১. বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক কে? ক) মাওলানা ভাসানী খ) শেরে বাংলা একে ফজলুল হক গ) সোহরাওয়ার্দী ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাখ্যা: ২. স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন? ক) এম এ হান্নান খ) আবুল কাশেম গ) ফজলুল হক ঘ) হায়দার আলী ব্যাখ্যা: ৩. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল — ক) বৃহস্পতিবার খ) শুক্রবার গ) শনিবার ঘ) রবিবার ব্যাখ্যা: ৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? ক) ২৯ মার্চ ১৯৭১ খ) ৩০ মার্চ ১৯৭১ গ) ৩১ মার্চ ১৯৭১ ঘ) কোনোটিই নয় ব্যাখ্যা: ৫. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়? ক) ৭ মার্চ ১৯৭১ খ) ২৫ মার্চ ১৯৭১ গ) ১০ এপ্রিল ১৯৭১ ঘ) ১৭ মার্চ ১৯৭১ ব্যাখ্যা: ৬. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ কোথায় সংঘঠিত হয় ? ক) টাঙ্গাইলে খ) গাজীপুরে গ) রাজারবাগ পুলিশ লাইন ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাখ্যা: ৭. মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন — ক) পুলিশ খ) ইস্টবেঙ্গল রেজিমেন্ট গ) ই পি আর ঘ) আনসার ভিডিপি ব্যাখ্যা: ৮. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেফতার হন? ক) ২৫শে মার্চ খ) ২৬শে মার্চ গ) ২৭শে মার্চ ঘ) ২৮শে মার্চ ব্যাখ্যা: ৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? ক) ৯ জানুয়ারি ১৯৭২ খ) ১০ জানুয়ারি ১৯৭৩ গ) ১০ জানুয়ারি ১৯৭২ ঘ) ৮ জানুয়ারি ১৯৭২ ব্যাখ্যা: ১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি ? ক) ১০ ডিসেম্বর খ) ১০ জানুয়ারি গ) ১০ মার্চ ঘ) ১০ জুন ব্যাখ্যা: ১১. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? ক) ঢাকায় খ) আগরতলায় গ) চট্টগ্রামের কালূরঘাটে ঘ) মেহেরপুরে ব্যাখ্যা: ১২. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? ক) মুজিবনগর খ) কোলকাতা গ) চট্টগ্রাম ঘ) আগরতলায় ব্যাখ্যা: ১৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে ? ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল ব্যাখ্যা: ১৪. মুজিব নগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ক) ১০ এপ্রিল খ) ২১ এপ্রিল গ) ১৭ এপ্রিল ঘ) ২৭ এপ্রিল ব্যাখ্যা: ১৫. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন? ক) অধ্যাপক ইউসুফ আলী খ) জেনারেল এম.এ.জি ওসমানী গ) এইচ টি ইমাম ঘ) আতাউর রাহমান খান ব্যাখ্যা: ১৬. ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল — ক) ৫ জন খ) ৬ জন গ) ৭ জন ঘ) ৮ জন ব্যাখ্যা: ১৭. ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? ক) সৈয়দ নজরুলের ইসলাম খ) তাজউদ্দিন আহমেদ গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ) ক্যাপ্টেন মনসুর আলী ব্যাখ্যা: ১৮. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ) ক্যাপ্টেন মনসুর আলী গ) সৈয়দ নজরুলের ইসলাম ঘ) তাজউদ্দিন আহমেদ ব্যাখ্যা: ১৯. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? ক) শেখ মুজিবুর রহমান খ) এম. মনসুর আলী গ) তাজউদ্দিন আহমেদ ঘ) আতাউর রহমান খান ব্যাখ্যা: ২০. কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়? ক) লন্ডন খ) কলকাতা গ) টোকিও ঘ) ওয়াশিংটন ব্যাখ্যা: ২১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ক) সৈয়দ নজরুল ইসলাম খ) তাজউদ্দিন আহমেদ গ) শেখ মুজিবুর রহমান ঘ) ক্যাপ্টেন মনসুর আলী ব্যাখ্যা: ২২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? ক) ৯টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১২টি ব্যাখ্যা: ২৩. মুক্তিযুদ্ধে ' ঢাকা' কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল? ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৫ ব্যাখ্যা: ২৪. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল — ক) ১নং খ) ১১নং গ) ৯নং ঘ) ৩নং ব্যাখ্যা: ২৫. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ? ক) ২ নং খ) ৮ নং গ) ১০ নং ঘ) ১১ নং ব্যাখ্যা: ২৬. মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর — ক) ৫ নং খ) ৭ নং গ) ১০ নং ঘ) ১১ নং ব্যাখ্যা: ২৭. মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল? ক) ৯ নং সেক্টর খ) ৪ নং সেক্টর গ) ১০ নং সেক্টর ঘ) ১১ নং সেক্টর ব্যাখ্যা: ২৮. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? ক) ৭ নং সেক্টর খ) ১০ নং সেক্টর গ) ৩ নং সেক্টর ঘ) ১ নং সেক্টর ব্যাখ্যা: ২৯. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার কয়টি ক্ষেত্রে রাষ্ট্রীয় পুরস্কার দেয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ব্যাখ্যা: ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)। ৩০. সর্বমোট কতজনকে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আবদানের জন্য "বীরশ্রেষ্ঠ" খেতাব দেয়া হয়? ক) ৫ জন খ) ৭ জন গ) ১০ জন ঘ) ৯ জন ব্যাখ্যা: ৩১. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরউত্তম' উপাধি লাভ করেন কতজন? ক) ৫৯ জন খ) ৬৯ জন গ) ৭৩ জন ঘ) ৭৯ জন ব্যাখ্যা: ৩২. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরবিক্রম' উপাধি লাভ করেন কতজন? ক) ১৬৫ জন খ) ১৭১ জন গ) ১৭৫ জন ঘ) ৭৯ জন ব্যাখ্যা: ৩৩. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কত জন? ক) ৭ জন খ) ৬৮ জন গ) ১৭৫ জন ঘ) ৪২৬ জন ব্যাখ্যা: ৩৪. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়? ক) ৬৬৫ জন খ) ৬৭১ জন গ) ৬৭৭ জন ঘ) ৮৭৯ জন ব্যাখ্যা: ৩৫. স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর -প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে? ক) ৫ জন খ) ৭ জন গ) ২ জন ঘ) ৬ জন ব্যাখ্যা: ৩৬. স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন? ক) তারামন বিবি খ) জাহানারা ইমাম গ) রোকেয়া ঘ) তারামন বিবি ও সিতারা বেগম ব্যাখ্যা: ৩৭. তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? ক) ৮ খ) ৯ গ) ১০ ঘ) ১১ ব্যাখ্যা: ৩৮. ডাক্তার সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? ক) ৪ নম্বর খ) ৭ নম্বর গ) ২ নম্বর ঘ) ৫ নম্বর ব্যাখ্যা: ৩৯. বীর প্রতীক কাঁকন বিবি কোন সম্প্রদায়ের? ক) রাখাইন খ) খাসিয়া গ) সাঁওতাল ঘ) গারো ব্যাখ্যা: ৪০. মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে ? ক) মোহাম্মদ রুহুল আমিন খ) মোহাম্মদ মোস্তফা কামাল গ) মোহাম্মদ হামিদুর ঘ) মতিউর রহমান ব্যাখ্যা: ৪১. বীরশ্রেষ্ঠদের মধ্যে কে সর্বশেষে শহিদ হন ? ক) নূর মোহাম্মদ খ) হামিদুর রহমান গ) রহুল আমিন ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্যাখ্যা: ৪২. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? ক) মে. জে. জিয়াউর রহমান খ) মে. জে. সফিউল্লাহ গ) লে. জে. এইচ. এম. এরশাদ ঘ) জে. আতাউল গণি ওসমানি ব্যাখ্যা: ৪৩. জেনারেল ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন কবে? ক) ২৬ মার্চ ১৯৭১ সালে খ) ১৭ই এপ্রিল, ১৯৭১ সালে গ) ১৮ই এপ্রিল, ১৯৭১ সালে ঘ) ২৯ই মে, ১৯৭১ সালে ব্যাখ্যা: ৪৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত লোক শহিদ হন? ক) প্রায় ২০ লক্ষ খ) প্রায় ২৫ লক্ষ গ) প্রায় ২৮ লক্ষ ঘ) প্রায় ৩০ লক্ষ ব্যাখ্যা: ৪৫. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা — ক) মার্কটালী খ) আন্দ্রে মারলো গ) ডব্লিও এ.এস. ওডারল্যান্ড ঘ) এডওয়ার্ড কেনেডি ব্যাখ্যা: ৪৬. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ইটালী খ) নেদারল্যান্ড গ) যুক্তরাষ্ট্র ঘ) সুইজারল্যান্ড ব্যাখ্যা: ৪৭. কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? ক) Michel Jackson খ) Michel George গ) George Harrison ঘ) Elvis Presley ব্যাখ্যা: ৪৮. 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়? ক) লন্ডন খ) নিউইয়র্ক গ) ক্যালিফোর্নিয়া ঘ) ওয়াশিংটন ব্যাখ্যা: ৪৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র? ক) যুক্তরাজ্য ও চীন খ) যুক্তরাষ্ট্র ও ফ্রান্স গ) চীন ও যুক্তরাষ্ট্র ঘ) রাশিয়া ও ফ্রান্স ব্যাখ্যা: ৫০. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল? ক) যুক্তরাজ্য খ) ফ্রান্স গ) যুক্তরাষ্ট্র ঘ) সোভিয়েত ইউনিয়ন ব্যাখ্যা: ৫১. মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো — ক) কুমিল্লা খ) পঞ্চগড় গ) যশোর ঘ) টাঙ্গাইল ব্যাখ্যা: ৫২. স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? ক) সিলেট খ) খুলনা গ) কুমিল্লা ঘ) ঢাকা ব্যাখ্যা: ৫৩. 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কী? ক) আকবর হোসেন খ) শহীদুল ইসলাম গ) মোহাম্মদ শফিউল্লাহ ঘ) মাহবুব-উল-আলম ব্যাখ্যা: ৫৪. “এ দেশের মাটি চাই, মানুষ নয়”-এ উক্তিটি কার? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) নূরুল আমিন গ) ইয়াহিয়া খানের ঘ) লিয়াকত আলী খান ব্যাখ্যা: ৫৫. মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন? ক) জেনারেল মানকেশর খ) জগজিৎ সিং অরোরা গ) A এবং B উভয়ই ঘ) কোনটিই নয় ব্যাখ্যা: ৫৬. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন কে? ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) নূরুল আমিন গ) আমির আবদুল্লাহ খান নিয়াজী ঘ) লিয়াকত আলী খান ব্যাখ্যা: ৫৭. মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? ক) রেসকোর্স ময়দানে খ) শেরে বাংলানগরে গ) ভিক্টোরিয় পার্কে ঘ) ঢাকা স্টেডিয়ামে ব্যাখ্যা: ৫৮. ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? ক) জেনারেল মানেকশ ও জেনারেল নিয়াজী খ) জেনারেল জেকর ও জেনারেল নিয়াজী গ) জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী ঘ) জেনারেল দলবীয় সিং অরোরা ও জেনারেল নিয়াজী ব্যাখ্যা: ৫৯. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? ক) জেনারেল আতাউল গনি ওসমানী খ) মেজর খালেদ মোশাররফ গ) ক্যাপ্টেন এ কে খন্দকার ঘ) মেজর শফিউল্লাহ ব্যাখ্যা: ৬০. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে কতজন পাকিস্তানি সৈন্য যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে? ক) ৯০ হাজার খ) ৯১ হাজার গ) ৯৩ হাজার ঘ) ৯৭ হাজার ব্যাখ্যা: ৬১. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয় কখন? ক) 21 নভেম্বর 1971 খ) 22 নভেম্বর 1971 গ) 23 নভেম্বর 1971 ঘ) 24 নভেম্বর 1971 ব্যাখ্যা: ৬২. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন? ক) আব্দুস সাত্তার খ) জহির রায়হান গ) শওকত ওসমান ঘ) গাজীউল হক ব্যাখ্যা: ৬৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন — ক) আব্দুল গাফ্ফার চৌধুরী খ) সুনীল গঙ্গোপাধ্যায় গ) এম আর আখতার মুকুল ঘ) তোফায়েল আহম্মেদ ব্যাখ্যা: ৬৪. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় ছিল? ক) বৈদ্যনাথতলা খ) মেহেরপুর গ) থিয়েটার রোড, কলকাতা ঘ) ঢাকা ব্যাখ্যা: ৬৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন? ক) শেখ হাসিনা খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ) তাজউদ্দীন আহমদ ঘ) শেরে বাংলা এ কে ফজলুল হক ব্যাখ্যা: ৬৬. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল — ক) জয় বাংলা খ) বাংলাদেশ গ) স্বাধীনতা ঘ) মুক্তির ডাক ব্যাখ্যা: ৬৭. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? ক) সেগুনবাগিচা খ) ধানমন্ডি গ) মগবাজার ঘ) বনানী ব্যাখ্যা: ৬৮. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? ক) ১৯৯২ সনে খ) ২০০০ সনে গ) ২০০১ সনে ঘ) ২০০২ সনে ব্যাখ্যা: ৬৯. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ক) ভুটান খ) শ্রীলংকা গ) মায়ানমার ঘ) রাশিয়া ব্যাখ্যা: ৭০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ক) ভুটান খ) ইরাক গ) ভারত ঘ) শ্রীলঙ্কা ব্যাখ্যা: ৭১. আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ক) ইরাক খ) আলজেরিয়া গ) সৌদি আরব ঘ) জর্ডান ব্যাখ্যা: ৭২. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ক) সেনেগাল খ) নাইজেরিয়া গ) ইরাক ঘ) ইরান ব্যাখ্যা: ৭৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ক) পোল্যান্ড খ) স্পেন গ) ফ্রান্স ঘ) পূর্ব জার্মানি ব্যাখ্যা: ৭৪. বাংলাদেশকে চীন কখন স্বীকৃতি প্রদান করে ? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে ব্যাখ্যা: Submit answers Your Score: