বহুনির্বাচনী প্রশ্ন ১. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? ক) গোত্র খ) গোষ্ঠী গ) সম্প্রদায় ঘ) পরিবার ব্যাখ্যাঃ ২. নারীই প্রথম কৃষি কাজ শুরু করেন, কারণ তাদের ছিল — i. সৃজনশীল দৃষ্টিভঙ্গি ii. খাবার সংগ্রহের দায়িত্ব পালন iii. দায়িত্ব পালনের বাধ্যবাধকতা নিচের কোনটি সঠিক? ক) i খ) iii গ) i ও ii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। ৩. অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? ক) শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক খ) উদ্যান কৃষিভিত্তিক গ) কৃষিভিত্তিক ঘ) শিল্পভিত্তিক ব্যাখ্যাঃ ৪. উক্ত সমাজ ব্যবস্থার ফলে — i. অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে ii. কৃষির সূচনা হয়েছে iii. যোগাযোগ সহজতর হয়েছে নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii ব্যাখ্যাঃ অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ১. জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের জন্য কারা অসহায় ছিল? ক) আদিম কালের মানুষ খ) মধ্যযুগের মানুষ গ) আধুনিক যুগের মানুষ ঘ) পাকিস্তান আমলের মানুষ ব্যাখ্যাঃ ২. আদিম কালের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার জীবন যাপনের চাহিদা পূরণের জন্য কিসের প্রয়োজন অনুভব করে? ক) বিনিময় প্রথার খ) সমাজ পরিবর্তনের গ) একে অন্যের সহযোগিতা করার ঘ) কৃষি পণ্য আবিষ্কারের ব্যাখ্যাঃ ৩. আদিম কালের মানুষ পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে কি গড়ে তুলেছে? ক) পরিবেশ খ) সমাজ গ) পরিবার ঘ) ভ্রাতৃত্ব ব্যাখ্যাঃ ৪. শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা কি লক্ষ্য করি? ক) একাকী জীবন খ) সহযোগিতা গ) আবিষ্কারের আকাঙ্ক্ষা ঘ) দলবদ্ধ জীবনধারা ব্যাখ্যাঃ ৫. মানুষ কি চায় না? ক) সহযোগিতা খ) একাকী জীবন গ) আবিষ্কারের আকাঙ্ক্ষা ঘ) দলবদ্ধ জীবনধারা ব্যাখ্যাঃ ৬. সবাই দলবদ্ধভাবে বাস করে কেন? ক) কৃষি পণ্য আবিষ্কারের আকাঙ্খায় খ) একাকী না চলার কারণে গ) নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য ঘ) অন্যকে সহযোগিতা করার জন্য ব্যাখ্যাঃ ৭. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানুষ গোষ্ঠীকে কি বলা হয়? ক) পরিবেশ খ) পরিবার গ) সমাজ ঘ) গোষ্ঠী ব্যাখ্যাঃ ৮. পরিবার সমাজ গঠনের কততম ধাপ হচ্ছে কি? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ব্যাখ্যাঃ ৯. কি আদিম সামাজিক প্রতিষ্ঠান? ক) পরিবেশ খ) সমাজ গ) পরিবার ঘ) গোষ্ঠী ব্যাখ্যাঃ ১০. সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ব্যাখ্যাঃ ১১. মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত? ক) পরিবার খ) সমাজ গ) গোষ্ঠী ঘ) প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যাঃ ১২. অনেকক্ষেত্রে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে কে? ক) পরিবার খ) গোষ্ঠী গ) পরিবেশ ঘ) সমাজ ব্যাখ্যাঃ ১৩. মানব সমাজের প্রকৃতি, আচার-আচরণ ও সংস্কৃতির উপর কিসের প্রভাব স্পষ্ট? ক) গোষ্ঠীর খ) পরিবারের গ) সমাজের ঘ) পরিবেশের ব্যাখ্যাঃ ১৪. পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কি ভিত্তিক? ক) খাল ভিত্তিক খ) নদীভিত্তিক গ) সমুদ্রভিত্তিক ঘ) সমতলে ব্যাখ্যাঃ ১৫. সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? ক) মিশরীয় সভ্যতা খ) মেসোপটেমীয় সভ্যতা গ) সিন্ধু সভ্যতা ঘ) ব্যবলিয়ন সভ্যতা ব্যাখ্যাঃ ১৬. নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? ক) সিন্ধু সভ্যতা খ) ব্যবলিয়ন সভ্যতা গ) মেসোপটেমীয় সভ্যতা ঘ) মিশরীয় সভ্যতা ব্যাখ্যাঃ ১৭. টাইগ্রিস ও ইউফেডিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? ক) সিন্ধু সভ্যতা খ) মিশরীয় সভ্যতা গ) মেসোপটেমীয় সভ্যতা ঘ) ব্যবলিয়ন সভ্যতা ব্যাখ্যাঃ ১৮. বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় বিকাশ লাভ করেছে? ক) গঙ্গা খ) যমুনা গ) নাফ ঘ) মেঘনা ব্যাখ্যাঃ ১৯. নদীমাতৃক দেশ বলা হয় কাকে? ক) ভুটানকে খ) নেপালকে গ) ভারতকে ঘ) বাংলাদেশকে ব্যাখ্যাঃ ২০. কুটিরশিল্প বিকাশে কিসের প্রভাব রয়েছে? ক) পরিবারের খ) সমাজের গ) গোষ্ঠীর ঘ) ভৌগোলিক পরিবেশের ব্যাখ্যাঃ ২১. বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় কোথায়? ক) ঢাকার ডেমরায় খ) ময়মনসিংহের মুক্তাগাছায় গ) টাঙ্গাইলের পোড়াবাড়ির ঘ) কুমিল্লার লালমাই ব্যাখ্যাঃ ২২. রেশমি শাড়ী তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে কোথায়? ক) ঢাকাতে খ) ময়মনসিংহে গ) চট্টগ্রামে ঘ) রাজশাহীতে ব্যাখ্যাঃ ২৩. রেশমি শাড়ী তৈরি হয় কোথা থেকে? ক) রেশম সুতা চাষের মাধ্যমে খ) ছাগলের পশম থেকে গ) রেশম কীট থেকে ঘ) ভেড়ার পশম থেকে ব্যাখ্যাঃ ২৪. খেজুরের গুড়ের জন্য বিখ্যাত? ক) জামালপুর খ) শেরপুর গ) ফরিদপুর ঘ) কুমিল্লা ব্যাখ্যাঃ ২৫. মন্ডার জন্য বিখ্যাত? ক) ঢাকা খ) ফরিদপুর গ) জামালপুর ঘ) মুক্তাগাছা ব্যাখ্যাঃ ২৬. শাড়ির জন্য বিখ্যাত? ক) রংপুর খ) দিনাজপুর গ) টাঙ্গাইল ঘ) জামালপুর ব্যাখ্যাঃ ২৭. মধুর জন্য বিখ্যাত? ক) গারো পাহাড় খ) সাজেক ভ্যালি গ) সুন্দরবন ঘ) লালমাই পাহাড় ব্যাখ্যাঃ ২৮. শীতল পার্টির জন্য বিখ্যাত? ক) ময়মনসিংহ খ) সিলেট গ) ঢাকা ঘ) চট্টগ্রাম ব্যাখ্যাঃ ২৯. বিখ্যাত মসলিন শিল্পের জন্য বিখ্যাত? ক) সোনারগাঁও খ) ফরিদপুর গ) নওগাঁ ঘ) টাঙ্গাইল ব্যাখ্যাঃ ৩০. গ্রীষ্মপ্রধান দেশের মানুষ হালকা কাপড় আর শীতপ্রধান দেশের মানুষ গরম পশমি কাপড় পরিধান করে, এ থেকে প্রমাণিত হয় — ক) অভ্যাসের কারণে পোশাক ভিন্ন হয় খ) সংস্কৃতির কারণে পোশাক ভিন্ন হয় গ) ফ্যাশনের কারণে পোশাক ভিন্ন হয় ঘ) ভৌগোলিক ব্যবধানের কারণে পোশাক ভিন্ন হয় ব্যাখ্যাঃ ৩১. শীতপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পড়ে? ক) হালকা পশমের কাপড় খ) হালকা সুতি কাপড় গ) সিল্কের কাপড় ঘ) উলের কাপড় ব্যাখ্যাঃ ৩২. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পড়ে? ক) সিল্কের কাপড় খ) উলের কাপড় গ) হালকা পশমের কাপড় ঘ) হালকা সুতি কাপড় ব্যাখ্যাঃ ৩৩. যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কি ব্যবহার করে? ক) কাঠ খ) ইট গ) মাটি ঘ) খড় ব্যাখ্যাঃ ৩৪. সমাজ কেমন? ক) অপরিবর্তনীয় খ) স্থিতিশীল গ) পরিবর্তনশীল ঘ) স্থবির ব্যাখ্যাঃ ৩৫. পুরনো সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজ গড়ে উঠেছে কিসের জন্য? ক) কৃষি পণ্যের আবিষ্কার খ) শিক্ষা ব্যবস্থার উন্নতি গ) বিনিময় প্রথার উন্নতি ঘ) জ্ঞান-বিজ্ঞানের উন্নতির জন্য ব্যাখ্যাঃ ৩৬. কালের সুদীর্ঘ চাঁদটা পথে সমাজের পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ৪ ভাগে খ) ৫ ভাগে গ) ৬ ভাগে ঘ) ৭ ভাগে ব্যাখ্যাঃ ৩৭. আদিমকালে মানুষ কোথায় বাস করত? ক) নদীর তীরে খ) মাটির ঘরে গ) পাহাড়ে ঘ) গুহায় ও বন জঙ্গলে ব্যাখ্যাঃ ৩৮. খাবার খোঁজার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো কোন যুগের লোক? ক) আদিম যুগের খ) মধ্যযুগের গ) আধুনিক যুগের ঘ) ব্রোঞ্জ যুগের ব্যাখ্যাঃ ৩৯. ফলমূল সংগ্রহ, পশুপাখি ও মৎস্য শিকার কোন যুগের প্রধান কাজ কি ছিল? ক) মধ্য খ) আধুনিক গ) ব্রোঞ্জ যুগ ঘ) আদিম ব্যাখ্যাঃ ৪০. আদিম সমাজকে কি সমাজ বলা হয়? ক) কৃষি যুগ খ) প্রস্তর যুগ গ) লৌহ যুগ ঘ) ব্রোঞ্জ যুগ ব্যাখ্যাঃ ৪১. গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া কোন সমাজে শীত ও রোধ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কি ব্যবহার করত? ক) আদিম যুগের সমাজে খ) মধ্যযুগের সমাজে গ) আধুনিক যুগের সমাজে ঘ) ব্রোঞ্জ যুগের সমাজে ব্যাখ্যাঃ ৪২. কোন সমাজের মানুষ কোন শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি? ক) আধুনিক যুগের সমাজে খ) মধ্যযুগের সমাজে গ) ব্রোঞ্জ যুগের সমাজে ঘ) আদিম যুগের সমাজে ব্যাখ্যাঃ ৪৩. খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় কোন সমাজে? ক) উদ্যান কৃষি ভিত্তিক সমাজে খ) পশুপালন সমাজে গ) শিল্পভিত্তিক সমাজে ঘ) শিল্প বিপ্লব পরবর্তী সমাজে ব্যাখ্যাঃ ৪৪. সমাজবিজ্ঞানীদের মতে কৃষিকাজের উদ্ভাবক কারা? ক) ছেলেরা খ) মেয়েরা গ) বিজ্ঞানীরা ঘ) জ্যোতিষরা ব্যাখ্যাঃ ৪৫. মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশু পালন করে জীবিকা নির্বাহ করতে কোন সমাজে? ক) পশুপালন সমাজে খ) উদ্যান কৃষি ভিত্তিক সমাজে গ) শিল্পভিত্তিক সমাজে ঘ) শিল্প বিপ্লব পরবর্তী সমাজে ব্যাখ্যাঃ ৪৬. বিনিময় প্রথার উদ্ভব ঘটে কোন সমাজে? ক) শিল্পভিত্তিক সমাজে খ) শিল্প বিপ্লব পরবর্তী সমাজে গ) পশুপালন সমাজে ঘ) উদ্যান কৃষি ভিত্তিক সমাজে ব্যাখ্যাঃ ৪৭. কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় কখন? ক) যন্ত্র আবিষ্কারের পর খ) লাঙ্গল আবিষ্কারের পর গ) চাকা আবিষ্কারের পর ঘ) চাষ পদ্ধতি আবিষ্কার এরপর ব্যাখ্যাঃ ৪৮. কৃষিভিত্তিক সমাজের সময় কোন অঞ্চলে প্রচুর বৃষ্টি হতো? ক) দক্ষিণ এশিয়ায় খ) ইউরোপে গ) আমেরিকা ও আফ্রিকায় ঘ) পশ্চিম এশিয়া ও আফ্রিকায় ব্যাখ্যাঃ ৪৯. সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে কীসের মধ্য দিয়ে? ক) পশু পালনের খ) কৃষি কাজের গ) শিল্পের প্রসারে ঘ) খাদ্য সংগ্রহের ব্যাখ্যাঃ ৫০. নগর জীবনের বিকাশের ভূমিকা রাখে কোন সমাজ? ক) শিল্পভিত্তিক সমাজে খ) শিল্প বিপ্লব পরবর্তী সমাজে গ) পশুপালন সমাজে ঘ) কৃষিভিত্তিক সমাজ ব্যাখ্যাঃ ৫১. সভ্যতা হচ্ছে কীসের অবদান? ক) কৃষির খ) পশু পালনের গ) শিল্পের প্রসারে ঘ) খাদ্য সংগ্রহের ব্যাখ্যাঃ ৫২. বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে কখন? ক) ইউরোপে মধ্যযুগের প্রথম দিকে খ) ইউরোপে মধ্যযুগের শেষ দিকে গ) ইউরোপে আধুনিক যুগের প্রথম দিকে ঘ) ইউরোপে আধুনিক যুগের শেষে দিকে ব্যাখ্যাঃ ৫৩. ‘রেনেঁসা’ কথাটির অর্থ কি? ক) বার্ধক্য খ) পৌঢ়ত্ব গ) নবজীবন ঘ) মৃত্যু ব্যাখ্যাঃ ৫৪. আমেরিকা আবিষ্কার করেন — ক) ম্যাগিলান খ) কলম্বাস গ) আমেরিগো ভেসপুসি ঘ) ক্যাপ্টেন কুক ব্যাখ্যাঃ ৫৫. কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন? ক) ১৪৫৮ খ) ১৪৮৭ গ) ১৪৯২ ঘ) ১৫৫৭ ব্যাখ্যাঃ ৫৬. মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে? ক) গ্যালিলিও খ) নিউটন গ) আইনস্টাইন ঘ) মার্কনী ব্যাখ্যাঃ ৫৭. কত সালে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন? ক) ১৫৮৫ সালে খ) ১৬৬৭৮সালে গ) ১৬৮৫ সালে ঘ) ১৬৮৯ সালে ব্যাখ্যাঃ ৫৮. কত শতকে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার হয়? ক) ১৬ শতকে খ) ১৭ শতকে গ) ১৮ শতকে ঘ) ১৯ শতকে ব্যাখ্যাঃ ৫৯. শিল্প বিপ্লবের সূচনা হয় কোন সমাজে? ক) শিল্পভিত্তিক সমাজে খ) শিল্প বিপ্লব পরবর্তী সমাজে গ) পশুপালন সমাজে ঘ) কৃষিভিত্তিক সমাজ ব্যাখ্যাঃ ৬০. কত শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়? ক) ১৬-১৭ শতকে খ) ১৭-১৮ শতকে গ) ১৮-১৯ শতকে ঘ) ১৯-২০ শতকে ব্যাখ্যাঃ ৬১. ক্রমঃ বর্ধমান শিল্প কারখানার স্ট্রং ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করে কোথায়? ক) এশিয়া ও ইউরোপে খ) ইউরোপ ও আমেরিকায় গ) আফ্রিকা ও ইউরোপে ঘ) এশিয়া ও আফ্রিকায় ব্যাখ্যাঃ ৬২. রেডিও, সিনেমা ও টেলিভিশনে ব্যবহার শুরু হয় কত শতকে? ক) ১৭ শতকে খ) ১৮ শতকে গ) ১৯ শতকে ঘ) ২০ শতকে ব্যাখ্যাঃ ৬৩. শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি কি? ক) কৃষি খ) পশুপালন ও কৃষি গ) জ্ঞান ও তথ্য ঘ) তথ্য ও প্রযুক্তি ব্যাখ্যাঃ ৬৪. শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করা কীসের মূল বৈশিষ্ট্য? ক) অর্থনীতির খ) আবিষ্কারের গ) জ্ঞানের ঘ) প্রযুক্তির ব্যাখ্যাঃ ৬৫. পলাশীর যুদ্ধ হয় কত শতকে? ক) ১৭ শতকে খ) ১৮ শতকে গ) ১৯ শতকে ঘ) ২০ শতকে ব্যাখ্যাঃ ৬৬. বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে কখন? ক) খেলাফত আন্দোলনে হারের মাধ্যমে খ) অসহযোগ আন্দোলনে হারের মাধ্যমে গ) ফরায়েজী আন্দোলনে হারের মাধ্যমে ঘ) পলাশীর যুদ্ধে হারার মাধ্যমে ব্যাখ্যাঃ ৬৭. কখন বাংলাদেশে শিল্পের বিকাশ ঘটেনি? ক) বারো ভূঁইয়ার আমলে খ) মোগল আমলে গ) ব্রিটিশ আমলে ঘ) পাকিস্তানি আমলে ব্যাখ্যাঃ Submit answers Your Score: