১১ তম বিসিএস

১. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় —-

ব্যাখ্যা: কম্পিউটারের ‘সফ্টওয়্যার’ বলতে বুঝায় এর প্রোগ্রাম ও কর্ম-পরিচালনার কৌশল এবং ‘হার্ডওয়্যার’ বলতে কম্পিউটারের যান্ত্রিক বিষয়াদি বুঝায়।

২. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে —

ব্যাখ্যা:


১৫ তম বিসিএস

১. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

ব্যাখ্যা: চিপ হলো সিলিকনের তৈরি সলিডস্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস, যার মধ্যে একটি IC –এর বিভিন্ন ধরনের পার্টস (ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, কাপাসিটর) থাকে। এই সিলিকন চিপের ভিত্তিতেই ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে।


১৭ তম বিসিএস

১. ‘ল্যাপটপ’ হলো এক ধরনের —

ব্যাখ্যা: ল্যাপটপ হলো- ব্রিফকেস আকৃতির এক ধরনের ছোট কম্পিউটার । এটি সহজেই বহনযোগ্য এবং যে কোন স্থানে রেখে কাজ করা যায়। ল্যাপটপের মতো আরোও কিছু ছোট কম্পিউটার হলো লাইফ বুক, নেটবুক, নেটটপ, নোটবুক ইত্যাদি।


১৯ তম বিসিএস

১. কম্পিউটার সফট্ওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?

ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম মাইক্রোসফট। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজতিক কম্পিউটার প্রযুক্তি (হার্ডওয়্যার ও সফটওয়্যার) উৎপাদনকারী কোম্পানী। এর প্রতিষ্ঠাতা বিল গেটস।


২৩ তম বিসিএস

১. কম্পিউটারে কোনটি নেই?

ব্যাখ্যা:


২৪ তম বিসিএস

১. ‘ল্যাপটপ’ কি?

ব্যাখ্যা: ল্যাপটপ হলো- ব্রিফকেস আকৃতির এক ধরনের ছোট কম্পিউটার । এটি সহজেই বহনযোগ্য এবং যে কোন স্থানে রেখে কাজ করা যায়। ল্যাপটপের মতো আরোও কিছু ছোট কম্পিউটার হলো লাইফ বুক, নেটবুক, নেটটপ, নোটবুক ইত্যাদি।


২৮ তম বিসিএস

১. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

ব্যাখ্যা:


২৯ তম বিসিএস

১. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

ব্যাখ্যা: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ করলেও ROM-এ সংরক্ষিত ডেটা মুছে যায় না। ROM-এ রক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়।


৩১ তম বিসিএস

১. কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় -–

ব্যাখ্যা: আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে।

২. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম –

ব্যাখ্যা: যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরূপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রনোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।


৩২ তম বিসিএস

১. মডেম এর মধ্যে যা থাকে তা হলো —

ব্যাখ্যা: মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালগ সিগন্যালে পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।

২. কম্পিউটার ভাইরাস কি?

ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে গোপনে বিস্তার লাভ করে মেমোরির প্রোগ্রাম, ফাইল ও ডিস্কের সব তথ্য নষ্ট করে দেয়। সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস সম্পর্কে অবহিত করেন-ফ্রেডরিক কোহেন, ১৯৮৩ সালে।

৩. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

ব্যাখ্যা: ওয়াইম্যাক্স হলো একধরনের তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সুবিধা যা IEEE802.16 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই মাধ্যমটি OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে।


৩৩ তম বিসিএস

১. ইন্টারনেট চালুর বছর —-

ব্যাখ্যা: ১৯৬৯ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। তবে TCP/IP প্রতিষ্ঠার মাধ্যমে ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জানুয়ারি ১৯৮৩। এর জনক ভিনটন জি কার্ফ।


৩৪ তম বিসিএস

১. The term PC means —

ব্যাখ্যা:PC এর পূর্ণরূপ Personal Computer. কম্পিউটারের মূল অংশ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট PC এর মধ্যেই অন্তর্ভুক্ত।


৩৫ তম বিসিএস

১. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

ব্যাখ্যা: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।

২. কম্পিউটার মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ব্যাখ্যা: সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে, সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরূপে ব্যবহৃত হয়।

৩. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

ব্যাখ্যা: ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।

৪. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো —

ব্যাখ্যা: একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (Share) করে অর্থ, স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরূপ এখানে প্রিন্টারের কথা বলা যায়।

৫. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?

ব্যাখ্যা: বর্তমানে অনলাইনে কেনা-বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো- amazon.com, Olx.com, ekhanei.com, bikroy.com ইত্যাদি। অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।

৬. নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?

ব্যাখ্যা: ইন্টারনেটে সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক। যথা: কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব-ব্রাউজার (যেমন: ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।

৭. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?

ব্যাখ্যা: কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে।

৮. MICR-এর পূর্ণরূপ কি?

ব্যাখ্যা: MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader। এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চুম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে MICR (Reader) দ্বারা কম্পিউটারকে সরাসরি পড়ানো হয়।

৯. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

ব্যাখ্যা: অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ। Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহায়তা করে।

১০. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?

ব্যাখ্যা: টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হলেও জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

১১. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?

ব্যাখ্যা: স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন: এনড্রয়েড, ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন সোর্স নয় এমন কিছু মোবাইল অপারেটিং সিস্টেম হলো আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি, সিম্বিয়ান ইত্যাদি।

১২. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

ব্যাখ্যা: 3G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা, মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা প্রদান করে। তবে 4G তে যে বিশেষ সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

১৩. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?

ব্যাখ্যা: ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফ্‌টওয়্যার প্রতিষ্ঠান। সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান। ১৯৭৭ সালে ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

১৪. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?

ব্যাখ্যা: প্রোগাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র‌্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারের তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য। কোনো file এর কোনো অংশ Cut বা Copy করলে তা Clipboard এ অস্থায়ীভাবে সংরক্ষিত হয় যা কোনো স্থানে Paste করা যায়।

১৫. পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?

ব্যাখ্যা: দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার এক সাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল, প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে।

Your Score:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *