পরীক্ষা ২০২৪ — ১ম ধাপ ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার? ক) বাংলাদেশ আওয়ামী লীগ খ) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা গ) সি আর আই ঘ) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ব্যাখ্যাঃ বইটির গ্রন্থস্বত্ব 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট'-এর। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ৩৩২। ২. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী? ক) National Cricketers Training Board খ) National Curriculum and Textbook Board গ) National Curriculum and Training Board ঘ) National Communication and Training Board ব্যাখ্যাঃ NCTB এর পূর্ণরূপ হলো: National Curriculum & Textbook Board. ৩. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? ক) ৩৮ খ) ৪০ গ ৪১ ঘ) ৪২ ব্যাখ্যাঃ ৪০ নম্বর অনুচ্ছেদ: আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকিবে। ৪. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? ক) প্রিয়যোদ্ধা প্রিয়তম খ) নেকড়ে অরণ্য গ) বন্দী শিবির থেকে ঘ) নিষিদ্ধ লোবান ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২)। এ কাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে। ৫. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? ক) আপেল মাহমুদ খ) গাজী মাজহারুল আনোয়ার গ) নজরুল ইসলাম বাবু ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল ব্যাখ্যাঃ সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।ে ৬. প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি? ক) যোগ্যতাভিত্তিক খ) দক্ষতাভিত্তিক গ) উদ্দেশ্যভিত্তিক ঘ) বয়স কাঠামো ভিত্তিক ব্যাখ্যাঃ ৭. ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? ক) ১৬,৯৮,১৭৯২১ খ) ১৬,৯৮,২৫,৯২১ গ) ১৬,৯৮,২৮,৯১১ ঘ) ১৬,৯৬,১৮,৯২১ ব্যাখ্যাঃ ৮. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? ক) তারেক মাসুদ খ) মোস্তফা সরোয়ার ফারুকী গ) মৃনাল সেন ঘ) হুমায়ুন আহমেদ ব্যাখ্যাঃ মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। ৯. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত — ক) নুরজাহান বেগম খ) মোহাম্মাদ জাফর ইকবাল গ) মাকসুদুল আলম ঘ) সেঁজুতি সাহা ব্যাখ্যাঃ পরীক্ষা ২০২৪ — ২য় ধাপ ১. বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? ক) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খ) পরিকল্পনা বিভাগ গ) অর্থ বিভাগ ঘ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ব্যাখ্যাঃ বৈদেশিক অর্থায়ন (অনুদান, ঋণ, কারিগরি সহায়তা) কার্যক্রমকে তত্ত্বাবধান করার লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ হিসেবে বহিঃসম্পদ বিভাগ স্থাপিত হয়। পরবর্তীতে বহিঃসম্পদ বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৯০ সালে বহিঃসম্পদ বিভাগকে 'অর্থনৈতিক সম্পর্ক বিভাগ' হিসেবে নামকরণ করা হয়। ২. বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি? ক) ময়মনসিংহ খ) বরিশাল গ) ঢাকা ঘ) সিলেট ব্যাখ্যাঃ মোট সাক্ষরতার সর্বোচ্চ হার ঢাকা বিভাগে ৭৮.০৯% এবং সর্বনিম্ন হার ময়মনসিংহ বিভাগে ৬৭.০৯%। ৩. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন? ক) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় খ) প্রতিরক্ষা মন্ত্রণালয় গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঘ) ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ব্যাখ্যাঃ ৪. "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে? ক) নজরুল ইসলাম বাবু খ) গোবিন্দ হালদার গ) আপেল মাহমুদ ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল ব্যাখ্যাঃ গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি গীতিকার। তার রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। ৫. ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? ক) ২.২৫৮ খ) ১.৮৫৫ গ) ১.৮৫২ ঘ) ২.৮৭১ ব্যাখ্যাঃ ৬. ECNEC এর বর্তমান সভাপতি কে? ক) জনপ্রশাসন মন্ত্রী খ) অর্থ মন্ত্রী গ) প্রধানমন্ত্রী ঘ) পরিকল্পনা মন্ত্রী ব্যাখ্যাঃ Executive Committee of the National Economic Council বা (একনেক) এর সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষা ২০২৪ — ৩য় ধাপ ১. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না? ক) স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা খ) বিচার ব্যবস্থা গ) শাসনতান্ত্রিক কাঠামো ঘ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যাখ্যাঃ ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে যে দাবিসমূহ ছিল তা হলো: ১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ৩। অর্থ ও মুদ্রা সংক্রান্ত ক্ষমতা ৪। রাজস্ব, কর, বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা ৫। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা ৬। আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা ২. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? ক) শ্রীলঙ্কা খ) পাকিস্তান গ) ভারত ঘ) বাংলাদেশ ব্যাখ্যাঃ Probe News Agency (PNA) হলো বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা। বাংলাদেশ থেকে পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংবাদ পরিচালিত হয়। ৩. বাংলোদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? ক) ৪২ খ) ৩৯ গ) ৪০ ঘ) ৪১ ব্যাখ্যাঃ ৪. 'কুসুম্বা' মসজিদ কোথায় অবস্থিত? ক) ঢাকার লালবাগে খ) নওগা জেলায় গ) পুরনো ঢাকায় ঘ) বাগেরহাট জেলায় ব্যাখ্যাঃ কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধুসর বর্ণের মসজিদটি অবস্থিত। ৫. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? ক) লর্ড মাউন্ট ব্যাটেন খ) ওয়ারেন হেস্টিংস গ) লর্ড বেন্টিংক ঘ) লর্ড কর্ণওয়ালিস ব্যাখ্যাঃ লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ-এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ৬. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? ক) দেব খ) রাঢ় গ) পাল ঘ) চন্দ্র ব্যাখ্যাঃ দেব রাজবংশ (খ্রিস্টীয় ১২শ – ১৩শ শতাব্দী) ছিল মধ্যযুগীয় বঙ্গের একটি বাঙালি হিন্দু রাজবংশ। সেন রাজবংশের পরে পূর্ববঙ্গে এই রাজবংশ রাজত্ব করেছিল। ৭. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে? ক) শেখ নিয়ামত আলী খ) খান আতাউর রহমান গ) জহির রায়হান ঘ) আব্দুল জব্বার খান ব্যাখ্যাঃ মুখ ও মুখোশ বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। চলচ্চিত্রটি প্রথম দফায় মুক্তির পর ৪৮,০০০ রুপি আয় করে। Submit answers Your Score: