১. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? ক) ২ কোটি ১৮ লক্ষ একর প্রায় খ) ২ কোটি ৫০ লক্ষ একর গ) ২ কোটি ২৫ লক্ষ একর ঘ) ২ কোটি একর ব্যাখ্যা: ২. বাংলাদেশের মাথাপিছু আবাদী জমির পরিমাণ — ক) ১ একর খ) ১.৫ একর গ) ২ একর ঘ) ০.১৫ একর ব্যাখ্যা: ৩. বাংলাদেশের শতকরা কতজন লোক কৃষির উপর নির্ভরশীল? ক) প্রায় ৭৫% খ) প্রায় ৮০% গ) প্রায় ৮৫% ঘ) প্রায় ৯৫% ব্যাখ্যা: ৪. বাংলাদেশ কৃষি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত? ক) ১৮.৭০% খ) ১৯.৯৫% গ) ১১.৩৮% ঘ) ১৩.৬০% ব্যাখ্যা: ৫. দেশের মোট জমির কত শতাংশ জমিতে ধান চাষ হয়? ক) ৬৫% খ) ৭০% গ) ৭৫% ঘ) ৮১% ব্যাখ্যা: ৬. বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? ক) ডাল খ) গম গ) ধান ঘ) তেলবীজ ব্যাখ্যা: ৭. কোন জেলায় সর্বাধিক ধান উৎপন্ন হয়? ক) বরিশাল খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) কুমিল্লা ব্যাখ্যা: ৮. ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশ এর স্থান কততম? ক) ২য় খ) ৩য় গ) ৪র্থ ঘ) ৫ম ব্যাখ্যা: ৯. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ক) চীন খ) ভারত গ) ইন্দোনেশিয়া ঘ) ভিয়েতনাম ব্যাখ্যা: ১০. চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ক) চীন খ) থাইল্যান্ড গ) ভারত ঘ) যুক্তরাষ্ট্র ব্যাখ্যা: ১১. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় — ক) আউশ ধান খ) আমন ধান গ) বোরো ধান ঘ) ইরি ধান ব্যাখ্যা: ১২. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ? ক) ধান খ) গম গ) আখ ঘ) পাট ব্যাখ্যা: ১৩. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ক) রংপুর খ) ময়মনসিংহ গ) টাঙ্গাইল ঘ) ফরিদপুর ব্যাখ্যা: ১৪. পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? ক) ভারত খ) পাকিস্তান গ) মিয়ানমার ঘ) বাংলাদেশ ব্যাখ্যা: ১৫. পাট থেকে তৈরি 'জুটন' আবিষ্কার করেন কে? ক) ড. মুহম্মদ কুদরত-ই-খুদা খ) ড. ইন্নাস আলী গ) ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন ঘ) ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ব্যাখ্যা: ১৬. আন্তর্জাতিক পাট সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? ক) নয়াদিল্লি খ) ডান্ডি গ) বেইজিং ঘ) ঢাকা ব্যাখ্যা: ১৭. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? ক) ADB খ) APEC গ) SAARC ঘ) IJO ব্যাখ্যা: ১৮. বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল — ক) চা খ) ধান গ) তামাক ঘ) গম ব্যাখ্যা: ১৯. চা চাষের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন? ক) উষ্ণ জলবায়ু খ) আর্দ্র জলবায়ু গ) উষ্ণ ও আর্দ্র জলবায়ু ঘ) শুষ্ক জলবায়ু ব্যাখ্যা: ২০. বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়? ক) সিলেট খ) মৌলভীবাজার গ) চট্টগ্রাম ঘ) পঞ্চগড় ব্যাখ্যা: ২১. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি? ক) চীন খ) ভারত গ) মার্কিন যুক্তরাষ্ট্র ঘ) জাপান ব্যাখ্যা: ২২. চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক) চীন খ) ভারত গ) কেনিয়া ঘ) শ্রীলংকা ব্যাখ্যা: ২৩. চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? ক) অষ্টম খ) সপ্তম গ) নবম ঘ) দশম ব্যাখ্যা: ২৪. বাংলাদেশে মোট কয়টি চা বাগান রয়েছে? ক) ১৪৮টি খ) ১৫৮টি গ) ১৬৮টি ঘ) ১৭৮টি ব্যাখ্যা: ২৫. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় ----- ক) সিলেটের মালনীছড়ায় খ) সিলেটের তামাবিলে গ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ঘ) সিলেটের জাফলং-এ ব্যাখ্যা: ২৬. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে — ক) পঞ্চগড়ে খ) রাজশাহীতে গ) মৌলভীবাজারে ঘ) সিলেটে ব্যাখ্যা: ২৭. সম্প্রতি উৎপাদিত দেশের অর্গানিক চা এর নাম কী? ক) মীনা চা খ) সবুজ চা গ) আনন্দ চা ঘ) রাজু চা ব্যাখ্যা: ২৮. বাংলাদেশের চা গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত? ক) ঢাকা খ) সিলেট গ) শ্রীমঙ্গল ঘ) চট্টগ্রাম ব্যাখ্যা: ২৯. পৃথিবীর সর্বাপেক্ষা বেশী গম উৎপাদনকারী দেশ কোনটি? ক) কানাডা খ) যুক্তরাষ্ট্র গ) চীন ঘ) যুক্তরাজ্য ব্যাখ্যা: ৩০. সোনালি আঁশ কাকে বলে? ক) পাট খ) রেশম গ) এক প্রকার স্বর্ণ ঘ) তুলা ব্যাখ্যা: ৩১. কোন শস্যকে বাংলাদেশের রুপালি আঁশ বলা হয়? ক) এক প্রকার স্বর্ণ খ) তুলা গ) পাট ঘ) রেশম ব্যাখ্যা: ৩২. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ক) যশোর খ) রংপুর গ) রাজশাহী ঘ) ফরিদপুর ব্যাখ্যা: ৩৩. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয় ? ক) রংপুর খ) বরিশাল গ) যশোর ঘ) ময়মনসিংহ ব্যাখ্যা: ৩৪. বাংলাদেশের কোন অঞ্চলে রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি? ক) নাটোর খ) রাজশাহী গ) সারদা ঘ) চাঁপাইনবাবগঞ্জ ব্যাখ্যা: ৩৫. বাংলাদেশের কোন জায়গাটি রবার চাষের জন্য বিখ্যাত? ক) রামু খ) রঙ্গামাটি গ) রাঙ্গুনিয়া ঘ) রামগর্তি ব্যাখ্যা: ৩৬. বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ক) গাজীপুরের জয়দেবপুরে খ) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ) ঢাকার সাভারে ঘ) ঢাকার ফার্মগেটে ব্যাখ্যা: ৩৭. BADC এর কাজ কি? ক) কৃষি উন্নয়ন খ) শিল্পোউন্নয়ন গ) চিকিৎসা উন্নয়ন ঘ) কোনটিই নয় ব্যাখ্যা: ৩৮. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত ? ক) ময়মনসিংহ খ) বরিশাল গ) গাজীপুর ঘ) চাঁদপুর ব্যাখ্যা: ৩৯. বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি? ক) IRRI খ) BRRI গ) BARC ঘ) BRAC ব্যাখ্যা: ৪০. বাংলাদেশের মোট জমির কত শতাংশ সেচের আওতাভূক্ত? ক) ৫০ খ) ৫১ গ) ৫২ ঘ) ৫৩ ব্যাখ্যা: ৪১. ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় — ক) মিথেন গ্যাস খ) অক্সিজেন গ) কার্বন ডাই-অক্সাইড ঘ) আর্গন ব্যাখ্যা: ৪২. 'রবিশস্য' বলতে কি বুঝায়? ক) গ্রীষ্মকালীন শস্য খ) বর্ষাকালীন শস্য গ) শীতকালীন শস্য ঘ) যে কোনো সময়ের শস্য ব্যাখ্যা: ৪৩. 'খরিপ শস্য' বলতে কী বুঝায়? ক) শীতকালীন শস্য খ) গ্রীষ্মকালীন শস্য গ) হাইব্রিড শস্য ঘ) তামাক জাতীয় শস্য ব্যাখ্যা: ৪৪. কলা উৎপাদনে কোন জেলা শীর্ষে ? ক) বগুড়া খ) বান্দরবন গ) নরসিংদী ঘ) চট্টগ্রাম ব্যাখ্যা: ৪৫. সবচেয়ে বেশী লিচু উৎপন্ন হয় কোন জেলায়? ক) যশোর খ) ময়মনসিংহ গ) ফরিদপুর ঘ) দিনাজপুর ব্যাখ্যা: ৪৬. বাংলাদেশের সবচেয়ে বড় সেচপ্রকল্প কোনটি? ক) কর্ণফুলী বহুমুখী প্রকল্প খ) গঙ্গা -কপোতাক্ষ প্রকল্প গ) তিস্তা বাঁধ প্রকল্প ঘ) মেঘনা প্রকল্প ব্যাখ্যা: ৪৭. বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? ক) ঢাকা খ) রংপুর গ) গাজীপুর ঘ) খুলনা ব্যাখ্যা: ৪৮. ' ইরাটম' কি? ক) উন্নত জাতের ধান খ) উন্নত জাতের ইক্ষু গ) উন্নত জাতের পাট ঘ) উন্নত জাতের চা ব্যাখ্যা: ৪৯. 'ব্রিশাইল' কি? ক) একটি উন্নত মানের ধানের নাম খ) একটি নদীর নাম গ) এক ধরনের গমের নাম ঘ) একটি উন্নত মানের পাট ব্যাখ্যা: ৫০. আলোক 6210 কী? ক) উচ্চ ফলনশীল ধান খ) উচ্চফলশীন গম গ) উচ্চ ফলনশীল আম ঘ) উচ্চ ফলনশীল তামাক ব্যাখ্যা: ৫১. বাংলামতি কী? ক) এক প্রকার ধান খ) এক প্রকার গম গ) একটি অন্তঃনগর ট্রেনের নাম ঘ) নদীর নাম ব্যাখ্যা: ৫২. 'উফশী' কি? ক) উন্নতজাতের আধুনিক ধান চাষ খ) উচ্চফলনশীল এক জাতের গম গ) উচ্চফলনশীল এক জাতের পাট ঘ) উচ্চফলনশীল এক জাতের আখ ব্যাখ্যা: ৫৩. 'মধুমালা' নামটি কিজন্য বিখ্যাত? ক) পুরস্কারপ্রাপ্ত ছবির নাম হিসেবে খ) নায়িকা নাম হিসেবে গ) হলদে জাতের তরমুজ হিসেবে ঘ) উন্নতজাতের ধান হিসেবে ব্যাখ্যা: ৫৪. নদী ছাড়া 'যমুনা' কী নামে পরিচিত? ক) উন্নতজাতের সরিষা খ) উন্নতজাতের মরিচ গ) উন্নতজাতের গম ঘ) উন্নতজাতের আলু ব্যাখ্যা: ৫৫. হাজী ও দানেশ কোনটির উন্নত জাতের নাম? ক) সরিষা খ) পেয়ারা গ) কুল ঘ) মিষ্টি কুমড়া ব্যাখ্যা: ৫৬. ”তারাপুরী” কী? ক) তারকালোক খ) উন্নজাতের আম গ) উন্নতজাতের বেগুন ঘ) মহাকাশে তারার মেলা ব্যাখ্যা: ৫৭. ব্র্যাকের উদ্ভাবিত ভুট্টার জাত কোনটি? ক) বর্ণালী খ) শুভ্র গ) উত্তরণ ঘ) রতন ব্যাখ্যা: ৫৮. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ক) তুলা খ) তামাক গ) পেয়ারা ঘ) তরমুজ ব্যাখ্যা: ৫৯. পাখি ছাড়া ‘ময়না’ শব্দের সঙ্গে যুক্ত — ক) উন্নত জাতের মসলা খ) উন্নত জাতের আম গ) উন্নত জাতের ধান ঘ) উন্নত জাতের পাট ব্যাখ্যা: ৬০. পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে ---- ক) দু'টি উন্নত জাতের গমশস্য খ) দু'টি উন্নত জাতের ধানশস্য গ) দু'টি উন্নত জাতের ভুট্টাশস্য ঘ) দু'টি উন্নত জাতের ইক্ষু ব্যাখ্যা: ৬১. নদী ছাড়া 'মহানন্দা' কি? ক) তরমুজ খ) আম গ) বাঁধাকপি ঘ) সরিষা ব্যাখ্যা: ৬২. নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের কিসের নাম ? ক) তরমুজ খ) ধান গ) গম ঘ) ভুট্টা ব্যাখ্যা: ৬৩. মানিক, বাহার ও রতন কী? ক) উন্নত জাতের চা খ) উন্নত জাতের টমেটো গ) উন্নত জাতের পশম ঘ) উন্নত জাতের তৈলবীজ ব্যাখ্যা: ৬৪. 'কুফরী' কার্ডিনাল' ও 'সিন্দুরী' উন্নত জাতের কী ? ক) ধান খ) গম গ) আলু ঘ) টমেটো ব্যাখ্যা: ৬৫. ' বর্ণালী' এবং 'শুভ্র' কী? ক) উন্নত জাতের ভুট্টা খ) উন্নত জাতের আম গ) উন্নত জাতের গম ঘ) উন্নত জাতের চাল ব্যাখ্যা: ৬৬. 'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম? ক) পেয়ারা খ) কলা গ) পেঁপে ঘ) জামরুল ব্যাখ্যা: ৬৭. ’রূপালী’ ও ’ডেলফোজ’ কী? ক) উন্নতজাতের চা খ) উন্নতজাতের তুলা গ) উন্নজাতের পশম ঘ) উন্নজাতের তৈলবীজ ব্যাখ্যা: ৬৮. স্বর্ণা সার আবিষ্কার করেন কে? ক) বিজ্ঞানী কুদরত-ই-খুদা খ) সৈয়দ আব্দুল খালেক গ) প্রফেসর আব্দস সালাম ঘ) উপরের কেউই নয় ব্যাখ্যা: ৬৯. বাংলাদেশে এ পর্যন্ত মোট কতবার কৃষি শুমারি হয়েছে? ক) ২ বার খ) ৩ বার গ) ৪ বার ঘ) ৫ বার ব্যাখ্যা: ৭০. মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? ক) ১ম খ) ২য় গ) ৩য় ঘ) ৪র্থ ব্যাখ্যা: Submit answers Your Score: