বহুনির্বাচনী প্রশ্ন

১. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি?
ব্যাখ্যাঃ


২. নারীই প্রথম কৃষি কাজ শুরু করেন, কারণ তাদের ছিল —

i. সৃজনশীল দৃষ্টিভঙ্গি
ii. খাবার সংগ্রহের দায়িত্ব পালন
iii. দায়িত্ব পালনের বাধ্যবাধকতা

নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যাঃ



নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে।

৩. অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে?
ব্যাখ্যাঃ


৪. উক্ত সমাজ ব্যবস্থার ফলে —

i. অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে
ii. কৃষির সূচনা হয়েছে
iii. যোগাযোগ সহজতর হয়েছে

নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যাঃ


অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন
১. জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের জন্য কারা অসহায় ছিল?
ব্যাখ্যাঃ


২. আদিম কালের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার জীবন যাপনের চাহিদা পূরণের জন্য কিসের প্রয়োজন অনুভব করে?
ব্যাখ্যাঃ


৩. আদিম কালের মানুষ পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে কি গড়ে তুলেছে?
ব্যাখ্যাঃ


৪. শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা কি লক্ষ্য করি?
ব্যাখ্যাঃ


৫. মানুষ কি চায় না?
ব্যাখ্যাঃ


৬. সবাই দলবদ্ধভাবে বাস করে কেন?
ব্যাখ্যাঃ


৭. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানুষ গোষ্ঠীকে কি বলা হয়?
ব্যাখ্যাঃ


৮. পরিবার সমাজ গঠনের কততম ধাপ হচ্ছে কি?
ব্যাখ্যাঃ


৯. কি আদিম সামাজিক প্রতিষ্ঠান?
ব্যাখ্যাঃ


১০. সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান?
ব্যাখ্যাঃ


১১. মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত?
ব্যাখ্যাঃ


১২. অনেকক্ষেত্রে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে কে?
ব্যাখ্যাঃ


১৩. মানব সমাজের প্রকৃতি, আচার-আচরণ ও সংস্কৃতির উপর কিসের প্রভাব স্পষ্ট?
ব্যাখ্যাঃ


১৪. পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কি ভিত্তিক?
ব্যাখ্যাঃ


১৫. সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে?
ব্যাখ্যাঃ


১৬. নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে?
ব্যাখ্যাঃ


১৭. টাইগ্রিস ও ইউফেডিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে?
ব্যাখ্যাঃ


১৮. বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় বিকাশ লাভ করেছে?
ব্যাখ্যাঃ


১৯. নদীমাতৃক দেশ বলা হয় কাকে?
ব্যাখ্যাঃ


২০. কুটিরশিল্প বিকাশে কিসের প্রভাব রয়েছে?
ব্যাখ্যাঃ


২১. বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় কোথায়?
ব্যাখ্যাঃ


২২. রেশমি শাড়ী তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে কোথায়?
ব্যাখ্যাঃ


২৩. রেশমি শাড়ী তৈরি হয় কোথা থেকে?
ব্যাখ্যাঃ


২৪. খেজুরের গুড়ের জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


২৫. মন্ডার জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


২৬. শাড়ির জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


২৭. মধুর জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


২৮. শীতল পার্টির জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


২৯. বিখ্যাত মসলিন শিল্পের জন্য বিখ্যাত?
ব্যাখ্যাঃ


৩০. গ্রীষ্মপ্রধান দেশের মানুষ হালকা কাপড় আর শীতপ্রধান দেশের মানুষ গরম পশমি কাপড় পরিধান করে, এ থেকে প্রমাণিত হয় —
ব্যাখ্যাঃ


৩১. শীতপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পড়ে?
ব্যাখ্যাঃ


৩২. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পড়ে?
ব্যাখ্যাঃ


৩৩. যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কি ব্যবহার করে?
ব্যাখ্যাঃ


৩৪. সমাজ কেমন?
ব্যাখ্যাঃ


৩৫. পুরনো সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজ গড়ে উঠেছে কিসের জন্য?
ব্যাখ্যাঃ


৩৬. কালের সুদীর্ঘ চাঁদটা পথে সমাজের পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়?
ব্যাখ্যাঃ


৩৭. আদিমকালে মানুষ কোথায় বাস করত?
ব্যাখ্যাঃ


৩৮. খাবার খোঁজার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো কোন যুগের লোক?
ব্যাখ্যাঃ


৩৯. ফলমূল সংগ্রহ, পশুপাখি ও মৎস্য শিকার কোন যুগের প্রধান কাজ কি ছিল?
ব্যাখ্যাঃ


৪০. আদিম সমাজকে কি সমাজ বলা হয়?
ব্যাখ্যাঃ


৪১. গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া কোন সমাজে শীত ও রোধ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কি ব্যবহার করত?
ব্যাখ্যাঃ


৪২. কোন সমাজের মানুষ কোন শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি?
ব্যাখ্যাঃ


৪৩. খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় কোন সমাজে?
ব্যাখ্যাঃ


৪৪. সমাজবিজ্ঞানীদের মতে কৃষিকাজের উদ্ভাবক কারা?
ব্যাখ্যাঃ


৪৫. মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশু পালন করে জীবিকা নির্বাহ করতে কোন সমাজে?
ব্যাখ্যাঃ


৪৬. বিনিময় প্রথার উদ্ভব ঘটে কোন সমাজে?
ব্যাখ্যাঃ


৪৭. কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় কখন?
ব্যাখ্যাঃ


৪৮. কৃষিভিত্তিক সমাজের সময় কোন অঞ্চলে প্রচুর বৃষ্টি হতো?
ব্যাখ্যাঃ


৪৯. সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে কীসের মধ্য দিয়ে?
ব্যাখ্যাঃ


৫০. নগর জীবনের বিকাশের ভূমিকা রাখে কোন সমাজ?
ব্যাখ্যাঃ


৫১. সভ্যতা হচ্ছে কীসের অবদান?
ব্যাখ্যাঃ


৫২. বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে কখন?
ব্যাখ্যাঃ


৫৩. ‘রেনেঁসা’ কথাটির অর্থ কি?
ব্যাখ্যাঃ


৫৪. আমেরিকা আবিষ্কার করেন —
ব্যাখ্যাঃ


৫৫. কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?
ব্যাখ্যাঃ


৫৬. মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে?
ব্যাখ্যাঃ


৫৭. কত সালে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন?
ব্যাখ্যাঃ


৫৮. কত শতকে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার হয়?
ব্যাখ্যাঃ


৫৯. শিল্প বিপ্লবের সূচনা হয় কোন সমাজে?
ব্যাখ্যাঃ


৬০. কত শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়?
ব্যাখ্যাঃ


৬১. ক্রমঃ বর্ধমান শিল্প কারখানার স্ট্রং ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করে কোথায়?
ব্যাখ্যাঃ


৬২. রেডিও, সিনেমা ও টেলিভিশনে ব্যবহার শুরু হয় কত শতকে?
ব্যাখ্যাঃ


৬৩. শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি কি?
ব্যাখ্যাঃ


৬৪. শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করা কীসের মূল বৈশিষ্ট্য?
ব্যাখ্যাঃ


৬৫. পলাশীর যুদ্ধ হয় কত শতকে?
ব্যাখ্যাঃ


৬৬. বাংলাদেশ ঔপনিবেশিক যুগে প্রবেশ করে কখন?
ব্যাখ্যাঃ


৬৭. কখন বাংলাদেশে শিল্পের বিকাশ ঘটেনি?
ব্যাখ্যাঃ


Your Score:

You cannot copy content of this page.