১. বাংলাদেশের জলবায়ু কেমন? ক) সমভাবাপন্ন খ) চরমভাবাপন্ন গ) নিরক্ষীয় ঘ) ভূ-মধ্যসাগরীয় ব্যাখ্যা: ২. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? ক) আর্দ্র গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল খ) শীতল ও আর্দ্র গ্রীষ্মকাল গ) উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল ঘ) উষ্ণ ও শুষ্ক শীতকাল ব্যাখ্যা: ৩. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় — ক) উত্তর - পূর্ব শুঙ্ক মৌসুমী বায়ুর প্রভাবে খ) সমুদ্র বায়ুর প্রভাবে গ) দক্ষিণ -পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘ) নিরক্ষীয় বায়ুর প্রভাবে ব্যাখ্যা: ৪. তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে ব্যাখ্যা: ৫. বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? ক) মূল মধ্যরেখা খ) কর্কটক্রান্তি রেখা গ) নিরক্ষরেখা ঘ) মকরক্রান্তি রেখা ব্যাখ্যা: ৬. বাংলাদেশ কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত? ক) নিরক্ষীয় খ) ক্রান্তীয় মৌসুমি গ) নাতিশীতোষ্ণ ঘ) মেরু প্রদেশীয় ব্যাখ্যা: ৭. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? ক) ভারত মাহসাগরে খ) মেক্সিকো মহাসাগরে গ) চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ঘ) আটলান্টিক মাহসাগরে ব্যাখ্যা: ৮. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? ক) ২৬.০১° খ) ২৬.০৯° গ) ২৭.০১° ঘ) ২৮.০৯° ব্যাখ্যা: ৯. বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? ক) ৩৪ – ২১ খ) ৩৮ - ১০ গ) ৪০ – ১২ ঘ) ৪২- ৮ ব্যাখ্যা: ১০. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? ক) ২০৩ সে. মি. খ) ২০৫ সে. মি. গ) ২০৭ সে. মি. ঘ) ২০৯ সে. মি. ব্যাখ্যা: ১১. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ক) সিলেটের লালখানে খ) নাটোরের লালপুরে গ) মৌলভীবাজারে মাধবকুন্ডে ঘ) রাজশাহীর তানোরে ব্যাখ্যা: ১২. নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? ক) লালখান খ) লালপুর গ) শ্রীমঙ্গল ঘ) কোনটি নয় ব্যাখ্যা: ১৩. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? ক) পুটিয়া, রাজশাহী খ) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ গ) লালপুর, নাটোর ঘ) ঈশ্বরদী, পাবনা ব্যাখ্যা: ১৪. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? ক) শ্রীমঙ্গল খ) লালখাল গ) লালপুর ঘ) লালমাই ব্যাখ্যা: ১৫. বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি? ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) খুলনা ঘ) রাজশাহী ব্যাখ্যা: ১৬. বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? ক) রংপুর খ) চট্টগ্রাম গ) সিলেট ঘ) খুলনা ব্যাখ্যা: ১৭. বাংলাদেশের শীতলতম মাস কোনটি ? ক) ডিসেম্বর খ) জানুয়ারী গ) ফেব্রুয়ারি ঘ) নভেম্বর ব্যাখ্যা: ১৮. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? ক) এপ্রিল খ) মে গ) জুন ঘ) আগষ্ট ব্যাখ্যা: ১৯. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ? ক) প্রতিরক্ষা মন্ত্রণালয় খ) দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় গ) পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘ) বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্যাখ্যা: ২০. বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ব্যাখ্যা: ২১. বাংলাদেশে আবহাওয়া অফিস কয়টি? ক) ২৫টি খ) ১৫টি গ) ৪৫টি ঘ) ৩৫টি ব্যাখ্যা: ২২. বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত? ক) ২.৬ ডিগ্রী সেলসিয়াস খ) ২.৮ ডিগ্রী সেলসিয়াস গ) ৩.০ ডিগ্রী সেলসিয়াস ঘ) ৩.২ ডিগ্রী সেলসিয়াস ব্যাখ্যা: ২৩. কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়? ক) ফাল্গুন-চৈত্র খ) আষাঢ়-শ্রাবণ গ) বৈশাখ-জ্যৈষ্ঠ ঘ) বৈশাখ ব্যাখ্যা: ২৪. ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? ক) স্পারসো খ) নাসা গ) হু ঘ) আই.ইউ. সি.এন. ব্যাখ্যা: ২৫. 'স্পারসো (SPARSO)' কি? ক) মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা খ) মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা গ) ভূ-উপগ্রহ ঘ) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি ব্যাখ্যা: ২৬. SPARRSO কোথায় অবস্থিত? ক) ঢাকার আগারগাঁওয়ে খ) ঢাকার মিরপুরে গ) নারায়নগঞ্জে ঘ) গাজীপুরে ব্যাখ্যা: ২৭. SPARRSO এর পূর্ণরূপ কী? ক) Space Research and Remote Sensing Organization খ) Space and Remote Sensing Research Organization গ) Space Research Organization of Bangladesh ঘ) Space and Atomic Research Organization ব্যাখ্যা: ২৮. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে? ক) প্রতিরক্ষা মন্ত্রণালয় খ) শিল্প মন্ত্রণালয় গ) বাণিজ্য মন্ত্রণালয় ঘ) প্রযুক্তি মন্ত্রণালয় ব্যাখ্যা: ২৯. SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৮০ খ) ১৯৮১ গ) ১৯৮২ ঘ) ১৯৮৩ ব্যাখ্যা: ৩০. বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম — ক) তেল গ্যাস রক্ষা কমিটি খ) বিইএমএফ গ) গ্রামীন ব্যাংক ঘ) হৃদয়ে বাংলাদেশ ব্যাখ্যা: ৩১. "Green Peace" কি? ক) জাতীয়তাবাদী সংগঠন খ) রাজনৈতিক সংগঠন গ) মানবতাবাদী সংগঠন ঘ) পরিবেশবাদী সংগঠন ব্যাখ্যা: ৩২. গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ------ ক) সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে খ) বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে গ) নদ-নদীর পানি কমে যেতে পারে ঘ) ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে ব্যাখ্যা: ৩৩. ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম — ক) সিসমোমিটার খ) সেক্সট্যান্ট গ) ক্রোনোমিটার ঘ) হাইড্রমিটার ব্যাখ্যা: ৩৪. সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট ঢেউ কে কি বলে ? ক) হারিকেন খ) সাইক্লোন গ) সুনামি ঘ) টাইফুন ব্যাখ্যা: ৩৫. কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? ক) জলবায়ু খ) আর্দ্রতা গ) বৃষ্টিপাত ঘ) বায়ুচাপ ব্যাখ্যা: Submit answers Your Score: