ব্যাখ্যা: ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যঃ
১. আনুবীক্ষণীক জীব, এককোষী ও প্রাককেন্দ্রিক।
২.. এদের সাধারণত অ্যামাইটোসিস বা দ্বিভাজন পদ্ধতিতে প্রজনন হয়ে থাকে।
৩. এদের জড় কোষ প্রাচীর বিদ্যমান (কোষ প্রাচীর মূলত মিউকো পেপটাইড, পলিস্যাকারাইড, মুরামিক এসিড দ্বারা গঠিত)।
৪. একটি আদর্শ ব্যাকটেরিয়া মূলত ফ্ল্যাজেলা, ক্যাপসিউল, কোষপ্রাচীর, সাইটোপ্লাজমিক মেমব্রেন ও সাইটোপ্লাজম অংশ নিয়ে গঠিত।
৫. এদের সাইটোপ্লাজমে মূলত রাইবোসোম, ক্রোমাটোফোর, ভলিউটিন, কোষ গহ্বর, সিউডো নিউক্লিয়াস থাকে।
৬. এরা একক বা দল বদ্ধ হয়ে বাস করে।