৩য় অধ্যায় – ৩য় পরিচ্ছেদ

১. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি ক বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদের কী বলে?

ব্যাখ্যা:

২. দাঁড়ি দ্বারা বাক্যের কী অবস্থাকে বেঝায় ?

ব্যাখ্যা:

৩. সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল।—এ বাক্যে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে?

ব্যাখ্যা:

৪. নিচের কোন যতি চিহ্নটি একটু বা সামান্য বিরতি বোঝােতে ব্যবহৃত হয় ?

ব্যাখ্যা:

৫. বাহ্ তুমি তো চমৎকার ছবি আঁকো।—এ বাক্যে ‘বাহ্ শব্দের পর কোন যতিচিহ্ন ব্যবহার হয়েছে?

ব্যাখ্যা:

৬. ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন যতিচিহ্ন ব্যবহার হয় ?

ব্যাখ্যা:

৭. বাক্যের সমাপ্তিতে নিচের কোন যতিচিহ্নটি বসে?

ব্যাখ্যা:

৮. বক্তব্যকে স্পষ্ট করতে ব্যবহার হয়-

ব্যাখ্যা:

৯. তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না। -আলোচ্য বাবে এলেনের পর কোন যতিচিহ্ন ব্যবহার করা হবে?

ব্যাখ্যা:

১০. যোগাযোগের দুটি রূপ ভাষিক যোগাযোগ ও ভাষিক যোগাযোগ।—আলোচ্য বাক্যে ‘রূপ’ শব্দের পরে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে?

ব্যাখ্যা:

১১. এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বকে মধ্যে কোন চিহ্ন বসে?

ব্যাখ্যা:

১২. দুটি শব্দকে এক করতে অনেক সময় কোন চিহ্ন ব্যবহার করা হয় ?

ব্যাখ্যা:

১৩. কারো কথা সরাসরি বোঝাতে কোন যতিচিহ্ন বসে?

ব্যাখ্যা:

১৪. সে কখন এসেছে-আলোচ্য বাক্যে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা:

১৫. সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন যতিচিহ্ন ব্যবহার হয় ?

ব্যাখ্যা:

১৬. আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুঁই আর হাসনাহেনা- আলোচ্য বাক্যে কোন দুটি যতিচিহ্ন ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা:

১৭. তিনিই ভালো রাজা যিনি প্রজাতের কথা সবসময় ভাবেন। – আলোচ্য বাক্যে রাজার পর কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা:

১৮. বিভিন্ন আবেগ বোঝাতে কোন চিহ্ন বসে?

ব্যাখ্যা:

১৯. উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বসে —

ব্যাখ্যা:

২০. উদাহরণ উপস্থাপনের সময় কোন চিহ্ন বসে?

ব্যাখ্যা:

২১. ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন। আলোচ্য বাক্যে ‘ভালো-মন্দ’ শব্দ দুটিতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়েছে?

ব্যাখ্যা:

২২. বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে কোন চিহ্ন বসে?

ব্যাখ্যা:

২৩. নিচের কোনটি ড্যাশ চিহ্ন?

ব্যাখ্যা:

২৪. একটু বিরতি বোঝাতে ব্যবহৃত হয় —

ব্যাখ্যা:

২৫. নিচের কোনটি যতিচিহ্ন নয়?

ব্যাখ্যা:

২৬. কারো কথা সরাসরি দেখাতে কোন যতিচিহ্ন বসে?

ব্যাখ্যা:

২৭. প্রান্তিক যতিচিহ্ন কোনটি ?

ব্যাখ্যা:

২৮. নিচের কোনটি কোলন চিহ্ন?

ব্যাখ্যা:

২৯. সমাসবদ্ধ শব্দে নিচের কোন যতিচিহ্নটি বসে?

ব্যাখ্যা:

৩০. এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করতে চাইলে কোনটি ব্যবহৃত হয় ?

ব্যাখ্যা:

Your Score: