১. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ ? ক) ৯ শতাংশ খ) ১৭.০৮ শতাংশ গ) ১৬ শতাংশ ঘ) ১৯ শতাংশ ব্যাখ্যা: ২. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? ক) ১৮ ভাগ খ) ২২ ভাগ গ) ২৫ ভাগ ঘ) ২৯ ভাগ ব্যাখ্যা: ৩. বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো — ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল খ) সুন্দরবন বনাঞ্চল গ) মধুপুর বনাঞ্চল ঘ) সিলেট বনাঞ্চল ব্যাখ্যা: ৪. দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয় ? ক) সুন্দরবন খ) মধুপুর বনাঞ্চল গ) পার্বত্য বনাঞ্চল ঘ) গাজীপুর বনাঞ্চল ব্যাখ্যা: ৫. সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? ক) ৫০% খ) ৫৮% গ) ৬২% ঘ) ৬৬% ব্যাখ্যা: ৬. সুন্দরবন বাংলাদেশের কতটি জেলাকে স্পর্শ করেছে? ক) 3টি খ) 4টি গ) 5টি ঘ) 6টি ব্যাখ্যা: ৭. সুন্দরবনের প্রধান বৃক্ষ কী? ক) সুন্দরী ও গর্জন খ) সুন্দরী ও গামার গ) সুন্দরী ও গরান ঘ) সুন্দরী ও সেগুন ব্যাখ্যা: ৮. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে — ক) সেগুন কাঠ খ) সুন্দরী কাঠ গ) গেওয়া কাঠ ঘ) বাঁশ ব্যাখ্যা: ৯. কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ---- ক) বাঁশ খ) আখের ছোবড়া গ) পাটকাঠি ঘ) ধানের খড় ব্যাখ্যা: ১০. কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়? ক) গরান খ) গেওয়া গ) ধুন্দল ঘ) চাপালিশ ব্যাখ্যা: ১১. পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? ক) গরান খ) নল খাগড়া গ) ধুন্দল ঘ) গেওয়া ব্যাখ্যা: ১২. মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? ক) গর্জন খ) সেগুন গ) গামার ঘ) শাল ব্যাখ্যা: ১৩. কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? ক) শিমুল খ) গরান গ) কেওয়া ঘ) কদম ব্যাখ্যা: ১৪. কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়? ক) খেজুর পাতা খ) তালপাতা গ) গোলপাতা ঘ) নাতিশীতোষ্ণ ব্যাখ্যা: ১৫. নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? ক) তুলা গাছ খ) দেবদারু গাছ গ) তাল গাছ ঘ) খেজুর গাছ ব্যাখ্যা: ১৬. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ক) সিলেটের বনভূমি খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি ব্যাখ্যা: ১৭. ম্যানগ্রোভ কি? ক) কেওড়া বন খ) শালবন গ) উপকূলীয় বন ঘ) চিরহরিৎ বন ব্যাখ্যা: ১৮. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ? ক) সুন্দরবন খ) ভূমধ্যসাগরীয় বনভূমি গ) সরলবর্গীয় বনভূমি ঘ) চিরহরিৎ বনভূমি ব্যাখ্যা: ১৯. পৃথিবীতে সব বড় টাইডাল বন কোনটি? ক) আমাজন খ) সুমাত্রা গ) সুন্দরবন ঘ) তৈগা ব্যাখ্যা: ২০. বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কী? ক) দেবদারু খ) তাল গ) বৈলাম ঘ) খেজুর ব্যাখ্যা: ২১. বাংলাদেশের কয়টি জেলায় কোন রাষ্ট্রীয় বনভূমি নেই? ক) ২৮ খ) ২৯ গ) ৩০ ঘ) ৩১ ব্যাখ্যা: ২২. জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়? ক) বাগেরহাট খ) ময়মনসিংহ গ) টাঙ্গাইল ঘ) বান্দরবান ব্যাখ্যা: ২৩. উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন করা হয়েছে কতটি জেলায়? ক) ১০টি খ) ৮ টি গ) ৭ টি ঘ) ১৫ টি ব্যাখ্যা: ২৪. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ক) রাজশাহী খ) কুমিল্লা গ) চট্টগ্রাম ঘ) গাজীপুর ব্যাখ্যা: ২৫. বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে — ক) খুলনা খ) চট্টগ্রামে গ) সিলেট ঘ) বরিশাল ব্যাখ্যা: ২৬. বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে কোথায়? ক) রাজশাহী খ) ঢাকা গ) সিলেট ঘ) খুলনা ব্যাখ্যা: ২৭. কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষনা দিয়েছে? ক) ইউনিসেফ খ) ইউএনডিপি গ) বিশ্বব্যাংক ঘ) ইউনেস্কো ব্যাখ্যা: ২৮. ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন ? ক) ১৪ এপ্রিল ১৯৯৫ খ) ৬ ডিসেম্বর ১৯৯৭ গ) ১৬ ডিসেম্বর ঘ) ১৬ মার্চ ১৯৯৫ ব্যাখ্যা: ২৯. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? ক) রায়মঙ্গল খ) মাতামুহুরী গ) পশুর ঘ) বলেশ্বর ব্যাখ্যা: ৩০. ইউনেস্কো সুন্দরবনকে কততম 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে ? ক) ৫২১ তম খ) ৭৯৮ তম গ) ৫২২ তম ঘ) ৫২৮ তম ব্যাখ্যা: ৩১. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়? ক) পাগ-মার্ক খ) ফুটমার্ক গ) GIS ঘ) কোয়ার্ডবেট ব্যাখ্যা: ৩২. সুন্দরবন কোন নদীটির তীরে অবস্থিত? ক) রুপসা খ) ডাকাতিয়া গ) চিতরা ঘ) শিবসা ব্যাখ্যা: ৩৩. সুন্দরবন কোন ধরনের বন? ক) রেইন খ) কনিয়ার গ) ম্যানগ্রোভ ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ৩৪. এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? ক) সুন্দরবন খ) কক্সবাজার গ) পটুয়খালী ঘ) ভোলা ব্যাখ্যা: ৩৫. বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত? ক) চট্রগ্রাম খ) রাজশাহী গ) গাজীপুর ঘ) কুমিল্লা ব্যাখ্যা: ৩৬. কোনটি বন অধিদপ্তরের ঘোষণা অনুসারে রক্ষিত এলাকা? ক) জাতীয় উদ্ভিদ উদ্যান খ) চিড়িখানা গ) বাশখালী ইকোপার্ক ঘ) রমনা পার্ক ব্যাখ্যা: ৩৭. চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়? ক) কুমিল্লা খ) বরিশাল গ) টাঙ্গাইল ঘ) বান্দরবান ব্যাখ্যা: ৩৮. সাম্পান ও নৌকা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ক) শাল খ) গামারি গ) জারুল ঘ) গরান ব্যাখ্যা: ৩৯. গাছের প্রাণ আছে - কে প্রমাণ করেন? ক) আলবার্ট আইনস্টাইন খ) জগদীশ চন্দ্র বসু গ) আর্নেস্ট হেমিংওয়ে ঘ) চার্লস ডারউইন ব্যাখ্যা: Submit answers Your Score: