জীবনে অপরিহার্য। ii. প্রকৃতিই হলো শ্রেষ্ঠ আশ্রয় iii. পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ১. মিনু গল্পের লেখক কে? ক) আনিসুজ্জামান খ) শওকত ওসমান গ) বনফুল ঘ) জীবনানন্দ দাশ ব্যাখ্যাঃ ২. মিনুর বাবা কখন মারা গিয়েছে? ক) মিনুর জন্মের পর খ) মিনুর জন্মের আগে গ) মিনুর ৫ বছর হওয়ার পর ঘ) মিনূর ১০ বছর হওয়ার পর ব্যাখ্যাঃ ৩. মিনু কার বাড়িতে মানুষ হচ্ছে? ক) মাসিমার বাড়িতে খ) পিসিমার বাড়িতে গ) নিজেদের বাড়িতে ঘ) মামার বাড়িতে ব্যাখ্যাঃ ৪. মিনুর বয়স কত? ক) ৭ বছর খ) ১০ বছর গ) ১২ বছর ঘ) ১৫ বছর ব্যাখ্যাঃ ৫. কে মেনু কে আশ্রয় দিয়েছে? ক) মিনুর মামা খ) মিনুর মাসি গ) যোগেন বসাক ঘ) বলাইচাঁদ ব্যাখ্যাঃ ৬. মিনুর পিসেমশায়ের নাম কি? ক) যোগেন বসাক খ) বনফুল গ) বলাইচাঁদ ঘ) যোগেন মুখোপাধ্যায় ব্যাখ্যাঃ ৭. মিনু কোন ধরনের প্রতিবন্ধী? ক) বুদ্ধি প্রতিবন্ধী খ) বাক ও শ্রবণ প্রতিবন্ধী গ) দৃষ্টি প্রতিবন্ধী ঘ) শারীরিক প্রতিবন্ধী কি করা ব্যাখ্যাঃ ৮. মিনু কখন ঘুম থেকে উঠে? ক) ভোর পাঁচটায় খ) ভোর ছয়টায় গ) ভোর চারটায় ঘ) সকাল দশটায় ব্যাখ্যাঃ ৯. মিনু গল্পে পূর্ব আকাশে দপদপ করে কি জ্বলে? ক) শুকতারা খ) গ্রহ গ) নক্ষত্র ঘ) ধূমকেতু ব্যাখ্যাঃ ১০. কোনটি দেখে মিনুর মুখে হাসি ফুটে ওঠে? ক) নক্ষত্র খ) তারকা গ) শুকতারা ঘ) কিছুনা ব্যাখ্যাঃ ১১. মিনুর সই কে? ক) মিটসেপ খ) গেলাস গ) কয়লা ঘ) শুকতারা ব্যাখ্যাঃ ১২. মিনুর বিশ্বাস তার মত কয়লা ভাঙতে ভোর বেলায় উঠেছে কে? ক) মিটসেপ খ) গেলাস গ) শুকতারা ঘ) কয়লা ব্যাখ্যাঃ ১৩. মিনু গল্পে কার আশেপাশে কালো মেঘের টুকরা? ক) শুকতারা খ) গ্রহ গ) নক্ষত্র ঘ) ধূমকেতু ব্যাখ্যাঃ ১৪. কয়লাকে মিনু কি মনে করে? ক) বন্ধু খ) শত্রু গ) সই ঘ) চলার সাথী ব্যাখ্যাঃ ১৫. কার উপর হাতুড়ি চালাতে মিনুর ভারী তৃপ্তি হয়? ক) কয়লার খ) গেলাস গ) পাখি ঘ) উনুন ব্যাখ্যাঃ ১৬. মিনু হাতুড়িটার কি নাম রেখেছে? ক) শান খ) শানু গ) গপগপা ঘ) গদাই ব্যাখ্যাঃ ১৭. মিনু যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙ্গে তার নাম কি দিয়েছে? ক) শান খ) গপগপা গ) শানু ঘ) গদাই ব্যাখ্যাঃ ১৮. ঘুটে মিনুর কাছে কি? ক) গপগপা খ) শানু গ) গদাই ঘ) তরকারি ব্যাখ্যাঃ ১৯. মিনু গল্পে উনুনের নাম কি? ক) রাক্ষসী খ) গপগপা গ) তরকারি ঘ) গদাই ব্যাখ্যাঃ ২০. জ্বলন্ত কয়লা গুলো মিনুর কাছে কি মনে হয়? ক) রাক্ষসী খ) রক্তাক্ত মাংস গ) রাক্ষসীর তৃপ্তি ঘ) গপগপা ব্যাখ্যাঃ ২১. মিনু কাছে আগুনের লাল লাভাকে কি মনে করে? ক) গপগপা খ) রাক্ষসী গ) রাক্ষসীর তৃপ্তি ঘ) রক্তাক্ত মাংস ব্যাখ্যাঃ ২২. রান্না ঘরের বাসন গুলো মিনুর কি? ক) মিনুর শত্রু খ) মিনুর বন্ধু গ) মিনুর সই ঘ) কিছুনা ব্যাখ্যাঃ ২৩. ঘটিটার নাম কি? ক) পুটি খ) রাক্ষসী গ) গপগপা ঘ) গদাই ব্যাখ্যাঃ ২৪. মিনু গল্পে মিটসেফের নাম কি? ক) রাক্ষসী খ) গপগপা গ) গপগপা ঘ) তরকারি ব্যাখ্যাঃ ২৫. মিনুর পিসিমার বাড়ির ছাদ থেকে কি দেখা যায়? ক) আম গাছ খ) জাম গাছ গ) তেতুল গাছ ঘ) কাঁঠাল গাছ ব্যাখ্যাঃ ২৬. মিনুর বাবা বিদেশ গেছে এ কথাটি মিনু কে কে বলেছিল? ক) মাসিমা খ) পিসিমা গ) মামা ঘ) যোগেন বসাক ব্যাখ্যাঃ ২৭. মিনু কার জন্য অপেক্ষা করে? ক) মার জন্য খ) ভাইয়ের জন্য গ) বোনের জন্য ঘ) বাবার জন্য ব্যাখ্যাঃ ২৮. ছাদে দাঁড়িয়ে মিনু কাকে আসতে দেখেছিল? ক) মিনুর বাবাকে খ) টুনুর বাবাকে গ) পিসিকে ঘ) যোগেন বসাককে ব্যাখ্যাঃ ২৯. মিনু গল্পে কাঁঠাল গাছের ওই সরু ডালে কি এসে বসলো? ক) কালো পাখি খ) সবুজ পাখি গ) হলদে পাখি ঘ) সাদা পাখি ব্যাখ্যাঃ ৩০. মিনুর দৈনন্দিন কাজ হয়ে উঠেছিল? ক) রান্না করা খ) শুকতারা দেখা গ) বাসন মাজা ঘ) ছাদে যাওয়া ব্যাখ্যাঃ ৩১. পেটভাতায় শব্দের অর্থ কি? ক) প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে খ) খাবারের জন্য গ) ভাত খাওয়ার জন্য ঘ) পেট অনুযায়ী ভাত খাওয়া ব্যাখ্যাঃ এখানে ৩২. কালা শব্দের অর্থ কি? ক) কানে বেশি শুনে এমন খ) কানে শোনে না এমন গ) কানে কম শুনে এমন ঘ) কানে শুনতে চায় না এমন ব্যাখ্যাঃ এখানে ৩৩. সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক কি? ক) নক্ষত্র খ) তারা গ) উপগ্রহ ঘ) গ্রহ ব্যাখ্যাঃ এখানে ৩৪. ডেলিপ্যাসেঞ্জারি শব্দের অর্থ কি? ক) প্রত্যয় যাতায়াতকারী খ) প্রতিদিন যাতায়াত গ) মাঝে মাঝে যাতায়াত ঘ) কোন যোগাযোগ নেই এমন ব্যাখ্যাঃ এখানে ৩৫. রান্না করে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্সকে কি বলে? ক) সুকেশ খ) আলমারি গ) মিটসেফ ঘ) ছোট আলমারি ব্যাখ্যাঃ এখানে ৩৬. খিড়কি কি? ক) বাড়ির সামনের দরজা খ) বাড়ির পেছনের ছোট দরজা গ) বাড়ির ছোট দরজা ঘ) বাড়ির বড় দরজা ব্যাখ্যাঃ এখানে ৩৭. বনফুলের প্রকৃত নাম কি? ক) জীবনানন্দ দাশ খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মাইকেল মধুসূদন দত্ত ব্যাখ্যাঃ ৩৮. বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক) ১৮৭৯ খ্রিস্টাব্দে খ) ১৮৮৯ খ্রিস্টাব্দে গ) ১৮৯৮ খ্রিস্টাব্দে ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে ব্যাখ্যাঃ ৩৯. বনফুলের জন্মস্থান কোথায়? ক) ভারতের বিহারে খ) ভারতের চুরুলিয়ায় গ) ভারতের কলকাতায় ঘ) ভারতের কুচবিহারে ব্যাখ্যাঃ ৪০. বনফুল পেশায় কি ছিলেন? ক) শিক্ষক খ) চিকিৎসক গ) সাংবাদিক ঘ) ভাষাবিদ ব্যাখ্যাঃ ৪১. বাহুল্য গল্প গ্রন্থটি কার লেখা? ক) রবীন্দ্রনাথ ঠাকুরের খ) জীবনানন্দ দাশের গ) বনফুলের ঘ) কাজী নজরুল ইসলামের ব্যাখ্যাঃ ৪২. বনফুল মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? ক) ১৯৭২ খ্রিস্টাব্দে খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে গ) ১৯৭৯ খ্রিস্টাব্দে ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে ব্যাখ্যাঃ ৪৩. বনফুল কোথায় মৃত্যুবরণ করেন? ক) ঢাকাই খ) কলকাতায় গ) রাজশাহীতে ঘ) দার্জিলিঙে ব্যাখ্যাঃ Submit answers Your Score: