অনুশীলন ১

বহুনির্বাচনি প্রশ্ন

১। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে —
       i. ম্যাজিক সংখ্যা হবে ১৫
       ii. কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫
       iii. ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে

নিচের কোনটি সঠিক ?
       ক) i ও ii
       খ) i ও iii
       গ) ii ও iii
       ঘ) i, ii ও iii

২ । নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা?
       ক) ৫২+২৫
       খ) ৫২৭+৭২৫
       গ) ৪১২+২৩৪
       ঘ) ৭৫-৫৭

৩ । ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ?
       ক) ৯৯ক+১
       খ) ৯৯ক – ১
       গ) ক +১
       ঘ) ক – ১

৪ । 'ক' সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?
       ক) ক
       খ) ২ক – ১
       গ) ক
       ঘ) ২ক+১

৫। ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় ?
       ক) ১০টি
       খ) ২০টি
       গ) ৩৫টি
       ঘ) ৫০টি

নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

১২ ১৯ ১৪
১৭ ১৮
১৬ ১১ ১৮

একটি ম্যাজিক বর্গ

৬। 'ক' চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত?
       ক) ৪৫
       খ) ২০
       গ) ১৫
       ঘ) ৩

৭ । ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত?
       ক) ১৫
       খ) ৩৪
       গ) ৩৫
       ঘ) ৪৫

৮ । প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি-
       i. পূর্ণবর্গ সংখ্যা
       ii. বিজোড় সংখ্যা
       iii. মৌলিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?
       ক) i ও ii
       খ) i ও iii
       গ) ii ও iii
       ঘ) i,ii ও iii

৯। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের কর এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর।

ক) ৭, ১২, ১৭, ২২, ২৭, ....

সমাধানঃ

দেওয়া আছে,
তালিকার সংখ্যাগুলো:

পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য
যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে ৫ করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হলো —
২৭ + ৫ = ৩২,
৩২ + ৫ = ৩৭,
তালিকার পরবর্তী ২টি সংখ্যা হলো —
৩২, ৩৭ (উত্তর)


খ) ৬, ১৭, ২৮, ৩৯, ৫০, ....

সমাধানঃ

দেওয়া আছে,
তালিকার সংখ্যাগুলো:

পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য
যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে ১১ করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হলো —
৫০ + ১১ = ৬১,
৬১ + ১১ = ৭২,
তালিকার পরবর্তী ২টি সংখ্যা হলো —
৬১, ৭২ (উত্তর)


১০। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি?
প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় কর।

ক) ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ....

সমাধানঃ

(ক) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটি: ১. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ….
(খ) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটি: ৪, ৪, ৫, ৬, ৮, ১১, ….

এখানে,
১ম পদ = ৪ = ১ + ৩;
২য় পদ = ৪ = ১ + ৩;
৩য় পদ = ৫ = ২ + ৩;
৪র্থ পদ = ৬ = ৩ + ৩;
৫ম পদ = ৮ = ৫ + ৩;
৬ষ্ঠ পদ = ১১ = ৮ + ৩;

দেখা যাচ্ছে, (খ) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ, ক্রমানুসারে (ক্) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষা ৩ বেশি । সুতরাং সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল বিদ্যমান। (উত্তর)



খ) ৪, ৪, ৫, ৬, ৮, ১১, ….

সমাধানঃ

(খ) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ
অর্থাৎ ৭ম পদ = (ক) এ বর্ণিত প্যাটার্নটির ৭ম পদ + ৩ = ১৩ + ৩ = ১৬ (উত্তর)

আবার, (ক) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির ৩য়) পদ থেকে প্রতিটি পদের মান, তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান ।
∴ (ক) এ বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ
অর্থাৎ ৮ম পদ = ৮ + (১৩) ২১ (উত্তর)



১১। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ।

ক) কাঠির সংখ্যার তালিকা কর ।

সমাধানঃ

কাঠির সংখ্যার তালিকা নিম্নরূপঃ

চিত্র ১ম ২য় ৩য়
কাঠি ১০
১ম, ২য় ও ৩য় চিত্রটিতে যথাক্রমে ৪, ৭ ও ১০টি কাঠি আছে।



খ) তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর ।

সমাধানঃ

কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ করলে পাই,
কাঠির সংখ্যা প্রতিবার ৩টি করে বাড়ছে।
সুতরাং ৩ যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে।

∴ পরবর্তী সংখ্যাটি হবে (১০ + ৩) = ১৩।



গ) কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি কর এবং তোমার উত্তর যাচাই কর ।

সমাধানঃ

পরবর্তী চিত্রটি হবে -

এখানে কাঠির সংখ্যা ১৩ টি।
আবার 'খ' হতে পাই, তালিকার পরবর্তী সংখ্যা হবে ১৩।

∴ উত্তরের সত্যতা যাচাই হলো ।



১২। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে ।

ক) চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের কর ।

সমাধানঃ

চতুর্থ প্যাটার্নে ৪টি ত্রিভুজ থাকবে। অর্থাৎ

∴ চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের মোট কাঠির সংখ্যা ৯টি। (উত্তর)



খ) প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর ।

সমাধানঃ

এখানে,
১ম চিত্রে কাঠির সংখ্যা ৩টি
২য় চিত্রে কাঠির সংখ্যা ৫টি
৩য় চিত্রে কাঠির সংখ্যা ৭টি
প্রতিবার কাঠির সংখ্যা (২ক + ১) আকারের হয়।

অতএব, ক এর মান ৪ বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে।



গ) শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন ?

সমাধানঃ

শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা (২ক + ১)
= (২ x ১০০ + ১)টি
= (২০০ + ১)টি
= ২০১টি (উত্তর)



১৩। ৫, ১৩, ২১, ২৯, ৩৭,...

ক) ২৯ ও ৩৭ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর ।

সমাধানঃ

২৯ ও ৩৭ কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো:
২৯ = ২৫ + ৪ = ৫ + ২
৩৭ = ৩৬ + ১ = ৬ + ১



খ) তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,
তালিকার সংখ্যাগুলো:

পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য
যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে ৮ করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হলো —
৩৭ + ৮ = ৪৫,
৪৫ + ৮ = ৫৩,
৫৩ + ৮ = ৬১,
৬১ + ৮ = ৬৯
তালিকার পরবর্তী ৪টি সংখ্যা হলো —
৪৫, ৫৩, ৬১, ৬৯ (উত্তর)



গ) তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।

সমাধানঃ

এখানে,
প্রথম সংখ্যা = ৫ = (৮ × ১) – ৩
২য় সংখ্যা = ১৩ = (৮ × ২) – ৩
৩য় সংখ্যা = ২১ = (৮ × ৩) – ৪
দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো (৮ক – ৩) আকারে পাওয়া যাচ্ছে।
∴ ৫০ তম সংখ্যা = (৮ x ৫০) – 3 = ৪০০ – ৩ = ৩৯৭ এবং পদসংখ্যা = ৫০

∴ সমষ্টি = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা ) × পদ সংখ্যা
= (৫ + ৩৯৭) × ৫০
= ৪০২ × ২৫
= ১০০৫০ (উত্তর)


You cannot copy content of this page.